রশিদের রেকর্ড ম্যাচে আফগানিস্তানের জয়
আন্তর্জাতিক টি-টোয়েন্টি হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, রাশিদ খানের একটি পরিচয় বলা যায় টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা। তিনি এবার আনুষ্ঠানিকভাবে মুকুটও পেয়ে গেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার এখন আফগানিস্তানের এই লেগ স্পিন তারকা।
এক সময় যে রেকর্ডটি তার হবে, সেটি একরকম নিশ্চিতই ছিল। সেই দিনটি চলেই এল। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তাদের বিপক্ষেই তিন উইকেট নিয়ে নিজেকে সবার ওপরে তুলে নেন ২৬ বছর বয়সী তারকা।
৯৮ ইনিংসে রাশিদের উইকেট এখন ১৬৫টি। টিম সাউদির রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি ২৫ ইনিংসে কম বল করেই। অবসরে যাওয়া কিউই পেস তারকা সাউদির ১৬৪ উইকেট এসেছে ১২৩ ইনিংসে বল করে।
তালিকার তিনে আছেন নিউজিল্যান্ডেরই লেগ স্পিনার ইশ সোধি। তিনি ১২১ উইকেট বল করে ১৫০ উইকেট নিয়েছেন।
এক সময় এ রেকর্ডে সবার ওপরে ছিলেন সাকিব আল হাসান। তবে গত বছরের বিশ্বকাপের পর আর তাকে দেখা যায়নি বাংলাদেশের হয়ে এ সংস্করণে। পরে সেপ্টেম্বরে তো তিনি বিদায়ই বলে দিলেন এই সংস্করণকে। দলের প্রয়োজনে পরে কখনও ফিরতে পারেন বলে একটি ফাঁক তিনি রেখে দিয়েছিলেন। তবে বর্তমান বাস্তবতায় সেই সম্ভাবনা সামান্যই। ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে শেষ তাই তার ক্যারিয়ার।
সাকিবকে হয়তো দ্রুতই ছাড়িয়ে যাবেন মোস্তাফিজুর রহমান। ১১২ ইনিংসে ১৪২ উইকেট নিয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার আছেন রেকর্ডের তালিকায় পাঁচে।
এছাড়া আদিল রাশিদের উইকেট ১২২ ইনিংসে ১৩৫টি। স্রেফ ৭৭ ইনিংস বোলিং করেই ১৩১টি শিকার ধরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
রাশিদের যা বয়স ও ফর্ম, রেকর্ডটিকে এক সময় হয়তো সবার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন তিনি।
রশিদের রেকর্ড ম্যাচে আফগানিস্তানের জয়
স্পিনার রশিদ খানের রেকর্ড গড়া ম্যাচে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান ক্রিকেট দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩৮ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এ ম্যাচে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন রশিদ।
গতকাল সোমবার রাতে শারজাহ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ৪০ বলে ৫৪ রানে থামেন আতাল। ৪০ বলে ৬৩ রান করেন জাদরান। আমিরাতের রহিদ ও সাগির ২টি করে উইকেট নেন। জবাবে ৯ ওভারে ২ উইকেটে ৮৭ রান তুলে ভালোভাবে লড়াইয়ে টিকে ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু দশম ওভার থেকেই পথ হারায় তারা। আফগানিস্তানের তিন স্পিনার রশিদ, শরফুদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবির ঘূর্ণিতে ৩২ রানের ব্যবধানে ৬ উইকেট পতনে ম্যাচ ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে স্বাগতিকরা। আফগানিস্তানের আশরাফ ২৪ রানে ও রশিদ ২১ রানে ৩ উইকেট নেন।
রশিদের রেকর্ড ম্যাচে আফগানিস্তানের জয়
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টি হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, রাশিদ খানের একটি পরিচয় বলা যায় টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা। তিনি এবার আনুষ্ঠানিকভাবে মুকুটও পেয়ে গেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার এখন আফগানিস্তানের এই লেগ স্পিন তারকা।
এক সময় যে রেকর্ডটি তার হবে, সেটি একরকম নিশ্চিতই ছিল। সেই দিনটি চলেই এল। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তাদের বিপক্ষেই তিন উইকেট নিয়ে নিজেকে সবার ওপরে তুলে নেন ২৬ বছর বয়সী তারকা।
৯৮ ইনিংসে রাশিদের উইকেট এখন ১৬৫টি। টিম সাউদির রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি ২৫ ইনিংসে কম বল করেই। অবসরে যাওয়া কিউই পেস তারকা সাউদির ১৬৪ উইকেট এসেছে ১২৩ ইনিংসে বল করে।
তালিকার তিনে আছেন নিউজিল্যান্ডেরই লেগ স্পিনার ইশ সোধি। তিনি ১২১ উইকেট বল করে ১৫০ উইকেট নিয়েছেন।
এক সময় এ রেকর্ডে সবার ওপরে ছিলেন সাকিব আল হাসান। তবে গত বছরের বিশ্বকাপের পর আর তাকে দেখা যায়নি বাংলাদেশের হয়ে এ সংস্করণে। পরে সেপ্টেম্বরে তো তিনি বিদায়ই বলে দিলেন এই সংস্করণকে। দলের প্রয়োজনে পরে কখনও ফিরতে পারেন বলে একটি ফাঁক তিনি রেখে দিয়েছিলেন। তবে বর্তমান বাস্তবতায় সেই সম্ভাবনা সামান্যই। ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে শেষ তাই তার ক্যারিয়ার।
সাকিবকে হয়তো দ্রুতই ছাড়িয়ে যাবেন মোস্তাফিজুর রহমান। ১১২ ইনিংসে ১৪২ উইকেট নিয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার আছেন রেকর্ডের তালিকায় পাঁচে।
এছাড়া আদিল রাশিদের উইকেট ১২২ ইনিংসে ১৩৫টি। স্রেফ ৭৭ ইনিংস বোলিং করেই ১৩১টি শিকার ধরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
রাশিদের যা বয়স ও ফর্ম, রেকর্ডটিকে এক সময় হয়তো সবার ধরাছোঁয়ার বাইরেই নিয়ে যাবেন তিনি।
রশিদের রেকর্ড ম্যাচে আফগানিস্তানের জয়
স্পিনার রশিদ খানের রেকর্ড গড়া ম্যাচে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল আফগানিস্তান ক্রিকেট দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩৮ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। এ ম্যাচে ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন রশিদ।
গতকাল সোমবার রাতে শারজাহ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ৪০ বলে ৫৪ রানে থামেন আতাল। ৪০ বলে ৬৩ রান করেন জাদরান। আমিরাতের রহিদ ও সাগির ২টি করে উইকেট নেন। জবাবে ৯ ওভারে ২ উইকেটে ৮৭ রান তুলে ভালোভাবে লড়াইয়ে টিকে ছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু দশম ওভার থেকেই পথ হারায় তারা। আফগানিস্তানের তিন স্পিনার রশিদ, শরফুদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবির ঘূর্ণিতে ৩২ রানের ব্যবধানে ৬ উইকেট পতনে ম্যাচ ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে স্বাগতিকরা। আফগানিস্তানের আশরাফ ২৪ রানে ও রশিদ ২১ রানে ৩ উইকেট নেন।