এশিয়া কাপের আগে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ক্রিকেটীয় দিক থেকে তো বটেই, আর্থিক দিক থেকেও সেটি হতে পারতো বিপুল আয়ের একটি সিরিজ। সেখানে এখন সিরিজ চলছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যেটির কারণে উল্টো আর্থিক ক্ষতি হচ্ছে বিসিবির। তারপরও ক্রিকেটীয় দিক চিন্তা করেই সিরিজ আয়োজন করা হয়েছে, জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এশিয়া কাপের আগে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে তাই অনেকটা তাড়াহুড়ো করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি আয়োজন করে বিসিবি।
‘শক্তির ব্যাপারের থেকেও বড় ব্যাপার হচ্ছে প্রস্তুতি। এখানে ভারতের আসার কথা ছিল, আসেনি। আর্থিকভাবে আমরা কিন্তু কিছুটা ক্ষতিতে আছি এ ইভেন্ট নিয়ে, তারপরও এ ইভেন্ট আমরা করছি এজন্য যে, শ্রীলঙ্কা-পাকিস্তানের সঙ্গে আমরা খেললাম, এরপর গ্যাপটা না রাখার জন্য আমরা নেদারল্যান্ডসকে পেয়েছি, তাদেরকেই এনেছি।’
‘আমরা ভালো ক্রিকেট খেলছি এ মুহূর্তে। সামনে এশিয়া কাপ ও ২০২৬ সালে যে বিশ্বকাপ হবে, সেই প্রক্রিয়ায় থাকার পথে একটি আন্তর্জাতিক সিরিজ খেললাম এটি।’
ডাচদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই টস জিতে আগে বোলিং নিয়েছে বাংলাদেশ। ডাচরা বড় স্কোর গড়তে না পারায় ব্যাটারদের তেমন পরীক্ষায় পড়তে হয়নি। সেখানে বাংলাদেশ আগে ব্যাট করে বড় স্কোরের চ্যালেঞ্জটা নিতে পারতো কিনা, এ প্রশ্ন ছুটে গেল বিসিবি সভাপতির দিকে।
‘(আগে) বোলিং-ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে দলীয় পরিকল্পনার ওপরে। এটা আন্তর্জাতিক খেলা, কেউ পরীক্ষা করতে চায় না। দলীয় পরিকল্পনা আমরা জানি না। তবে বাইরে থেকে যেটা মনে হয় আর কী। আমাদের কোনো নির্দেশনা সেখানে থাকে না। আমরা চাই দল ভালো খেলুক। তাদের সর্বস্ব দিক এবং এবং ক্রমবর্ধমানভাবে উন্নতি করুক।’
বোর্ড সভাপতি মঙ্গলবার সকালে সিলেটে টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন লম্বা সময় নিয়ে। ‘আজ সকালেও প্রায় দুই ঘণ্টা বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মধ্যে অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি আমি। তাদের চিন্তা করার যে ক্ষমতা আছে যেহেতু আমি নিজেও একজন ক্রিকেট কোচ, চেষ্টা করেছি চিন্তা করার ক্ষেত্রে তাদেরকে ‘আনলকড’ করার।’
‘কিছু ‘লক’ ছিল তাদের পরিকল্পনায়, ‘আনলক’ করার চেষ্টা করেছি। তাদের সম্ভাবনা যে কত, একটু বোঝার সহায়তা করেছি। এ দলটা তরুণ দল, তবে তাদের দেখে মনে হচ্ছে যে, ভালো করছে। অনেক উন্নতি করার জায়গা আছে। আপনাদের দোয়া লাগবে।’
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের আগে ভারতের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ক্রিকেটীয় দিক থেকে তো বটেই, আর্থিক দিক থেকেও সেটি হতে পারতো বিপুল আয়ের একটি সিরিজ। সেখানে এখন সিরিজ চলছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যেটির কারণে উল্টো আর্থিক ক্ষতি হচ্ছে বিসিবির। তারপরও ক্রিকেটীয় দিক চিন্তা করেই সিরিজ আয়োজন করা হয়েছে, জানালেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এশিয়া কাপের আগে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে তাই অনেকটা তাড়াহুড়ো করে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি আয়োজন করে বিসিবি।
‘শক্তির ব্যাপারের থেকেও বড় ব্যাপার হচ্ছে প্রস্তুতি। এখানে ভারতের আসার কথা ছিল, আসেনি। আর্থিকভাবে আমরা কিন্তু কিছুটা ক্ষতিতে আছি এ ইভেন্ট নিয়ে, তারপরও এ ইভেন্ট আমরা করছি এজন্য যে, শ্রীলঙ্কা-পাকিস্তানের সঙ্গে আমরা খেললাম, এরপর গ্যাপটা না রাখার জন্য আমরা নেদারল্যান্ডসকে পেয়েছি, তাদেরকেই এনেছি।’
‘আমরা ভালো ক্রিকেট খেলছি এ মুহূর্তে। সামনে এশিয়া কাপ ও ২০২৬ সালে যে বিশ্বকাপ হবে, সেই প্রক্রিয়ায় থাকার পথে একটি আন্তর্জাতিক সিরিজ খেললাম এটি।’
ডাচদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই টস জিতে আগে বোলিং নিয়েছে বাংলাদেশ। ডাচরা বড় স্কোর গড়তে না পারায় ব্যাটারদের তেমন পরীক্ষায় পড়তে হয়নি। সেখানে বাংলাদেশ আগে ব্যাট করে বড় স্কোরের চ্যালেঞ্জটা নিতে পারতো কিনা, এ প্রশ্ন ছুটে গেল বিসিবি সভাপতির দিকে।
‘(আগে) বোলিং-ফিল্ডিং, এটা সম্পূর্ণ নির্ভর করে দলীয় পরিকল্পনার ওপরে। এটা আন্তর্জাতিক খেলা, কেউ পরীক্ষা করতে চায় না। দলীয় পরিকল্পনা আমরা জানি না। তবে বাইরে থেকে যেটা মনে হয় আর কী। আমাদের কোনো নির্দেশনা সেখানে থাকে না। আমরা চাই দল ভালো খেলুক। তাদের সর্বস্ব দিক এবং এবং ক্রমবর্ধমানভাবে উন্নতি করুক।’
বোর্ড সভাপতি মঙ্গলবার সকালে সিলেটে টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন লম্বা সময় নিয়ে। ‘আজ সকালেও প্রায় দুই ঘণ্টা বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের মধ্যে অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি আমি। তাদের চিন্তা করার যে ক্ষমতা আছে যেহেতু আমি নিজেও একজন ক্রিকেট কোচ, চেষ্টা করেছি চিন্তা করার ক্ষেত্রে তাদেরকে ‘আনলকড’ করার।’
‘কিছু ‘লক’ ছিল তাদের পরিকল্পনায়, ‘আনলক’ করার চেষ্টা করেছি। তাদের সম্ভাবনা যে কত, একটু বোঝার সহায়তা করেছি। এ দলটা তরুণ দল, তবে তাদের দেখে মনে হচ্ছে যে, ভালো করছে। অনেক উন্নতি করার জায়গা আছে। আপনাদের দোয়া লাগবে।’