এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে-অফ
কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ফুটবল দল
এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে অফে এবার বাংলাদেশের দুই ক্লাব খেলছে। আগামী ১২ আগস্ট একই দিনে দুটি ম্যাচ হতে যাচ্ছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেড। অন্যদিকে, বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সিরিয়ার আল কারমাহ। রবিবার কিংস ম্যাচের নিরপেক্ষ ভেন্যুতে কাতারের দোহায় যাচ্ছে? সেখানে ব্রাজিলিয়ান কোচ ও বিদেশি খেলোয়াড়রাও যোগ দেবেন। কিউবা মিচেলেরও যোগ দেয়ার কথা। আর কিরগিজস্তানের দল আগামী ১১ আগস্ট ঢাকায় আসছে চার্টার্ড ফ্লাইটে।
কিরগিজস্তানের ক্লাব সেদিন সকালে ঢাকায় পা রাখবে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৭০ জনের বহর আসছে। আগামী ১২ আগস্ট ম্যাচ খেলে আবার পরের দিন চাটার্ড ফ্লাইটেই ঢাকা ছাড়বে দলটি।
আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেছেন, ‘কিরগিজস্তানের দলটি ম্যাচের আগের দিন আসছে। আগামী কাল এসে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে। ঢাকা স্টেডিয়ামের কাছের হোটেলে উঠবে তারা। এরই মধ্যে এই ম্যাচের জন্য সব রকমের প্রস্তুতি নেয়া হচ্ছে।’এদিকে, আবাহনীতে খেলার জন্য সুলেমানে দিয়াবাতেও ঢাকায় আসছেন। একজন বিদেশি নিয়ে খেলার কথা আকাশী-নীল জার্সিধারীদের।
এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে-অফ
কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ফুটবল দল
শনিবার, ০৯ আগস্ট ২০২৫
এএফসি চ্যালেঞ্জ লীগের প্লে অফে এবার বাংলাদেশের দুই ক্লাব খেলছে। আগামী ১২ আগস্ট একই দিনে দুটি ম্যাচ হতে যাচ্ছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেড। অন্যদিকে, বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ সিরিয়ার আল কারমাহ। রবিবার কিংস ম্যাচের নিরপেক্ষ ভেন্যুতে কাতারের দোহায় যাচ্ছে? সেখানে ব্রাজিলিয়ান কোচ ও বিদেশি খেলোয়াড়রাও যোগ দেবেন। কিউবা মিচেলেরও যোগ দেয়ার কথা। আর কিরগিজস্তানের দল আগামী ১১ আগস্ট ঢাকায় আসছে চার্টার্ড ফ্লাইটে।
কিরগিজস্তানের ক্লাব সেদিন সকালে ঢাকায় পা রাখবে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৭০ জনের বহর আসছে। আগামী ১২ আগস্ট ম্যাচ খেলে আবার পরের দিন চাটার্ড ফ্লাইটেই ঢাকা ছাড়বে দলটি।
আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেছেন, ‘কিরগিজস্তানের দলটি ম্যাচের আগের দিন আসছে। আগামী কাল এসে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে। ঢাকা স্টেডিয়ামের কাছের হোটেলে উঠবে তারা। এরই মধ্যে এই ম্যাচের জন্য সব রকমের প্রস্তুতি নেয়া হচ্ছে।’এদিকে, আবাহনীতে খেলার জন্য সুলেমানে দিয়াবাতেও ঢাকায় আসছেন। একজন বিদেশি নিয়ে খেলার কথা আকাশী-নীল জার্সিধারীদের।