ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ক্রিকেটের ফাইনালে দুর্দান্ত রান তাড়ায় হ্যাম্পশায়ারকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন সমারসেট।
এজবাস্টনে গতকাল শনিবার হ্যাম্পশায়ারের ১৯৪ রান টপকে জিতে যায় সমারসেট। টি-টোয়েন্টি ব্লাস্টের ২৩ আসরে ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়ার কীর্তি এটিই।
তিন বছরের মধ্যে সমারসেটের দ্বিতীয় শিরোপা এটি। তিনবার চ্যাম্পিয়ন হয়ে তারা স্পর্শ করলো এই টুর্নামেন্টে লেস্টারশায়ার ও হ্যাম্পশায়ারের রেকর্ড।
টি-টোয়েন্টি ব্লাস্টে দুটি সেমি ও ফাইনাল একই দিনে হয়ে থাকে একই মাঠে। যেটিকে বলা যায় ফাইনালস ডে।
এবারের ফাইনালস ডেতে প্রথম সেমিতে ল্যাঙ্কাশায়ারকে ২৩ রানে হারিয়ে ফাইনালে ওঠে সমারসেট। দ্বিতীয় সেমিতে নর্দাম্পটনশায়ারকে ৬ উইকেটে হারায় হ্যাম্পশায়ার। রান তাড়ায় ১১ ছক্কায় ৫১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন ক্রিস লিন।
ফাইনালে লিন ঝড় তোলার আভাস দিলেও থেমে যান দ্রুতই। টসে হেরে ব্যাটিংয় পায় হ্যাম্পশায়ার। প্রথম দুই ওভারে তারা তোলে ২৪ রান। এরপর লিন বিদায় নেন একটি ছক্কা ও চারে ১২ রান করে। লিনের সঙ্গী টবি অ্যালবার্ট ৪৮ বলে ৮৫ রানের ইনিংস উপহার দেন। অধিনায়ক জেমস ভিন্স ৩৪ বলে করেন ৫২। বিপিএলের পরিচিত মুখ বেনি হাওয়েল শেষ দিকে অপরাজিত থাকেন দুই ছক্কায় ২৬ রান করে। সমারসেটের জেইক বল নেন দুটি উইকেট।
রান তাড়ায় সমারসেটের ৪৬ রানের উদ্বোধনী জুটির পর আউট হন টম কোহলি-ক্যাডমোর ২৩ রানে।
তিনে নেমে টম অ্যাবেল ফেরেন শূন্যতে, ১৩ বলে ২০ করে বিদায় নেন জেমস রু। উইল স্মিড শুরু থেকেই ছুটছিলেন দারুণ খেলে। জীবন পেয়ে তাকে সঙ্গ দেন শন ডিকসন। জুটিতে ৮৮ রান আসে ৫১ বলে।
উইকেট বেশি না পড়লেও একপর্যায়ে রান রেটের কঠিন চ্যালেঞ্জ ছিল সমারসেটের সামনে। শেষ ছয় ওভারে ৭৬ রান প্রয়োজন ছিল তাদের, শেষ তিন ওভারে ৩৭।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট ক্রিকেটের ফাইনালে দুর্দান্ত রান তাড়ায় হ্যাম্পশায়ারকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন সমারসেট।
এজবাস্টনে গতকাল শনিবার হ্যাম্পশায়ারের ১৯৪ রান টপকে জিতে যায় সমারসেট। টি-টোয়েন্টি ব্লাস্টের ২৩ আসরে ফাইনালে সবচেয়ে বেশি রান তাড়ার কীর্তি এটিই।
তিন বছরের মধ্যে সমারসেটের দ্বিতীয় শিরোপা এটি। তিনবার চ্যাম্পিয়ন হয়ে তারা স্পর্শ করলো এই টুর্নামেন্টে লেস্টারশায়ার ও হ্যাম্পশায়ারের রেকর্ড।
টি-টোয়েন্টি ব্লাস্টে দুটি সেমি ও ফাইনাল একই দিনে হয়ে থাকে একই মাঠে। যেটিকে বলা যায় ফাইনালস ডে।
এবারের ফাইনালস ডেতে প্রথম সেমিতে ল্যাঙ্কাশায়ারকে ২৩ রানে হারিয়ে ফাইনালে ওঠে সমারসেট। দ্বিতীয় সেমিতে নর্দাম্পটনশায়ারকে ৬ উইকেটে হারায় হ্যাম্পশায়ার। রান তাড়ায় ১১ ছক্কায় ৫১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন ক্রিস লিন।
ফাইনালে লিন ঝড় তোলার আভাস দিলেও থেমে যান দ্রুতই। টসে হেরে ব্যাটিংয় পায় হ্যাম্পশায়ার। প্রথম দুই ওভারে তারা তোলে ২৪ রান। এরপর লিন বিদায় নেন একটি ছক্কা ও চারে ১২ রান করে। লিনের সঙ্গী টবি অ্যালবার্ট ৪৮ বলে ৮৫ রানের ইনিংস উপহার দেন। অধিনায়ক জেমস ভিন্স ৩৪ বলে করেন ৫২। বিপিএলের পরিচিত মুখ বেনি হাওয়েল শেষ দিকে অপরাজিত থাকেন দুই ছক্কায় ২৬ রান করে। সমারসেটের জেইক বল নেন দুটি উইকেট।
রান তাড়ায় সমারসেটের ৪৬ রানের উদ্বোধনী জুটির পর আউট হন টম কোহলি-ক্যাডমোর ২৩ রানে।
তিনে নেমে টম অ্যাবেল ফেরেন শূন্যতে, ১৩ বলে ২০ করে বিদায় নেন জেমস রু। উইল স্মিড শুরু থেকেই ছুটছিলেন দারুণ খেলে। জীবন পেয়ে তাকে সঙ্গ দেন শন ডিকসন। জুটিতে ৮৮ রান আসে ৫১ বলে।
উইকেট বেশি না পড়লেও একপর্যায়ে রান রেটের কঠিন চ্যালেঞ্জ ছিল সমারসেটের সামনে। শেষ ছয় ওভারে ৭৬ রান প্রয়োজন ছিল তাদের, শেষ তিন ওভারে ৩৭।