ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও মহিলা) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার প্রথম দিনে আলী আমজাদ, জিহাদ, বিপ্লব, শুকান্তি ও হালিমা স্বর্ণ জয় করেন। প্রথম দিনে পুরুষ ৩টি এবং মেয়েদের ২টি মোট ৫টি ওজন শ্রেণীর ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ ৭৯ কেজিতে বিজিবির দিপু চন্দ্রকে হারিয়ে স্বর্ণ পায় পুলিশের জিহাদ। ৮৬ কেজিতে বিজিবির শাকিলকে হারিয়ে স্বর্ণ জেতেন আনসারের আলী আমজাদ। ৯৭ কেজিতে পুলিশের শান্তকে হারিয়ে স্বর্ণ পায় বিজিবির বিল্পব। মেয়েদের ৬২ কেজিতে পুলিশের হাবিবাকে হারিয়ে স্বর্ণ পায় আনসারের শুকান্তি। এবং ৬৮ কেজিতে আনসারের কাজলকে হারিয়ে স্বর্ণ পায় পুলিশের হালিমা।
রোববার,(০৭ সেপ্টেম্বর ২০২৫) হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (করপোরেট অ্যাফিয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন, কোষাধ্যক্ষ মো. মাকসুদ আক্তার মোবারকি, সদস্য আব্দুল কাদির, তামজিদ রহমান ও শিরিন সুলতানাসহ অন্যরা।
রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও মহিলা) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতার প্রথম দিনে আলী আমজাদ, জিহাদ, বিপ্লব, শুকান্তি ও হালিমা স্বর্ণ জয় করেন। প্রথম দিনে পুরুষ ৩টি এবং মেয়েদের ২টি মোট ৫টি ওজন শ্রেণীর ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ ৭৯ কেজিতে বিজিবির দিপু চন্দ্রকে হারিয়ে স্বর্ণ পায় পুলিশের জিহাদ। ৮৬ কেজিতে বিজিবির শাকিলকে হারিয়ে স্বর্ণ জেতেন আনসারের আলী আমজাদ। ৯৭ কেজিতে পুলিশের শান্তকে হারিয়ে স্বর্ণ পায় বিজিবির বিল্পব। মেয়েদের ৬২ কেজিতে পুলিশের হাবিবাকে হারিয়ে স্বর্ণ পায় আনসারের শুকান্তি। এবং ৬৮ কেজিতে আনসারের কাজলকে হারিয়ে স্বর্ণ পায় পুলিশের হালিমা।
রোববার,(০৭ সেপ্টেম্বর ২০২৫) হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিসতা ইলেকট্রনিকসের ডিরেক্টর (করপোরেট অ্যাফিয়ার্স ও পিআর) এফএম ইকবাল বিন আনোয়ার ডন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন, কোষাধ্যক্ষ মো. মাকসুদ আক্তার মোবারকি, সদস্য আব্দুল কাদির, তামজিদ রহমান ও শিরিন সুলতানাসহ অন্যরা।