জোড়া গোল করেন রোনালদো ও ফেলিক্স
জাতীয় দলের জার্সি গায়ে তুলেই গোল করার ধারা নিখুঁত ফিনিশিংয়ে ধরে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরে করলেন আরেকটি দৃষ্টিনন্দন গোল। দু’বার জালে বল পাঠালেন জোয়াও ফেলিক্সও। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দল বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসালো পর্তুগাল। গত শনিবার প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জিতে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করলো রবের্তো মার্তিনেসের দল। ক্রিস্তিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স দুটি করে এবং জোয়াও কান্সেলো এক গোল করেন।
‘এফ’ গ্রুপের ম্যাচটিতে অধিকাংশ সময় পজেশন রেখে আক্রমণ চালিয়ে যায় ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা পর্তুগাল। সৌদি ক্লাব আল নাস্?রের হয়ে লীগ অভিষেকে হ্যাটট্রিকের আলো ছড়ানোর সাত দিন পর, জাতীয় দলের হয়ে মাঠে নেমে দশম মিনিটেই গোল করেন ফেলিক্স। ডান দিক থেকে জোয়াও কান্সেলোর গোলমুখে বাড়ানো ক্রসে সবার ওপরে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই স্ট্রাইকার।
২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। ১১ মিনিট ব্যবধান আরও বাড়ান কান্সেলো।
বিরতির পর পুনরায় খেলা শুরুর ৪৬ সেকেন্ডে দর্শনীয় একটি গোল করেন রোনালদো, প্রায় ২২ গজ দূর থেকে নেন বুলেট গতির শট।
গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে দু’বার জালে বল পাঠিয়ে, বিশ্বকাপ বাছাইয়ে ৩৬ গোল নিয়ে রোনালদোর পাশে বসেন লিওনেল মেসি। এবার এই দুই গোলে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আবার আর্জেন্টাইন তারকাকে ছাড়িয়ে এককভাবে দুই নম্বরে বসলেন রোনালদো (৩৮টি)।
তালিকার শীর্ষে থাকা কার্লোস রুইসকে ছাড়িয়ে যেতে আর দুই গোল চাই রোনালদোর। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪০টি, ২২২ ম্যাচে।
২০১৫ সালের ১৩ জুন ইউরোর বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল পর্তুগাল, সেদিন ৩-২ ব্যবধানে জয়ের পথে দলের তিনটি গোলই করেছিলেন রোনালদো।
৫৮তম মিনিটে রোনালদো উঠে যাওয়ার তিন মিনিট পর কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় নিজের দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স। গোলমুখে ছোটার পথে বল তার গায়ে লেগে জালে জড়ায়।
যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে জিতেছে ইংল্যান্ড। তারা ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যান্ডোরাকে। ম্যাচের ২৫ মিনিটে ক্রিস্তিয়ান গঞ্জাসেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৬৭ মিনিটে ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় গোল ডেক্লান রাইসের। ৪ ম্যাচে ১২ পয়েন্ট হল ইংল্যান্ডের।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারাল ফ্রান্স। এই ম্যাচে থিয়েরি অঁরির কীর্তি স্পর্শ করেন কিলিয়ান এমবাপ্পে। তাঁরা এখন যুগ্ম ভাবে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। অন্য দিকে, এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে হারাল ফ্রান্স।
জোড়া গোল করেন রোনালদো ও ফেলিক্স
রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় দলের জার্সি গায়ে তুলেই গোল করার ধারা নিখুঁত ফিনিশিংয়ে ধরে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরে করলেন আরেকটি দৃষ্টিনন্দন গোল। দু’বার জালে বল পাঠালেন জোয়াও ফেলিক্সও। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দল বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসালো পর্তুগাল। গত শনিবার প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জিতে বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করলো রবের্তো মার্তিনেসের দল। ক্রিস্তিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স দুটি করে এবং জোয়াও কান্সেলো এক গোল করেন।
‘এফ’ গ্রুপের ম্যাচটিতে অধিকাংশ সময় পজেশন রেখে আক্রমণ চালিয়ে যায় ফিফা র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা পর্তুগাল। সৌদি ক্লাব আল নাস্?রের হয়ে লীগ অভিষেকে হ্যাটট্রিকের আলো ছড়ানোর সাত দিন পর, জাতীয় দলের হয়ে মাঠে নেমে দশম মিনিটেই গোল করেন ফেলিক্স। ডান দিক থেকে জোয়াও কান্সেলোর গোলমুখে বাড়ানো ক্রসে সবার ওপরে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই স্ট্রাইকার।
২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। ১১ মিনিট ব্যবধান আরও বাড়ান কান্সেলো।
বিরতির পর পুনরায় খেলা শুরুর ৪৬ সেকেন্ডে দর্শনীয় একটি গোল করেন রোনালদো, প্রায় ২২ গজ দূর থেকে নেন বুলেট গতির শট।
গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে দু’বার জালে বল পাঠিয়ে, বিশ্বকাপ বাছাইয়ে ৩৬ গোল নিয়ে রোনালদোর পাশে বসেন লিওনেল মেসি। এবার এই দুই গোলে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আবার আর্জেন্টাইন তারকাকে ছাড়িয়ে এককভাবে দুই নম্বরে বসলেন রোনালদো (৩৮টি)।
তালিকার শীর্ষে থাকা কার্লোস রুইসকে ছাড়িয়ে যেতে আর দুই গোল চাই রোনালদোর। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪০টি, ২২২ ম্যাচে।
২০১৫ সালের ১৩ জুন ইউরোর বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচ খেলেছিল পর্তুগাল, সেদিন ৩-২ ব্যবধানে জয়ের পথে দলের তিনটি গোলই করেছিলেন রোনালদো।
৫৮তম মিনিটে রোনালদো উঠে যাওয়ার তিন মিনিট পর কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় নিজের দ্বিতীয় গোলটি করেন ফেলিক্স। গোলমুখে ছোটার পথে বল তার গায়ে লেগে জালে জড়ায়।
যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে জিতেছে ইংল্যান্ড। তারা ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যান্ডোরাকে। ম্যাচের ২৫ মিনিটে ক্রিস্তিয়ান গঞ্জাসেলের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৬৭ মিনিটে ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় গোল ডেক্লান রাইসের। ৪ ম্যাচে ১২ পয়েন্ট হল ইংল্যান্ডের।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারাল ফ্রান্স। এই ম্যাচে থিয়েরি অঁরির কীর্তি স্পর্শ করেন কিলিয়ান এমবাপ্পে। তাঁরা এখন যুগ্ম ভাবে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। অন্য দিকে, এস্তোনিয়াকে ৫-০ ব্যবধানে হারাল ফ্রান্স।