স্লোভেনিয়ার গোল উদযাপনের সময় হতাশ জার্মান খেলোয়াড়রা
আগের দিন বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথা বলেছিলেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। পরদিন তার দল মুখ থুবড়ে পড়লো বাছাইপর্বের শুরুতেই। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে স্মরণীয় জয় তুলে নিলো স্লোভাকিয়া। গত বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ম্যাচটি স্লোভাকিয়া জিতেছে ২-০ গোলে। দুই অর্ধে একটি করে গোল করেছে স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে দাভিদ হান্সকো এগিয়ে নেন দলকে। ওই গোলে অবদান রাখা দাভিদ স্ত্রেলেচ দ্বিতীয়ার্ধের শুরুতে করেন দুর্দান্ত একটি গোল। ৯ বছরের বেশি সময় পর মুখোমুখি হলো এই দুই দল। উপলক্ষটা স্লোভাকিয়া রাঙালো চমক জাগানিয়া জয়ে।
সব মিলিয়ে জার্মানদের বিপক্ষে তাদের চতুর্থ জয় এটি, ২০১৬ সালের মে মাসের পর প্রথম। জার্মানি জয়হীন রইলো টানা চার ম্যাচে, হারলো সবশেষ তিনটিতেই। গত জুনে নেশন্স লীগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল নাগেলসমানের দল।
ম্যাচে বল দখল ও গোলে শট নেয়ায় এগিয়ে ছিল জার্মানিই। কিন্তু আসল যে কাজ, সেই গোলই আদায় করে নিতে পারেনি তারা। বাছাইয়ে ১০৪তম ম্যাচে এটি জার্মানির চতুর্থ হার, প্রতিপক্ষের মাঠে প্রথম। গত জুনে নেশন্স লীগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হারের পর স্লোভাকিয়ার বিপক্ষে এই বিপর্যয়, ১১৭ বছরের ইতিহাসে প্রথমবার তারা টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে হারলো। বিশ্বকাপ বাছাইয়ের আগে ৫২টি অ্যাওয়ে ম্যাচে কোনো হারের অভিজ্ঞতা ছিল না জার্মানির, এবার সেটাও হলো। ফিফা র্যাঙ্কিংয়ে স্লোভাকিয়ার চেয়ে জার্মানি ৪৩ ধাপ এগিয়ে, কিন্তু ম্যাচের ফলাফলে সেটার কোনো ছাপ নেই।
খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন জার্মান কোচের
কয়েক বছর ধরে মাঠে ভুগছে জার্মানি। দলটির হতাশার এই পালায় এবার নতুন এক অধ্যায় যোগ হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে হেরে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্লোভাকিয়ার বিপক্ষে হারের পর, নিজেদের দায় মেনে নিলেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। এমন হতাশাজনক হারের পর নিজেদের দায় মেনে নিলেন আগেরদিনই পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখানো জার্মান কোচ ।
‘আমরা খেলায় কোনো আবেগ দেখাতে পারিনি। (জয়ের জন্য মরিয়া) মনোভাব দেখানোয় প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। আমরা বিশ্বকাপে যেতে চাই, কিন্তু আজকের পারফরমেন্সে আমরা সেই মান থেকে অনেক দূরে ছিলাম।’
‘খেলোয়াড়দের মাঝে আমি আবেগটা দেখতে চাই। জার্মানির সেরা খেলোয়াড়দের আমরা বাছাই করেছি। কিন্তু, হয়তো মানের ওপর আমাদের কম গুরুত্ব দিতে হবে এবং সেই খেলোয়াড়দের আনতে হবে যারা মাঠে নিজেদের সেরাটা উজার করে দিতে প্রস্তুত।’ ২০১৪ সালে শেষবার বিশ্বকাপ জয়ের পর থেকে বড় কোনো টুর্নামেন্টে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি জার্মানি। আগের দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া জার্মানির এবার বাছাইয়েই শুরুটা হলো দুঃস্বপ্নে।
স্লোভেনিয়ার গোল উদযাপনের সময় হতাশ জার্মান খেলোয়াড়রা
