অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ দিয়ে প্রথমবার টেস্টে ভারতকে নেতৃত্ব দেন শুবমান গিল। ইংল্যান্ডের মাটিতে ২-২ ব্যবধানে ড্র হওয়া পাঁচ ম্যাচ সিরিজে রেকর্ড ৭৫৪ রান করা এই ব্যাটার মাঠের বাইরেও শীর্ষে থাকলেন। লর্ডস টেস্টে তার ব্যবহৃত জার্সিটি বিক্রি হয়েছে ৪৫০০ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় যা ৫ লাখ ৪১ হাজার রুপি । ‘রেড ফর রুথ’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই নিলামে দুই দলের বেশ কিছু ব্যবহৃত পণ্যের মধ্যে গিলের জার্সিই সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ ব্যয় হবে দাতব্য সংস্থার কাজে।
লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারের ম্যাচে দুই ইনিংসে ১৬ ও ৬ রান করেন গিল। তবে এর আগে-পরে যে ঝলক তিনি দেখান, তার প্রভাবই হয়তো পড়েছে নিলামে। ক্রিকেটের পণ্যভূমিতে ম্যাচ শেষে নিজের জার্সি চ্যারিটির জন্য দান করেন গিল। সেই জার্সি ধোয়া হয়নি। দাগযুক্ত, অপরিচ্ছন্ন জার্সিই নিলামে তোলা হয়।
নিলামে গিলের জার্সি সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে এভাবে, এই বিশেষ সংস্করণের জার্সি, যা রুথ স্ট্রস ফাউন্ডেশনে দেয়া হয়েছে, এতে ভারতীয় টেস্ট দলের অফিসিয়াল ক্রেস্ট আছে এবং এটি ম্যাচে পরিহিত, দাগযুক্ত ও ধোয়া হয়নি। গিল তার চোখ ধাঁধানো শট খেলার সামর্থ্য ও শান্ত স্বভাবের জন্য সুপরিচিত। তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবেও দেখা হচ্ছে। এই জার্সি ধোয়া হয়নি এবং ম্যাচে পরিধান করা হয়েছিল- হোম অব ক্রিকেটের স্মরণীয় দিনের একটি দুর্লভ সংগ্রহ এটি।’
গিলের এই জার্সিটি ছাড়া দুই দলের খেলোয়াড়দের সই করা জার্সি, ক্যাপ, ব্যাট ও হসপিটালিটি টিকেট তোলা হয় নিলামে। যেখানে জসপ্রিত বুমরা ও রবীন্দ্র জাদেজার পণ্য দ্বিতীয় সর্বোচ্চ ৪২০০ পাউন্ডে বিক্রি হয়েছে। এরপর লোকেশ রাহুলের পণ্যের দাম উঠেছে ৪ হাজার পাউন্ড। ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে জো রুটের জার্সি সর্বোচ্চ ৩৮০০ পাউন্ডে বিক্রি হয়েছে। অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম ছিল ৩৪০০ পাউন্ড।
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজ দিয়ে প্রথমবার টেস্টে ভারতকে নেতৃত্ব দেন শুবমান গিল। ইংল্যান্ডের মাটিতে ২-২ ব্যবধানে ড্র হওয়া পাঁচ ম্যাচ সিরিজে রেকর্ড ৭৫৪ রান করা এই ব্যাটার মাঠের বাইরেও শীর্ষে থাকলেন। লর্ডস টেস্টে তার ব্যবহৃত জার্সিটি বিক্রি হয়েছে ৪৫০০ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় যা ৫ লাখ ৪১ হাজার রুপি । ‘রেড ফর রুথ’ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই নিলামে দুই দলের বেশ কিছু ব্যবহৃত পণ্যের মধ্যে গিলের জার্সিই সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ ব্যয় হবে দাতব্য সংস্থার কাজে।
লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারের ম্যাচে দুই ইনিংসে ১৬ ও ৬ রান করেন গিল। তবে এর আগে-পরে যে ঝলক তিনি দেখান, তার প্রভাবই হয়তো পড়েছে নিলামে। ক্রিকেটের পণ্যভূমিতে ম্যাচ শেষে নিজের জার্সি চ্যারিটির জন্য দান করেন গিল। সেই জার্সি ধোয়া হয়নি। দাগযুক্ত, অপরিচ্ছন্ন জার্সিই নিলামে তোলা হয়।
নিলামে গিলের জার্সি সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে এভাবে, এই বিশেষ সংস্করণের জার্সি, যা রুথ স্ট্রস ফাউন্ডেশনে দেয়া হয়েছে, এতে ভারতীয় টেস্ট দলের অফিসিয়াল ক্রেস্ট আছে এবং এটি ম্যাচে পরিহিত, দাগযুক্ত ও ধোয়া হয়নি। গিল তার চোখ ধাঁধানো শট খেলার সামর্থ্য ও শান্ত স্বভাবের জন্য সুপরিচিত। তাকে বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবেও দেখা হচ্ছে। এই জার্সি ধোয়া হয়নি এবং ম্যাচে পরিধান করা হয়েছিল- হোম অব ক্রিকেটের স্মরণীয় দিনের একটি দুর্লভ সংগ্রহ এটি।’
গিলের এই জার্সিটি ছাড়া দুই দলের খেলোয়াড়দের সই করা জার্সি, ক্যাপ, ব্যাট ও হসপিটালিটি টিকেট তোলা হয় নিলামে। যেখানে জসপ্রিত বুমরা ও রবীন্দ্র জাদেজার পণ্য দ্বিতীয় সর্বোচ্চ ৪২০০ পাউন্ডে বিক্রি হয়েছে। এরপর লোকেশ রাহুলের পণ্যের দাম উঠেছে ৪ হাজার পাউন্ড। ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে জো রুটের জার্সি সর্বোচ্চ ৩৮০০ পাউন্ডে বিক্রি হয়েছে। অধিনায়ক বেন স্টোকসের জার্সির দাম ছিল ৩৪০০ পাউন্ড।