গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে জুলাই গণহত্যা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই খুদে কুস্তিগীর। মফস্বল থেকে আসা এই দুই প্রতিযোগী জার্সি ছাড়াই লড়াইয়ে নামে
কারও গায়ে জার্সি নেই। আবার কারও পরনে কুস্তির নির্ধারিত ড্রেসকোট নেই। জেলা থেকে আসা ছেলে মেয়েদের কুস্তির পোশক ছিল না বললেই চলে। শেষ বিকেলে আবার দুই শিশু কুস্তিগীরকেও চমৎকার লড়তে দেখা যায়। এমন উন্মুক্ত পরিবেশেই অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উন্মুক্ত কুস্তি। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী কুস্তিতে বিভিন্ন গেমসের ক্যাম্পে থাকা কুস্তিগীরদের সঙ্গে লড়েন জেলার ক্রীড়াবিদরাও। ছেলে মেয়েদের ২০টি ওজন শ্রেণীতে পুলিশ, আনসার, জাতীয় কুস্তিটিমসহ বিভিন্ন জেলা হতে মোট ১৫০ জন কুস্তিগীর অংশ নিয়েছেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেন কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ।
গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে জুলাই গণহত্যা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই খুদে কুস্তিগীর। মফস্বল থেকে আসা এই দুই প্রতিযোগী জার্সি ছাড়াই লড়াইয়ে নামে
রোববার, ১০ আগস্ট ২০২৫
কারও গায়ে জার্সি নেই। আবার কারও পরনে কুস্তির নির্ধারিত ড্রেসকোট নেই। জেলা থেকে আসা ছেলে মেয়েদের কুস্তির পোশক ছিল না বললেই চলে। শেষ বিকেলে আবার দুই শিশু কুস্তিগীরকেও চমৎকার লড়তে দেখা যায়। এমন উন্মুক্ত পরিবেশেই অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উন্মুক্ত কুস্তি। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী কুস্তিতে বিভিন্ন গেমসের ক্যাম্পে থাকা কুস্তিগীরদের সঙ্গে লড়েন জেলার ক্রীড়াবিদরাও। ছেলে মেয়েদের ২০টি ওজন শ্রেণীতে পুলিশ, আনসার, জাতীয় কুস্তিটিমসহ বিভিন্ন জেলা হতে মোট ১৫০ জন কুস্তিগীর অংশ নিয়েছেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেন কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ।