টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে সরে দাঁডানোর পর ওয়ানডে থেকেও অবসরে যাচ্ছেন ভারতের তারকা দুই ক্রিকেটার ভিরাট কোহলি ও রোহিত শর্মা। চলতি বছরের শেষের দিকেই ৫০ ওভারের ফরম্যাট থেকে তারা অবসর নিতে চলেছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৫ সালের অক্টোবর মাসে নির্ধারিত অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজই হতে পারে তাদের ক্যারিয়ারের শেষ ওয়ানডে সিরিজ। দুই ক্রিকেটারের মুখ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য না পাওয়া গেলেও এই সিরিজের পরই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটা নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
খবরে আরও বলা হয়েছে, ভারতীয় বোর্ড (বিসিসিআই) বর্তমানে কোহলি ও রোহিতকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল পরিকল্পনার অংশ হিসেবে দেখছে না। এছাড়াও দাবি করা হয়েছে অস্ট্রেলিয়া সিরিজের পরও তাদের জাতীয় দলে থাকার জন্য ২০২৫ সালের ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পঞ্চাশ ওভারের ফরম্যাটে ঘরোয়া একদিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে খেলতে হতে পারে। যা কার্যত কোহলি ও রোহিতকে অস্ট্রেলিয়া সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করতে পারে।
একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ভিরাট কোহলি ও রোহিত শর্মার বয়স ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বিসিসিআইর পরিকল্পনার সঙ্গে ঠিক মিলছেনা। টুর্নামেন্টের এখনও দুই বছরেরও বেশি সময় বাকি এবং তখন দু’জনের বয়স প্রায় ৪০ হয়ে যাবে। তাই একটি সুস্পষ্ট কৌশল প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতের জন্য তরুণ প্রতিভা গড়ে তোলাও জরুরি।
সোমবার, ১১ আগস্ট ২০২৫
টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে সরে দাঁডানোর পর ওয়ানডে থেকেও অবসরে যাচ্ছেন ভারতের তারকা দুই ক্রিকেটার ভিরাট কোহলি ও রোহিত শর্মা। চলতি বছরের শেষের দিকেই ৫০ ওভারের ফরম্যাট থেকে তারা অবসর নিতে চলেছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৫ সালের অক্টোবর মাসে নির্ধারিত অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজই হতে পারে তাদের ক্যারিয়ারের শেষ ওয়ানডে সিরিজ। দুই ক্রিকেটারের মুখ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য না পাওয়া গেলেও এই সিরিজের পরই তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটা নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
খবরে আরও বলা হয়েছে, ভারতীয় বোর্ড (বিসিসিআই) বর্তমানে কোহলি ও রোহিতকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল পরিকল্পনার অংশ হিসেবে দেখছে না। এছাড়াও দাবি করা হয়েছে অস্ট্রেলিয়া সিরিজের পরও তাদের জাতীয় দলে থাকার জন্য ২০২৫ সালের ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পঞ্চাশ ওভারের ফরম্যাটে ঘরোয়া একদিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে খেলতে হতে পারে। যা কার্যত কোহলি ও রোহিতকে অস্ট্রেলিয়া সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করতে পারে।
একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, ভিরাট কোহলি ও রোহিত শর্মার বয়স ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বিসিসিআইর পরিকল্পনার সঙ্গে ঠিক মিলছেনা। টুর্নামেন্টের এখনও দুই বছরেরও বেশি সময় বাকি এবং তখন দু’জনের বয়স প্রায় ৪০ হয়ে যাবে। তাই একটি সুস্পষ্ট কৌশল প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতের জন্য তরুণ প্রতিভা গড়ে তোলাও জরুরি।