আফগানিস্তানের বিপক্ষে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রামিজ রাজা। কঠোর সমালোচনা করে দেশটির সাবেক এই অধিনায়ক মন্তব্য করেছেন, পাকিস্তানের ব্যাটাররা এখন আফগানিস্তানের বিপক্ষে নামলেই যেন মানসিক প্রতিবন্ধকতার মুখে পড়ে।
শারজাহতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে গত মঙ্গলবার ফিরতি দেখায় পাকিস্তানের হারের পর নিজের ইউটিউব চ্যানেলে রামিজ বলেন, পাকিস্তান আসলে নিজেদের ভুলেই ম্যাচ হেরেছে। বেপরোয়া শটে ব্যাটারদের আউট হওয়ার ধরনও বোধগম্য হচ্ছে না তার।
‘আফগানিস্তান যদিও ১৮ রানে ম্যাচ জিতেছে, কিন্তু আসলে তারা অনেক আগেই জয় নিশ্চিত করে ফেলে। পাকিস্তানের ব্যাটাররা থিতু হয়েও একের পর এক অদ্ভুত সব শটে উইকেট ছুড়ে এসেছে।’
‘কেবল একজন বা দুজন খেলোয়াড় নয়, দলের কেউই তাদের ভুল থেকে শিক্ষা নেয়নি। এবার তারা আউট হওয়ার নতুন ও অদ্ভুত উপায় খুঁজে নিয়েছে, যা বোধগম্য নয়।’
শারজাহর এই উইকেটে ব্যাটারদের স্বচ্ছন্দে ব্যাট করা উচিত ছিল, মনে করেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রামিজ।
‘এটা ১৭০ রানের পিচ ছিল, এর বেশি কিছু নয়। শারজার পিচ (নানা সময়) ভিন্ন আচরণ করে, কিন্তু কেউ যদি মাঠে নামার আগেই আউট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং ১০, ১৫, ২০ বা ২৫ রানের এই ছোট, চটকদার ইনিংস খেলে, তাহলে ম্যাচ জেতা সম্ভব নয়।’
রামিজের মতে, এখন আর আফগানিস্তানের জয়কে অঘটন বলা যাবে না। কারণ, পাকিস্তানের বিপক্ষে তারা এখন জয়ের আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে।
‘এখন পাকিস্তানের বিপক্ষে জয়কে আফগানিস্তান আর চমক হিসেবে দেখে না। এই আফগান দলের আত্মবিশ্বাস আছে। তারা জানে, পাকিস্তান তাদের বিপক্ষে ভোগে। আমার কাছে মনে হয়, আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামলেই পাকিস্তান একরকম মনস্তাত্ত্বিক বাধার মুখে পড়ে।’
দুই দলের মধ্যে টি-টোয়েন্টির পরিসংখ্যানও তুলে ধরেন রামিজ।
‘আফগানিস্তান এখন পর্যন্ত পাকিস্তানকে চারবার হারিয়েছে, পাকিস্তানের জয় পাঁচটি। দুই দলের মধ্যে একসময়ের বড় পার্থক্য এখন উল্লেখযোগ্যভাবে কমে আসছে।’
শুধু ব্যাটিং নয়, হারের পেছনে পেসার হারিস রউফের বাজে বোলিংকেও দায়ী করেছেন রামিজ। তবে তার মতে, মূল সমস্যা ব্যাটিং মনোভাবেই।
‘এই পিচে পাকিস্তান ব্যাট হাতে অনেক ভুল করেছে। অনায়াসেই ১৭০ রান তোলা যেত। হ্যাঁ, হারিস রউফের একটা বাজে দিন গেছে, অনেক রান দিয়েছে। কিন্তু যেভাবে তারা ব্যাট করছে, এভাবে চলতে থাকলে পাকিস্তান কেবল হারতেই থাকবে।’
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রামিজ রাজা। কঠোর সমালোচনা করে দেশটির সাবেক এই অধিনায়ক মন্তব্য করেছেন, পাকিস্তানের ব্যাটাররা এখন আফগানিস্তানের বিপক্ষে নামলেই যেন মানসিক প্রতিবন্ধকতার মুখে পড়ে।
শারজাহতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে গত মঙ্গলবার ফিরতি দেখায় পাকিস্তানের হারের পর নিজের ইউটিউব চ্যানেলে রামিজ বলেন, পাকিস্তান আসলে নিজেদের ভুলেই ম্যাচ হেরেছে। বেপরোয়া শটে ব্যাটারদের আউট হওয়ার ধরনও বোধগম্য হচ্ছে না তার।
‘আফগানিস্তান যদিও ১৮ রানে ম্যাচ জিতেছে, কিন্তু আসলে তারা অনেক আগেই জয় নিশ্চিত করে ফেলে। পাকিস্তানের ব্যাটাররা থিতু হয়েও একের পর এক অদ্ভুত সব শটে উইকেট ছুড়ে এসেছে।’
‘কেবল একজন বা দুজন খেলোয়াড় নয়, দলের কেউই তাদের ভুল থেকে শিক্ষা নেয়নি। এবার তারা আউট হওয়ার নতুন ও অদ্ভুত উপায় খুঁজে নিয়েছে, যা বোধগম্য নয়।’
শারজাহর এই উইকেটে ব্যাটারদের স্বচ্ছন্দে ব্যাট করা উচিত ছিল, মনে করেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য রামিজ।
‘এটা ১৭০ রানের পিচ ছিল, এর বেশি কিছু নয়। শারজার পিচ (নানা সময়) ভিন্ন আচরণ করে, কিন্তু কেউ যদি মাঠে নামার আগেই আউট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং ১০, ১৫, ২০ বা ২৫ রানের এই ছোট, চটকদার ইনিংস খেলে, তাহলে ম্যাচ জেতা সম্ভব নয়।’
রামিজের মতে, এখন আর আফগানিস্তানের জয়কে অঘটন বলা যাবে না। কারণ, পাকিস্তানের বিপক্ষে তারা এখন জয়ের আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে।
‘এখন পাকিস্তানের বিপক্ষে জয়কে আফগানিস্তান আর চমক হিসেবে দেখে না। এই আফগান দলের আত্মবিশ্বাস আছে। তারা জানে, পাকিস্তান তাদের বিপক্ষে ভোগে। আমার কাছে মনে হয়, আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামলেই পাকিস্তান একরকম মনস্তাত্ত্বিক বাধার মুখে পড়ে।’
দুই দলের মধ্যে টি-টোয়েন্টির পরিসংখ্যানও তুলে ধরেন রামিজ।
‘আফগানিস্তান এখন পর্যন্ত পাকিস্তানকে চারবার হারিয়েছে, পাকিস্তানের জয় পাঁচটি। দুই দলের মধ্যে একসময়ের বড় পার্থক্য এখন উল্লেখযোগ্যভাবে কমে আসছে।’
শুধু ব্যাটিং নয়, হারের পেছনে পেসার হারিস রউফের বাজে বোলিংকেও দায়ী করেছেন রামিজ। তবে তার মতে, মূল সমস্যা ব্যাটিং মনোভাবেই।
‘এই পিচে পাকিস্তান ব্যাট হাতে অনেক ভুল করেছে। অনায়াসেই ১৭০ রান তোলা যেত। হ্যাঁ, হারিস রউফের একটা বাজে দিন গেছে, অনেক রান দিয়েছে। কিন্তু যেভাবে তারা ব্যাট করছে, এভাবে চলতে থাকলে পাকিস্তান কেবল হারতেই থাকবে।’