ওয়ানডে ক্রিকেটে ব্রিটস্কির বিশ্বরেকর্ড
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
গতকাল বৃহস্পতিবার লর্ডসে ক্রিকেটে বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কি । ২৬ বছরের এই ব্যাটার স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭৭ বলে ৮৫ রানের ইনিংস খেলে গড়েছে নতুন নজির।
জীবনের প্রথম পাঁচটি এক দিনের ম্যাচেই ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেন ব্রিটস্কি। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে এমন কৃতিত্ব আর কারও নেই। তার পাঁচটি ম্যাচের রান যথাক্রমে ১৫০, ৮৩, ৫৭, ৮৮ এবং ৮৫। উল্লেখ্য, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে ১৫০ রান করেছিলেন তিনি। জীবনের প্রথম এক দিনের ম্যাচ থেকেই টেম্বা বাভুমার দলকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন ব্রিটস্কি। দ্বিতীয় ম্যাচেও অন্যথা হয়নি। দল ১০ বলের ব্যবধানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন তিনি। দায়িত্বশীল ইনিংস খেলে ভালো জায়গায় পৌঁছে দেন দক্ষিণ আফ্রিকাকে। তার ৭৭ বলের ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৩টি ছক্কা।
ব্রিটস্কির ৮৫ রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩০ রান করে। ভালো রান করেন এডেন মার্করাম (৪৯), ট্রিস্টান স্টাবসও (৫৮)।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৩৩০/৮ (মার্করাম ৪৯, রিকেলটন ৩৫, ব্রিটস্কি ৮৫, স্টাবস ৫৮, ব্রেভিস ৪২, বশ ৩২*; আর্চার ৪/৬২, রাশিদ ২/৩৩) ইংল্যান্ড ৫০ ওভারে ৩২৫/৯ (ডাকেট ১৪, রুট ৬১, বেথেল ৫৮, ব্রুক ৩৩, বাটলার ৬১, জ্যাকস ৩৯, আর্চার ২৭*; বার্গার ৩/৬৩, মহারাজ ২/৫৯)। ম্যাচসেরা: ম্যাথু ব্রিটস্কি
ওয়ানডে ক্রিকেটে ব্রিটস্কির বিশ্বরেকর্ড
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
গতকাল বৃহস্পতিবার লর্ডসে ক্রিকেটে বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটস্কি । ২৬ বছরের এই ব্যাটার স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৭৭ বলে ৮৫ রানের ইনিংস খেলে গড়েছে নতুন নজির।
জীবনের প্রথম পাঁচটি এক দিনের ম্যাচেই ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেন ব্রিটস্কি। ৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে এমন কৃতিত্ব আর কারও নেই। তার পাঁচটি ম্যাচের রান যথাক্রমে ১৫০, ৮৩, ৫৭, ৮৮ এবং ৮৫। উল্লেখ্য, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে ১৫০ রান করেছিলেন তিনি। জীবনের প্রথম এক দিনের ম্যাচ থেকেই টেম্বা বাভুমার দলকে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন ব্রিটস্কি। দ্বিতীয় ম্যাচেও অন্যথা হয়নি। দল ১০ বলের ব্যবধানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন তিনি। দায়িত্বশীল ইনিংস খেলে ভালো জায়গায় পৌঁছে দেন দক্ষিণ আফ্রিকাকে। তার ৭৭ বলের ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৩টি ছক্কা।
ব্রিটস্কির ৮৫ রানের ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩০ রান করে। ভালো রান করেন এডেন মার্করাম (৪৯), ট্রিস্টান স্টাবসও (৫৮)।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৩৩০/৮ (মার্করাম ৪৯, রিকেলটন ৩৫, ব্রিটস্কি ৮৫, স্টাবস ৫৮, ব্রেভিস ৪২, বশ ৩২*; আর্চার ৪/৬২, রাশিদ ২/৩৩) ইংল্যান্ড ৫০ ওভারে ৩২৫/৯ (ডাকেট ১৪, রুট ৬১, বেথেল ৫৮, ব্রুক ৩৩, বাটলার ৬১, জ্যাকস ৩৯, আর্চার ২৭*; বার্গার ৩/৬৩, মহারাজ ২/৫৯)। ম্যাচসেরা: ম্যাথু ব্রিটস্কি