শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়ে শূন্য রানে দুই উদ্বোধনী ব্যাটারকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লিটন ও হৃদয় কয়েক ওভার টিকে থাকার চেষ্টা করলেও রানআউটের খড়গে পড়ে ভূপাতিত হৃদয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৩ রান।