ইংলিশ প্রিমিয়ার লিগ
সেন্ট জেমস পার্কে কী শ্বাসরুদ্ধকর এক লড়াই! দুটি সহজ সুযোগ নষ্ট করেও লড়াই ছাড়েনি নিউক্যাসল ইউনাইটেড। তবে প্রথমার্ধে অ্যান্থনি গর্ডন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। তবুও দারুণ লড়াই চালিয়ে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে সমতায় ফিরেছিল দলটি। শেষ মুহূর্তে এসে সেই নাটকীয়তা ম্লান করে দেন লিভারপুলের তরুণ ফরোয়ার্ড রিও নুমোহা।
প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে লিভারপুল জয় তুলে নেয় ৩-২ গোলে।
লিভারপুলের হয়ে গোল করেন রায়ান গ্রাভেনবার্চ, উগো একিতিকে এবং ১৬ বছরের নুমোহা। নিউক্যাসলের পক্ষে জালে বল পাঠান অধিনায়ক ব্রুনো গিমারাইস ও উইলিয়াম ওসুলা।
প্রথমে এগিয়ে যায় লিভারপুল। ৩৫তম মিনিটে কোডি হাকপোর পাস থেকে গ্রাভেনবার্চের নিচু শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে দিক পাল্টে জালে ঢোকে। এটি ছিল তার দীর্ঘ ৪১ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের গর্ডন।
বিরতির পরপরই ব্যবধান বাড়ায় লিভারপুল। ৪৬তম মিনিটে একিতিকের নিচু শটে গোল আসে। তবে এখানেই থেমে থাকেনি নিউক্যাসল। ৫৭তম মিনিটে গিমারাইস হেডে একটি গোল শোধ দেন। ৮৮তম মিনিটে গোলরক্ষক নিক পোপের ফ্রি-কিক থেকে তৈরি হওয়া বল ওসুলা জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।
তবে শেষ রোমাঞ্চটা ছিল লিভারপুলের। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বদলি নেমে নুমোহা ১০০তম মিনিটে সালাহর পাস থেকে জয়সূচক গোল করেন। এ গোলের মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে গোল করা কনিষ্ঠতম খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নেন।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে অবস্থান করছে লিভারপুল। সমান পয়েন্টে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার দুইয়ে আর শীর্ষে আছে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগ
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
সেন্ট জেমস পার্কে কী শ্বাসরুদ্ধকর এক লড়াই! দুটি সহজ সুযোগ নষ্ট করেও লড়াই ছাড়েনি নিউক্যাসল ইউনাইটেড। তবে প্রথমার্ধে অ্যান্থনি গর্ডন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। তবুও দারুণ লড়াই চালিয়ে দুই গোলের ব্যবধান ঘুচিয়ে সমতায় ফিরেছিল দলটি। শেষ মুহূর্তে এসে সেই নাটকীয়তা ম্লান করে দেন লিভারপুলের তরুণ ফরোয়ার্ড রিও নুমোহা।
প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে লিভারপুল জয় তুলে নেয় ৩-২ গোলে।
লিভারপুলের হয়ে গোল করেন রায়ান গ্রাভেনবার্চ, উগো একিতিকে এবং ১৬ বছরের নুমোহা। নিউক্যাসলের পক্ষে জালে বল পাঠান অধিনায়ক ব্রুনো গিমারাইস ও উইলিয়াম ওসুলা।
প্রথমে এগিয়ে যায় লিভারপুল। ৩৫তম মিনিটে কোডি হাকপোর পাস থেকে গ্রাভেনবার্চের নিচু শট প্রতিপক্ষের ডিফেন্ডারে লেগে দিক পাল্টে জালে ঢোকে। এটি ছিল তার দীর্ঘ ৪১ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের গর্ডন।
বিরতির পরপরই ব্যবধান বাড়ায় লিভারপুল। ৪৬তম মিনিটে একিতিকের নিচু শটে গোল আসে। তবে এখানেই থেমে থাকেনি নিউক্যাসল। ৫৭তম মিনিটে গিমারাইস হেডে একটি গোল শোধ দেন। ৮৮তম মিনিটে গোলরক্ষক নিক পোপের ফ্রি-কিক থেকে তৈরি হওয়া বল ওসুলা জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।
তবে শেষ রোমাঞ্চটা ছিল লিভারপুলের। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বদলি নেমে নুমোহা ১০০তম মিনিটে সালাহর পাস থেকে জয়সূচক গোল করেন। এ গোলের মাধ্যমে তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে গোল করা কনিষ্ঠতম খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নেন।
দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে অবস্থান করছে লিভারপুল। সমান পয়েন্টে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার দুইয়ে আর শীর্ষে আছে আর্সেনাল।