ইউএস ওপেনে শিরোপা নিয়ে সাবালেঙ্কা
আগের দুই ফাইনালে ট্রফি জিততে পারেননি আরিনা সাবালেঙ্কা। হেরে যেতে হয়েছিল। তবে এবার হতাশ করেননি বেলারুশ কন্যা। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে নিয়েছেন। ২৭ বছর বয়সী এই টেনিস তারকা ইউএস ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে জিতেছেন ট্রফি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম।
এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেননি। এছাড়া অপর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনের সেমিফাইনালে আনিসিমোভার কাছেই হারতে হয়েছিল। তবে এবার ফাইনালে যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভা সহজে ছাড় দেননি। লড়াই বেশ কঠিন করে তোলেন।
সাবালেঙ্কার বিপক্ষে এর আগে নয়টি লড়াইয়ের ছয়টিতে জয়ী হয়েছিলেন আনিসিমোভা। এর মধ্যে এ বছরের উইম্বলডনের সেমিফাইনাল ম্যাচটিও রয়েছে। কিন্তু ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলা সাবালেঙ্কা ছিলেন বদ্ধপরিকর। নিজের সবটুকু অভিজ্ঞতা দিয়ে তিনি আনিসিমোভার বিপক্ষে লড়াই করেছেন।
১ ঘন্টা ৩৪ মিনিটের লড়াইয়ে সাবালেঙ্কা জয় ছিনিয়ে নেন।
ইউএস ওপেনে পুরুষদের ফাইনালে কার্লোস আলকারাজের বিরুদ্ধে খেলতে নামবেন সিনার। ফরাসি ওপেন ও উইম্বলডনের পর আরও এক ফাইনালে মুখোমুখি তাঁরা। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন সিনার।
ফরাসি ওপেনের ফাইনালে হারতে হয়েছে তাঁকে। আরও এক গ্র্যান্ড স্ল্যাম জিতে বছর শেষ করার সুযোগ রয়েছে তাঁর।
ইউএস ওপেনে শিরোপা নিয়ে সাবালেঙ্কা
রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
আগের দুই ফাইনালে ট্রফি জিততে পারেননি আরিনা সাবালেঙ্কা। হেরে যেতে হয়েছিল। তবে এবার হতাশ করেননি বেলারুশ কন্যা। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে নিয়েছেন। ২৭ বছর বয়সী এই টেনিস তারকা ইউএস ওপেন নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে জিতেছেন ট্রফি। এটি তার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম।
এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেও ট্রফি জিততে পারেননি। এছাড়া অপর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডনের সেমিফাইনালে আনিসিমোভার কাছেই হারতে হয়েছিল। তবে এবার ফাইনালে যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আনিসিমোভা সহজে ছাড় দেননি। লড়াই বেশ কঠিন করে তোলেন।
সাবালেঙ্কার বিপক্ষে এর আগে নয়টি লড়াইয়ের ছয়টিতে জয়ী হয়েছিলেন আনিসিমোভা। এর মধ্যে এ বছরের উইম্বলডনের সেমিফাইনাল ম্যাচটিও রয়েছে। কিন্তু ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলা সাবালেঙ্কা ছিলেন বদ্ধপরিকর। নিজের সবটুকু অভিজ্ঞতা দিয়ে তিনি আনিসিমোভার বিপক্ষে লড়াই করেছেন।
১ ঘন্টা ৩৪ মিনিটের লড়াইয়ে সাবালেঙ্কা জয় ছিনিয়ে নেন।
ইউএস ওপেনে পুরুষদের ফাইনালে কার্লোস আলকারাজের বিরুদ্ধে খেলতে নামবেন সিনার। ফরাসি ওপেন ও উইম্বলডনের পর আরও এক ফাইনালে মুখোমুখি তাঁরা। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন সিনার।
ফরাসি ওপেনের ফাইনালে হারতে হয়েছে তাঁকে। আরও এক গ্র্যান্ড স্ল্যাম জিতে বছর শেষ করার সুযোগ রয়েছে তাঁর।