জাবি আলোনসোকে কোচ হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রেয়াল মাদ্রিদ। রেয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলেছেন ২৩৬ ম্যাচ। এই মাসেই শুরুর দিকে জানিয়ে দেন, মৌসুম শেষ হতে বায়ার লেভারকুসেন ছাড়ছেন তিনি।
প্রথমবার পূর্ণকালীন দায়িত্ব পেয়ে ক্লাবটিকে ২০২৩-২৪ মৌসুমে এনে দেন বুন্দেসলিগা শিরোপা। এই সময় তার দল হারেনি কোনও ম্যাচ। ঘরে তুলেছে জার্মান কাপও। এবার অবশ্য শিরোপা ধরে রাখতে পারেনি। বায়ার্ন মিউনিখের পর রানার্স আপ হয়েই তারা মৌসুম শেষ করেছে।
আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়া আলোনসোর চুক্তির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন। কার্লো আনচেলত্তি রেয়ালের হয়ে গতকাল শনিবার শেষবারের মতো ডাগ আউট সামলেছেন। মৌসুম শেষে এখন তিনি ব্রাজিল কোচ হওয়ার অপেক্ষায়।
বিবৃতিতে রেয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘পরবর্তী তিন মৌসুমের জন্য রেয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো আগামী ১ জুন দায়িত্ব গ্রহণ করে সেটা সামলাবেন ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।’
রেয়ালে খেলোয়াড় থাকা অবস্থায় ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের কীর্তি আছে আলোনসোর। চুক্তি হওয়ায় আজ হয়তো অনুশীলন মাঠে তাকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়ার কথা।
রোববার, ২৫ মে ২০২৫
জাবি আলোনসোকে কোচ হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রেয়াল মাদ্রিদ। রেয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলেছেন ২৩৬ ম্যাচ। এই মাসেই শুরুর দিকে জানিয়ে দেন, মৌসুম শেষ হতে বায়ার লেভারকুসেন ছাড়ছেন তিনি।
প্রথমবার পূর্ণকালীন দায়িত্ব পেয়ে ক্লাবটিকে ২০২৩-২৪ মৌসুমে এনে দেন বুন্দেসলিগা শিরোপা। এই সময় তার দল হারেনি কোনও ম্যাচ। ঘরে তুলেছে জার্মান কাপও। এবার অবশ্য শিরোপা ধরে রাখতে পারেনি। বায়ার্ন মিউনিখের পর রানার্স আপ হয়েই তারা মৌসুম শেষ করেছে।
আনচেলত্তির স্থলাভিষিক্ত হওয়া আলোনসোর চুক্তির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন। কার্লো আনচেলত্তি রেয়ালের হয়ে গতকাল শনিবার শেষবারের মতো ডাগ আউট সামলেছেন। মৌসুম শেষে এখন তিনি ব্রাজিল কোচ হওয়ার অপেক্ষায়।
বিবৃতিতে রেয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘পরবর্তী তিন মৌসুমের জন্য রেয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো আগামী ১ জুন দায়িত্ব গ্রহণ করে সেটা সামলাবেন ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।’
রেয়ালে খেলোয়াড় থাকা অবস্থায় ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের কীর্তি আছে আলোনসোর। চুক্তি হওয়ায় আজ হয়তো অনুশীলন মাঠে তাকে কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয়ার কথা।