পাকিস্তানকে হারালো আফগানিস্তান
আতাল ও জাদরানের জোড়া হাফ-সেঞ্চুরির পর বোলারদের দারুণ নৈপুন্যে পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালের পথে এগিয়ে গেল আফগানিস্তান। দু’দলের প্রথম পর্বে লড়াইয়ে পাকিস্তান জিতে ছিল ৩৯ রানে।
লীগ পর্বে ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট আছে পাকিস্তান ও আফগানিস্তানের। টুর্নামেন্টের আরেক দল স্বাগতিক আরব আমিরাত ২ ম্যাচ খেলে এখনও পয়েন্ট পায়নি। আরব আমিরাত আর এক ম্যাচ হারলেই ফাইনাল নিশ্চিত হবে পাকিস্তান ও আফগানিস্তানের। নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা জাগবে আরব আমিরাতের।
গত মঙ্গলবার রাতে শারজাহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৫ উইকেটে ১৬৯ রান করে। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে পাকিস্তানের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন আতাল ও ইব্রাহিম।
দু’জনের ৮০ বলে ১১৩ রানের জুটিতে লড়াকু পুঁজির ভিত পায় আফগানরা। ৩টি করে চার-ছক্কায় ৪৫ বলে ৬৪ রান করেন আতাল। ৮ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৬৫ রান করেন জাদরান। পাকিস্তানের ফাহিম আশরাফ ২৭ রানে ৪ উইকেট নেন।
জবাবে খেলতে নেমে শুরুতে আফগানিস্তান পেসার ফজলহক ফারুকির তোপে পড়ে ২৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। শাহিবজাদা ফারহান ১৮ ও সায়েম আইয়ুব খালি হাতে ফারুকির শিকার হন।
তৃতীয় উইকেটে ফখর জামান ও অধিনায়ক সালমান আগার ২৬ বলে ৩৩ রানের জুটিতে ২ উইকেটে ৬২ রান তুলে চাপমুক্ত হয় পাকিস্তান। কিন্তু অষ্টম ওভার থেকে আফগানিস্তানের তিন স্পিনার অধিনায়ক রশিদ খান, মোহাম্মদ নবি ও নূর আহমেদের ঘুর্ণিতে ৪৯ রানে ৭ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে পাকিস্তান। তিন স্পিনার ৬ উইকেট ভাগাভাগি করে নেয়ায় ১১১ রানে নবম উইকেট হারায় তারা। শেষ উইকেটে সুফিয়ান মুকিমকে নিয়ে ১৮ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে বড় হার থেকে রক্ষা করেন হারিস রউফ। ৪টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন তিনি। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান।
আফগানিস্তানের ফারুকি-রশিদ-নূর ও নবি ২টি করে উইকেট শিকার করেন। আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ’ উইকেটের মালিক হয়েছেন ১৩৫ ম্যাচ খেলা নবি।
ম্যাচ সেরা হন জাদরান।
আজ আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।
পাকিস্তানকে হারালো আফগানিস্তান
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
আতাল ও জাদরানের জোড়া হাফ-সেঞ্চুরির পর বোলারদের দারুণ নৈপুন্যে পাকিস্তানকে ১৮ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালের পথে এগিয়ে গেল আফগানিস্তান। দু’দলের প্রথম পর্বে লড়াইয়ে পাকিস্তান জিতে ছিল ৩৯ রানে।
লীগ পর্বে ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্ট আছে পাকিস্তান ও আফগানিস্তানের। টুর্নামেন্টের আরেক দল স্বাগতিক আরব আমিরাত ২ ম্যাচ খেলে এখনও পয়েন্ট পায়নি। আরব আমিরাত আর এক ম্যাচ হারলেই ফাইনাল নিশ্চিত হবে পাকিস্তান ও আফগানিস্তানের। নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে ফাইনালে খেলার সম্ভাবনা জাগবে আরব আমিরাতের।
গত মঙ্গলবার রাতে শারজাহ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৫ উইকেটে ১৬৯ রান করে। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে পাকিস্তানের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন আতাল ও ইব্রাহিম।
দু’জনের ৮০ বলে ১১৩ রানের জুটিতে লড়াকু পুঁজির ভিত পায় আফগানরা। ৩টি করে চার-ছক্কায় ৪৫ বলে ৬৪ রান করেন আতাল। ৮ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৬৫ রান করেন জাদরান। পাকিস্তানের ফাহিম আশরাফ ২৭ রানে ৪ উইকেট নেন।
জবাবে খেলতে নেমে শুরুতে আফগানিস্তান পেসার ফজলহক ফারুকির তোপে পড়ে ২৯ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। শাহিবজাদা ফারহান ১৮ ও সায়েম আইয়ুব খালি হাতে ফারুকির শিকার হন।
তৃতীয় উইকেটে ফখর জামান ও অধিনায়ক সালমান আগার ২৬ বলে ৩৩ রানের জুটিতে ২ উইকেটে ৬২ রান তুলে চাপমুক্ত হয় পাকিস্তান। কিন্তু অষ্টম ওভার থেকে আফগানিস্তানের তিন স্পিনার অধিনায়ক রশিদ খান, মোহাম্মদ নবি ও নূর আহমেদের ঘুর্ণিতে ৪৯ রানে ৭ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে পাকিস্তান। তিন স্পিনার ৬ উইকেট ভাগাভাগি করে নেয়ায় ১১১ রানে নবম উইকেট হারায় তারা। শেষ উইকেটে সুফিয়ান মুকিমকে নিয়ে ১৮ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে বড় হার থেকে রক্ষা করেন হারিস রউফ। ৪টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন তিনি। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান।
আফগানিস্তানের ফারুকি-রশিদ-নূর ও নবি ২টি করে উইকেট শিকার করেন। আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ’ উইকেটের মালিক হয়েছেন ১৩৫ ম্যাচ খেলা নবি।
ম্যাচ সেরা হন জাদরান।
আজ আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান।