আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার পাঁচ মাস আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। টেস্ট ও ওয়ানডেতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
৩৫ বছর বয়সী স্টার্কের ভাবনায় মূলত আগামী বছরের ঠাসা টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার হয়ে বহুদিন ধরেই তিনি বেছে বেছে টি-টোয়েন্টি খেলছিলেন। গত বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে এই সংস্করণে। তবুও ৬৫ ম্যাচে ৭৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম পেসার হিসেবেই বিদায় বললেন তিনি।
স্টার্কের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিঃসন্দেহে ২০২১ সালে বিশ্বকাপ জয়। বিদায়বেলায় তিনি বলেন, “টেস্ট ক্রিকেট সবসময়ই আমার প্রথম অগ্রাধিকার। তবে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি আমি ভীষণ উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ।”
আগামী নভেম্বর থেকে শুরু হয়ে টানা কয়েক বছর অস্ট্রেলিয়ার টেস্ট সূচি ভরপুর—দেশে বাংলাদেশের বিপক্ষে টেস্ট, দক্ষিণ আফ্রিকা সফর, নিউ জিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ, বিশেষ টেস্ট এবং ২০২৭ সালে ইংল্যান্ডে অ্যাশেজ। এরপর অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ।
সে সময় বয়স হবে প্রায় ৩৮। তাই ২০২৭ বিশ্বকাপ ও অ্যাশেজ দিয়েই টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা করছেন স্টার্ক। তার মতে, “চনমনে ও ফিট থাকতে হলে এখনই টি-টোয়েন্টিকে বিদায় জানানোই সেরা পথ।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আগামী মাসে নিউ জিল্যান্ড সফরে তিন ম্যাচ ও অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে। তবে সেখানে আর থাকছেন না মিচেল স্টার্ক।
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার পাঁচ মাস আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। টেস্ট ও ওয়ানডেতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
৩৫ বছর বয়সী স্টার্কের ভাবনায় মূলত আগামী বছরের ঠাসা টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার হয়ে বহুদিন ধরেই তিনি বেছে বেছে টি-টোয়েন্টি খেলছিলেন। গত বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি তাকে এই সংস্করণে। তবুও ৬৫ ম্যাচে ৭৯ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম পেসার হিসেবেই বিদায় বললেন তিনি।
স্টার্কের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিঃসন্দেহে ২০২১ সালে বিশ্বকাপ জয়। বিদায়বেলায় তিনি বলেন, “টেস্ট ক্রিকেট সবসময়ই আমার প্রথম অগ্রাধিকার। তবে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিটি টি-টোয়েন্টি আমি ভীষণ উপভোগ করেছি, বিশেষ করে ২০২১ বিশ্বকাপ।”
আগামী নভেম্বর থেকে শুরু হয়ে টানা কয়েক বছর অস্ট্রেলিয়ার টেস্ট সূচি ভরপুর—দেশে বাংলাদেশের বিপক্ষে টেস্ট, দক্ষিণ আফ্রিকা সফর, নিউ জিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ, বিশেষ টেস্ট এবং ২০২৭ সালে ইংল্যান্ডে অ্যাশেজ। এরপর অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ।
সে সময় বয়স হবে প্রায় ৩৮। তাই ২০২৭ বিশ্বকাপ ও অ্যাশেজ দিয়েই টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা করছেন স্টার্ক। তার মতে, “চনমনে ও ফিট থাকতে হলে এখনই টি-টোয়েন্টিকে বিদায় জানানোই সেরা পথ।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আগামী মাসে নিউ জিল্যান্ড সফরে তিন ম্যাচ ও অক্টোবর-নভেম্বরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে। তবে সেখানে আর থাকছেন না মিচেল স্টার্ক।