সপরিবারে জকোভিচ (ফাইল ছবি)
সার্বিয়ার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সরকারের রোষে পড়ে দেশ ছেড়ে চলে গেলেন নোভাক জোকোভিচ। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গ্রিসে থাকা শুরু করেছেন জোকোভিচ। এমনকি দুই ছেলেমেয়েকে সেখানকার স্কুলে ভর্তিও করে দিয়েছেন।
ইংল্যান্ডের ওয়েবসাইট ‘দ্য ডেইলি মেল’ জানিয়েছে, জোকোভিচ কিছুদিন আগে থেকেই গ্রিসের রাজধানী এথেন্সে থাকা শুরু করেছেন। ছেলে স্টেফান এবং মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করে দিয়েছেন। শহরের দক্ষিণের একটি এলাকায় বাড়িও কিনেছেন। সম্প্রতি এথেন্সের কাভুরি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে খেলতে দেখা গিয়েছে জোকোভিচকে।
জানা গিয়েছে, গ্রিক গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন জোকোভিচ। গ্রিসে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করলে এই ভিসা পাওয়া যায়। ইতোমধ্যেই গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বার দুয়েক দেখা করেছেন তিনি। ফ্রান্সের মোনাকোতেও জোকোভিচের সম্পত্তি রয়েছে।
গত ডিসেম্বরে সার্বিয়ার নোভি সাদের রেল স্টেশনে একটি ক্যানোপি ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়। তার পরেই দুর্নীতির বিরোধিতা করে সে দেশের ছাত্ররা সরকার বদলের জন্য আন্দোলন শুরু করেন। প্রেসিডেন্ট বিরোধী সেই ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন জোকোভিচ। প্রথম থেকেই তিনি আন্দোলনের সমর্থক। ফলে সার্বিয়া প্রশাসনের চোখে তিনি এখন ‘শত্রু’।
আন্দোলনের শুরুর দিকে সামাজিকমাধ্যমে জোকার লিখেছিলেন, ‘যুব সমাজের উপর আমার ভরসা রয়েছে। তাদের ক্ষমতার উপর আস্থা রয়েছে। আমার মতে, উন্নত ভবিষ্যতের জন্য তাদের কথা শোনা জরুরি। দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ। তাদের সম্মান করা উচিত। বিভিন্ন ক্ষেত্রে সার্বিয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।’
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয় তিনি উৎসর্গ করেছিলেন প্রয়াত এক ছাত্রকে। আন্দোলনের সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে জোকোভিচ যে টি-শার্ট পরে গিয়েছিলেন, তাতে ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’ লেখা ছিল।
সার্বিয়ার প্রেসিডেন্ট ভুকিচের সমর্থক কয়েকটি সংবাদমাধ্যম ধারাবাহিকভাবে জোকোভিচের বিরুদ্ধে প্রচার শুরু করেছে। বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়ের তীব্র সমালোচনা করা হচ্ছে।
সপরিবারে জকোভিচ (ফাইল ছবি)
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
সার্বিয়ার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে ছাত্রদের পাশে দাঁড়িয়ে সরকারের রোষে পড়ে দেশ ছেড়ে চলে গেলেন নোভাক জোকোভিচ। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গ্রিসে থাকা শুরু করেছেন জোকোভিচ। এমনকি দুই ছেলেমেয়েকে সেখানকার স্কুলে ভর্তিও করে দিয়েছেন।
ইংল্যান্ডের ওয়েবসাইট ‘দ্য ডেইলি মেল’ জানিয়েছে, জোকোভিচ কিছুদিন আগে থেকেই গ্রিসের রাজধানী এথেন্সে থাকা শুরু করেছেন। ছেলে স্টেফান এবং মেয়ে তারাকে এথেন্সের সেন্ট লরেন্স কলেজে ভর্তি করে দিয়েছেন। শহরের দক্ষিণের একটি এলাকায় বাড়িও কিনেছেন। সম্প্রতি এথেন্সের কাভুরি টেনিস ক্লাবে ছেলের সঙ্গে খেলতে দেখা গিয়েছে জোকোভিচকে।
জানা গিয়েছে, গ্রিক গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন জোকোভিচ। গ্রিসে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করলে এই ভিসা পাওয়া যায়। ইতোমধ্যেই গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বার দুয়েক দেখা করেছেন তিনি। ফ্রান্সের মোনাকোতেও জোকোভিচের সম্পত্তি রয়েছে।
গত ডিসেম্বরে সার্বিয়ার নোভি সাদের রেল স্টেশনে একটি ক্যানোপি ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়। তার পরেই দুর্নীতির বিরোধিতা করে সে দেশের ছাত্ররা সরকার বদলের জন্য আন্দোলন শুরু করেন। প্রেসিডেন্ট বিরোধী সেই ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন জোকোভিচ। প্রথম থেকেই তিনি আন্দোলনের সমর্থক। ফলে সার্বিয়া প্রশাসনের চোখে তিনি এখন ‘শত্রু’।
আন্দোলনের শুরুর দিকে সামাজিকমাধ্যমে জোকার লিখেছিলেন, ‘যুব সমাজের উপর আমার ভরসা রয়েছে। তাদের ক্ষমতার উপর আস্থা রয়েছে। আমার মতে, উন্নত ভবিষ্যতের জন্য তাদের কথা শোনা জরুরি। দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ। তাদের সম্মান করা উচিত। বিভিন্ন ক্ষেত্রে সার্বিয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে।’
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয় তিনি উৎসর্গ করেছিলেন প্রয়াত এক ছাত্রকে। আন্দোলনের সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল। বেলগ্রেড বাস্কেটবল ডার্বি দেখতে জোকোভিচ যে টি-শার্ট পরে গিয়েছিলেন, তাতে ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়ন্স’ লেখা ছিল।
সার্বিয়ার প্রেসিডেন্ট ভুকিচের সমর্থক কয়েকটি সংবাদমাধ্যম ধারাবাহিকভাবে জোকোভিচের বিরুদ্ধে প্রচার শুরু করেছে। বিশ্বের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়ের তীব্র সমালোচনা করা হচ্ছে।