ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন বাংলাদেশের নাজিমুল হাসান। সোমবার,(১৫ সেপ্টেম্বর ২০২৫) জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৪০০ মিটার হার্ডলসে পাঁচ নম্বর হিটে দৌঁড়ান তিনি। হিটে নয় জনের মধ্যে নবম হয়েছেন। তার টাইমিং ছিল ৫২.৪৭ সেকেন্ড। তবে তার হিটে প্রথম হওয়া নাইজেরিয়ার নাথানিয়েলের টাইমিং ৪৮.৩৭ সেকেন্ড। পাঁচ হিট মিলিয়ে ৪০০ মিটার হার্ডলস পুরুষ ইভেন্টে মোট প্রতিযোগী ছিলেন ৪৪ জন। বাংলাদেশের নাজিমুল ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন। তার পেছনে থাকা দুই অ্যাথলেটের একজন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের অন্যজন ম্যাকাওয়ের। প্রতি হিট থেকে চার জন ও পাঁচ হিট মিলিয়ে সর্বোচ্চ টাইমিংধারী চার জন মোট ২৪ জন সেমিফাইনালে উঠেছেন।
জাতীয় মিটের চেয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাজে টাইমিং করেন নাজিমুল। চলতি বছর ফেব্রুয়ারিতে ৪০০ মিটার হার্ডলসে ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ৩১ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। যা ১৯৯৩ সালের ডিসেম্বরে নৌবাহিনীর আবদুর রহিম নাঈম করেছিলেন ৫১.৮৭ সেকেন্ডে। গত তিন দশকে কেউই এই টাইমিং অতিক্রম করতে পারেনি। নাজিমুল সেই কীর্তি গড়েছিলো। গত মাসে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্সে রনি ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতলেও টাইমিং বেড়ে দাঁড়ায় ৫২.৩০ সেকেন্ড। অথচ বিশ্ব আসরে গিয়ে তিনি সময় নিয়েছেন বেশি।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন বাংলাদেশের নাজিমুল হাসান। সোমবার,(১৫ সেপ্টেম্বর ২০২৫) জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৪০০ মিটার হার্ডলসে পাঁচ নম্বর হিটে দৌঁড়ান তিনি। হিটে নয় জনের মধ্যে নবম হয়েছেন। তার টাইমিং ছিল ৫২.৪৭ সেকেন্ড। তবে তার হিটে প্রথম হওয়া নাইজেরিয়ার নাথানিয়েলের টাইমিং ৪৮.৩৭ সেকেন্ড। পাঁচ হিট মিলিয়ে ৪০০ মিটার হার্ডলস পুরুষ ইভেন্টে মোট প্রতিযোগী ছিলেন ৪৪ জন। বাংলাদেশের নাজিমুল ৪৪ জনের মধ্যে ৪২তম হয়েছেন। তার পেছনে থাকা দুই অ্যাথলেটের একজন সেন্ট কিটস অ্যান্ড নেভিসের অন্যজন ম্যাকাওয়ের। প্রতি হিট থেকে চার জন ও পাঁচ হিট মিলিয়ে সর্বোচ্চ টাইমিংধারী চার জন মোট ২৪ জন সেমিফাইনালে উঠেছেন।
জাতীয় মিটের চেয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাজে টাইমিং করেন নাজিমুল। চলতি বছর ফেব্রুয়ারিতে ৪০০ মিটার হার্ডলসে ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে ৩১ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। যা ১৯৯৩ সালের ডিসেম্বরে নৌবাহিনীর আবদুর রহিম নাঈম করেছিলেন ৫১.৮৭ সেকেন্ডে। গত তিন দশকে কেউই এই টাইমিং অতিক্রম করতে পারেনি। নাজিমুল সেই কীর্তি গড়েছিলো। গত মাসে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিক্সে রনি ৪০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতলেও টাইমিং বেড়ে দাঁড়ায় ৫২.৩০ সেকেন্ড। অথচ বিশ্ব আসরে গিয়ে তিনি সময় নিয়েছেন বেশি।