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
আগের দিন বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথা বলেছিলেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। পরদিন তার দল মুখ থুবড়ে পড়লো বাছাইপর্বের শুরুতেই। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে স্মরণীয় জয় তুলে নিলো স্লোভাকিয়া। গত বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ম্যাচটি স্লোভাকিয়া জিতেছে ২-০ গোলে। দুই অর্ধে একটি করে গোল করেছে স্বাগতিকরা।
প্রথমার্ধের শেষ দিকে দাভিদ হান্সকো এগিয়ে নেন দলকে। ওই গোলে অবদান রাখা দাভিদ স্ত্রেলেচ দ্বিতীয়ার্ধের শুরুতে করেন দুর্দান্ত একটি গোল। ৯ বছরের বেশি সময় পর মুখোমুখি হলো এই দুই দল। উপলক্ষটা স্লোভাকিয়া রাঙালো চমক জাগানিয়া জয়ে।
সব মিলিয়ে জার্মানদের বিপক্ষে তাদের চতুর্থ জয় এটি, ২০১৬ সালের মে মাসের পর প্রথম। জার্মানি জয়হীন রইলো টানা চার ম্যাচে, হারলো সবশেষ তিনটিতেই। গত জুনে নেশন্স লীগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল নাগেলসমানের দল।
ম্যাচে বল দখল ও গোলে শট নেয়ায় এগিয়ে ছিল জার্মানিই। কিন্তু আসল যে কাজ, সেই গোলই আদায় করে নিতে পারেনি তারা। বাছাইয়ে ১০৪তম ম্যাচে এটি জার্মানির চতুর্থ হার, প্রতিপক্ষের মাঠে প্রথম। গত জুনে নেশন্স লীগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হারের পর স্লোভাকিয়ার বিপক্ষে এই বিপর্যয়, ১১৭ বছরের ইতিহাসে প্রথমবার তারা টানা তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে হারলো। বিশ্বকাপ বাছাইয়ের আগে ৫২টি অ্যাওয়ে ম্যাচে কোনো হারের অভিজ্ঞতা ছিল না জার্মানির, এবার সেটাও হলো। ফিফা র্যাঙ্কিংয়ে স্লোভাকিয়ার চেয়ে জার্মানি ৪৩ ধাপ এগিয়ে, কিন্তু ম্যাচের ফলাফলে সেটার কোনো ছাপ নেই।
খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন জার্মান কোচের
কয়েক বছর ধরে মাঠে ভুগছে জার্মানি। দলটির হতাশার এই পালায় এবার নতুন এক অধ্যায় যোগ হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের ইতিহাসে প্রথমবার প্রতিপক্ষের মাঠে হেরে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্লোভাকিয়ার বিপক্ষে হারের পর, নিজেদের দায় মেনে নিলেন জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান। এমন হতাশাজনক হারের পর নিজেদের দায় মেনে নিলেন আগেরদিনই পঞ্চম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখানো জার্মান কোচ ।
‘আমরা খেলায় কোনো আবেগ দেখাতে পারিনি। (জয়ের জন্য মরিয়া) মনোভাব দেখানোয় প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। আমরা বিশ্বকাপে যেতে চাই, কিন্তু আজকের পারফরমেন্সে আমরা সেই মান থেকে অনেক দূরে ছিলাম।’
‘খেলোয়াড়দের মাঝে আমি আবেগটা দেখতে চাই। জার্মানির সেরা খেলোয়াড়দের আমরা বাছাই করেছি। কিন্তু, হয়তো মানের ওপর আমাদের কম গুরুত্ব দিতে হবে এবং সেই খেলোয়াড়দের আনতে হবে যারা মাঠে নিজেদের সেরাটা উজার করে দিতে প্রস্তুত।’ ২০১৪ সালে শেষবার বিশ্বকাপ জয়ের পর থেকে বড় কোনো টুর্নামেন্টে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি জার্মানি। আগের দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া জার্মানির এবার বাছাইয়েই শুরুটা হলো দুঃস্বপ্নে।