ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড়দের উল্লাস
লিভারপুলকে চমকে দিয়ে কমিউনিটি শিল্ড জিতলো ক্রিস্টাল প্যালেস। ইংলিশ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর দিনে ছড়ালো রোমাঞ্চ আর উত্তেজনা। গতকাল রোববার লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে জিতেছে প্যালেস ।
এর আগে ২-২ গোলে ড্র হয় নির্ধারিত সময়ের খেলা। দুই দফা এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে।
তিন মাস আগেও বড় কোনো শিরোপা ছিল না প্যালেসের। এখন ক্লাবটির নামের পাশে রয়েছে দুটি ট্রফি। গত মে মাসে এই মাঠেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে গত মৌসুমে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
টাইব্রেকারে দুঃস্বপ্নের মতো শুরু করে লিভারপুল। প্রথম শট নেয়া মোহামেদ সালাহ বল উড়িয়ে মারেন। এরপর দ্বিতীয় ও চতুর্থ শটে আলেক্সিস ম্যাক আলিস্তার ও হার্ভি এলিয়টকে ঠেকিয়ে দেন প্যালেসে হেন্ডারসন।
লড়াইয়ে ফেরার চেষ্টা চালিয়ে যান প্রিমিয়ার লীগের গত মৌসুমের চ্যাম্পিয়নদের গোলরক্ষক আলিসন। তিনি এবেরেচি এজে ও বোর্না সোসার শট রুখে দেন।
কিন্তু শেষ শট জালে পাঠিয়ে প্যালেসকে জয়ের আনন্দে মাতিয়ে তোলেন জাস্টিন ডেভেনি।
শেষ পর্যন্ত শক্তি ও ঐতিহ্যের বিচারে অনেক পিছিয়ে থাকা প্যালেসই হয় বিজয়ী। কয়েক মাসের ব্যবধানে এফএ কাপের পর কমিউনিটি শিল্ডও ঘরে তোলে তারা।
ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসের খেলোয়াড়দের উল্লাস
সোমবার, ১১ আগস্ট ২০২৫
লিভারপুলকে চমকে দিয়ে কমিউনিটি শিল্ড জিতলো ক্রিস্টাল প্যালেস। ইংলিশ ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর দিনে ছড়ালো রোমাঞ্চ আর উত্তেজনা। গতকাল রোববার লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে জিতেছে প্যালেস ।
এর আগে ২-২ গোলে ড্র হয় নির্ধারিত সময়ের খেলা। দুই দফা এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে।
তিন মাস আগেও বড় কোনো শিরোপা ছিল না প্যালেসের। এখন ক্লাবটির নামের পাশে রয়েছে দুটি ট্রফি। গত মে মাসে এই মাঠেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে গত মৌসুমে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
টাইব্রেকারে দুঃস্বপ্নের মতো শুরু করে লিভারপুল। প্রথম শট নেয়া মোহামেদ সালাহ বল উড়িয়ে মারেন। এরপর দ্বিতীয় ও চতুর্থ শটে আলেক্সিস ম্যাক আলিস্তার ও হার্ভি এলিয়টকে ঠেকিয়ে দেন প্যালেসে হেন্ডারসন।
লড়াইয়ে ফেরার চেষ্টা চালিয়ে যান প্রিমিয়ার লীগের গত মৌসুমের চ্যাম্পিয়নদের গোলরক্ষক আলিসন। তিনি এবেরেচি এজে ও বোর্না সোসার শট রুখে দেন।
কিন্তু শেষ শট জালে পাঠিয়ে প্যালেসকে জয়ের আনন্দে মাতিয়ে তোলেন জাস্টিন ডেভেনি।
শেষ পর্যন্ত শক্তি ও ঐতিহ্যের বিচারে অনেক পিছিয়ে থাকা প্যালেসই হয় বিজয়ী। কয়েক মাসের ব্যবধানে এফএ কাপের পর কমিউনিটি শিল্ডও ঘরে তোলে তারা।