ঢাবি আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা (ডানে চ্যাম্পিয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল ফাইনালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৫১-৪৩ পয়েন্টে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় অনিরুদ্ধ তালুকদার বর্ণ ১১৫ স্কোর করে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোরার হন।
এছাড়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আকিব হাসান প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
সোমবার,(১১ আগস্ট ২০২৫) শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল কেন্দ্রের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাবি আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা (ডানে চ্যাম্পিয়ন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)
সোমবার, ১১ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ বাস্কেটবল ফাইনালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ৫১-৪৩ পয়েন্টে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় অনিরুদ্ধ তালুকদার বর্ণ ১১৫ স্কোর করে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোরার হন।
এছাড়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আকিব হাসান প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
সোমবার,(১১ আগস্ট ২০২৫) শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার ফাইনাল কেন্দ্রের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।