রক্ষণভাগ শক্তিশালী করতে ক্রিস্টাল প্যালেসের অধিনায়ক মার্ক গেয়িকে দলে টানতে যাচ্ছে লিভারপুল। ব্রিটিশ গণমাধ্যমের খবর, প্রায় সাড়ে তিন কোটি পাউন্ডে সেন্টার-ব্যাককে কিনতে সমঝোতায় পৌঁছেছে অ্যানফিল্ডের ক্লাবটি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে লন্ডনে তার মেডিকেলও সম্পন্ন হয়েছে।
এদিকে, নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাককেও ১৩ কোটি পাউন্ডে দলে ভেড়ানোর আলোচনা চালাচ্ছে লিভারপুল। দুটি চুক্তিই সম্পন্ন হলে চলতি গ্রীষ্মকালীন দলবদলে তাদের ব্যয় দাঁড়াবে প্রায় ৫০ কোটি পাউন্ডে।
চেলসির একাডেমি থেকে উঠে আসা গেয়ি ধারে সোয়ানসিতে দুই মৌসুম কাটিয়ে ২০২১ সালে যোগ দেন প্যালেসে। এরপর থেকেই জাতীয় দলসহ ক্লাবের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। গত মৌসুমে এফএ কাপ জয়ী প্যালেস দলের অধিনায়ক হিসেবেও ছিলেন গেয়ি।
অধিনায়ককে হারানোর সম্ভাবনায় হতাশ ক্লাব সমর্থকরা। কোচ অলিভার গ্লাসনারও বলেছেন, “আমাদের অবশ্যই তাকে ধরে রাখতে হবে।”
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
রক্ষণভাগ শক্তিশালী করতে ক্রিস্টাল প্যালেসের অধিনায়ক মার্ক গেয়িকে দলে টানতে যাচ্ছে লিভারপুল। ব্রিটিশ গণমাধ্যমের খবর, প্রায় সাড়ে তিন কোটি পাউন্ডে সেন্টার-ব্যাককে কিনতে সমঝোতায় পৌঁছেছে অ্যানফিল্ডের ক্লাবটি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে লন্ডনে তার মেডিকেলও সম্পন্ন হয়েছে।
এদিকে, নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাককেও ১৩ কোটি পাউন্ডে দলে ভেড়ানোর আলোচনা চালাচ্ছে লিভারপুল। দুটি চুক্তিই সম্পন্ন হলে চলতি গ্রীষ্মকালীন দলবদলে তাদের ব্যয় দাঁড়াবে প্রায় ৫০ কোটি পাউন্ডে।
চেলসির একাডেমি থেকে উঠে আসা গেয়ি ধারে সোয়ানসিতে দুই মৌসুম কাটিয়ে ২০২১ সালে যোগ দেন প্যালেসে। এরপর থেকেই জাতীয় দলসহ ক্লাবের রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। গত মৌসুমে এফএ কাপ জয়ী প্যালেস দলের অধিনায়ক হিসেবেও ছিলেন গেয়ি।
অধিনায়ককে হারানোর সম্ভাবনায় হতাশ ক্লাব সমর্থকরা। কোচ অলিভার গ্লাসনারও বলেছেন, “আমাদের অবশ্যই তাকে ধরে রাখতে হবে।”