বাংলাদেশ হকি দলের জয় উদযাপন
এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে হারিয়ে জাপানকে পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার,(০৪ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলাম ও রোমান সরকারের জোড়া গোলে কাজাখস্তানকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ।
শনিবার বিশ্বকাপ বাছাইয়ে ওঠার লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ হকির বাছাইয়ে জায়গা করে নেবে রেজাউল করিম বাবুরা। তবে হারলে অপেক্ষায় থাকতে হবে। খেলতে হবে আন্তর্জাতিক হকির র্যাংকিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের সঙ্গে বেস্ট অব থ্রি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান। তার কথায়, ‘জাপানের কাছে হারলে আমাদেরকে পাকিস্তানের সঙ্গে বেস্ট অব থ্রি ম্যাচ খেলতে হবে। কারণ এশিয়া কাপ হকিতে খেলা দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে এগিয়ে থাকা তিন নম্বর পাকিস্তান। এশিয়া কাপে তারা নিরাপত্তার কারণ দেখিয়ে খেলেনি হয়তো, তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় এএইচএফ এই নিয়ম করেছে। যদিও এখনও ওই তিন ম্যাচের কোনো ভেন্যু নির্ধারণ হয়নি।’
বৃহস্পতিবার ভারতের রাজগিরে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ চড়াও হতে থাকে। র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা বাংলাদেশ টার্ফেও আধিপত্য দেখিয়েছে। ১০ ও ২৩ মিনিটে আশরাফুল ইসলাম টানা দুই গোল করে দলকে এগিয়ে নেন। দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে।
এরপর দলের দায়িত্ব নেন রোমান সরকার। ২৮ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন। দুটি গোলের একটি পেনাল্ট কর্নার ও অন্যটি আসে ফিল্ড থেকে। পরের মিনিটে তৈয়ব আলী আক্রমণ থেকে দলের হয়ে পঞ্চম গোল করে কাজাখস্তানকে আরও হতাশায় ফেলেন।
তবে ৩৮ মিনিটে কাজাখস্তান এক গোল দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে থাকে। কিন্তু শেষ সময় পর্যন্ত ৫-১ স্কোরলাইন রেখে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশ হকি দলের জয় উদযাপন
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে হারিয়ে জাপানকে পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার,(০৪ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলাম ও রোমান সরকারের জোড়া গোলে কাজাখস্তানকে ৫-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ।
শনিবার বিশ্বকাপ বাছাইয়ে ওঠার লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ জাপান। সেই ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ হকির বাছাইয়ে জায়গা করে নেবে রেজাউল করিম বাবুরা। তবে হারলে অপেক্ষায় থাকতে হবে। খেলতে হবে আন্তর্জাতিক হকির র্যাংকিংয়ে এগিয়ে থাকা পাকিস্তানের সঙ্গে বেস্ট অব থ্রি ম্যাচ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান। তার কথায়, ‘জাপানের কাছে হারলে আমাদেরকে পাকিস্তানের সঙ্গে বেস্ট অব থ্রি ম্যাচ খেলতে হবে। কারণ এশিয়া কাপ হকিতে খেলা দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে এগিয়ে থাকা তিন নম্বর পাকিস্তান। এশিয়া কাপে তারা নিরাপত্তার কারণ দেখিয়ে খেলেনি হয়তো, তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় এএইচএফ এই নিয়ম করেছে। যদিও এখনও ওই তিন ম্যাচের কোনো ভেন্যু নির্ধারণ হয়নি।’
বৃহস্পতিবার ভারতের রাজগিরে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ চড়াও হতে থাকে। র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা বাংলাদেশ টার্ফেও আধিপত্য দেখিয়েছে। ১০ ও ২৩ মিনিটে আশরাফুল ইসলাম টানা দুই গোল করে দলকে এগিয়ে নেন। দুটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে।
এরপর দলের দায়িত্ব নেন রোমান সরকার। ২৮ ও ৩৩ মিনিটে জোড়া গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন। দুটি গোলের একটি পেনাল্ট কর্নার ও অন্যটি আসে ফিল্ড থেকে। পরের মিনিটে তৈয়ব আলী আক্রমণ থেকে দলের হয়ে পঞ্চম গোল করে কাজাখস্তানকে আরও হতাশায় ফেলেন।
তবে ৩৮ মিনিটে কাজাখস্তান এক গোল দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিতে থাকে। কিন্তু শেষ সময় পর্যন্ত ৫-১ স্কোরলাইন রেখে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়ে।