নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোসহ একাধিক তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। চোট ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও কার্লো আনচেলত্তির দল কোনোভাবেই নিরাশ করেনি ভক্ত-সমর্থকদের। ঘরের মাঠ মারাকানায় চিলিকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের হয়ে গোল করেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস। বিশেষ করে ৩৮ মিনিটে এস্তেভাওয়ের দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলে এগিয়ে যায় দলটি। এটি ব্রাজিল জার্সিতে তাঁর প্রথম গোল। প্রথমার্ধে চিলির রক্ষণভাগ ভাঙতে কিছুটা বেগ পেতে হলেও বিরতির আগেই লিড নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে কোচের পরিবর্তন এনে আক্রমণকে আরও গতিশীল করেন আনচেলত্তি। বদলি হিসেবে নামা লুইস হেনরিক দু’টি গোলে সরাসরি অবদান রাখেন। তাঁর ড্রিবল থেকে আসা ক্রসে হেড করে গোল করেন পাকেতা। ম্যাচের শেষদিকে হেনরিকের শট ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বল জালে জড়িয়ে গোল করেন গিমারেস।
পুরো ম্যাচে ব্রাজিল দেখিয়েছে আধিপত্য। বল দখলে ৬৫ শতাংশ নিয়ন্ত্রণে রেখে তারা নেয় ২২টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে চিলি ৩৫ শতাংশ বলের দখলে রেখে নেয় মাত্র ৩টি শট, কোনোটিই ছিল না লক্ষ্যে।
এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ব্রাজিল। অন্যদিকে ১৭ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে আছে চিলি।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোসহ একাধিক তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। চোট ও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও কার্লো আনচেলত্তির দল কোনোভাবেই নিরাশ করেনি ভক্ত-সমর্থকদের। ঘরের মাঠ মারাকানায় চিলিকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের হয়ে গোল করেন এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস। বিশেষ করে ৩৮ মিনিটে এস্তেভাওয়ের দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলে এগিয়ে যায় দলটি। এটি ব্রাজিল জার্সিতে তাঁর প্রথম গোল। প্রথমার্ধে চিলির রক্ষণভাগ ভাঙতে কিছুটা বেগ পেতে হলেও বিরতির আগেই লিড নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে কোচের পরিবর্তন এনে আক্রমণকে আরও গতিশীল করেন আনচেলত্তি। বদলি হিসেবে নামা লুইস হেনরিক দু’টি গোলে সরাসরি অবদান রাখেন। তাঁর ড্রিবল থেকে আসা ক্রসে হেড করে গোল করেন পাকেতা। ম্যাচের শেষদিকে হেনরিকের শট ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বল জালে জড়িয়ে গোল করেন গিমারেস।
পুরো ম্যাচে ব্রাজিল দেখিয়েছে আধিপত্য। বল দখলে ৬৫ শতাংশ নিয়ন্ত্রণে রেখে তারা নেয় ২২টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে চিলি ৩৫ শতাংশ বলের দখলে রেখে নেয় মাত্র ৩টি শট, কোনোটিই ছিল না লক্ষ্যে।
এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ব্রাজিল। অন্যদিকে ১৭ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তালিকার সবার নিচে আছে চিলি।