গতকাল মঙ্গলবার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রেয়াল মাদ্রিদ।
মিলিতাও দলকে এগিয়ে নেয়ার পর দুই অর্ধে একটি করে গোল করেন এমবাপ্পে। শেষ দিকে তার অ্যাসিস্ট থেকে জালের দেখা পান রদ্রিগো।
গোটা ম্যাচে প্রত্যাশিত দাপট দেখায় রেয়াল। প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিক দল গোলে শটই নিতে পারে স্রেফ একটি।
দশম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রসে বক্সে হেডে দলকে এগিয়ে নেন মিলিতাও। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ২০২৪ সালের নভেম্বরের পর প্রথমবার রেয়ালের শুরুর একাদশে নেমেই গোলের দেখা পেলেন।
ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। গিলেরের থ্রু পাশের বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা।
৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। ৮১ মিনিটে এমবাপ্পের কাছ থেকে স্বাগতিকদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। যার বদলি নেমেছিলেন তিনি, সেই ভিনিসিউস জুনিয়র এদিন প্রথম ৬২ মিনিট খেললেও তেমন কিছু করতে পারেননি।
নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে তুলে নেয়া হয় ম্যাচের সবচেয়ে উজ্জ্বল পারফরমার এমবাপ্পেকে।