হালান্ডের গোল উদযাপন
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগে ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল রোববার রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যানসিটি ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৮ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফ্রি কিক থেকে জেরেমি ডকুর যোগান থেকে হেডে গোল করেন ফিল ফোডেন। ইংলিশ লীগে ম্যানইউর বিপক্ষে এটা তার সপ্তম গোল । ম্যানচেস্টার ডার্বিতে ম্যানসিটির হয়ে সবচেয়ে বেশি ৮ গোলের রেকর্ড আছে সার্জিও আগুয়েরোর।
ফোডেনের গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে ম্যানইউর জালে আরও দু’বার বল পাঠিয়ে সহজ জয় নিশ্চিত করে তারা।
৫৩ মিনিটে ফোডেনের পাস থেকে কোনাকুনি শটে গোল করে ম্যানসিটিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হালান্ড।
ম্যাচের ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন তিনি। চলতি লীগে এ নিয়ে চার ম্যাচে পাঁচ গোল করেছেন হালান্ড।
শেষ পর্যন্ত হালান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ম্যানসিটি। এই জয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠেছে তারা। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৬ পয়েন্ট আছে ম্যানসিটির। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে আছে ম্যানইউ।
প্রিমিয়ার লীগে সালাহর
১৮৮তম গোল
দিনের অন্য ম্যাচে লিভারপুল ১-০ গোলে হারিয়েছে বার্নলিকে। দ্বিতীয়ার্ধের যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে গোল এনে দেন মোহাম্মদ সালাহ।
প্রিমিয়ার লীগে ১৮৮তম গোলের স্বাদ পেয়েছেন সালাহ। প্রতিযোগিতাটির ইতিহাসে তিনি এখন এককভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। পেছনে পড়ে গেছেন ১৮৭ গোল করা অ্যান্ড্রু কোল। সালাহর সামনে আছেন কেবল তিনজন- ওয়েইন রুনি (২০৮ গোল), হ্যারি কেইন (২১৩ গোল) ও অ্যালান শিয়েরার (২৬০ গোল)। বার্নলির বিপক্ষে সফল পেনাল্টিতে একটি রেকর্ডের মালিকও হয়েছেন ছন্দে থাকা সালাহ। ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লীগে লিভারপুলের জার্সিতে স্পট-কিক থেকে সর্বোচ্চ সংখ্যক গোল এখন তার (৩৫টি)। দুইয়ে নেমে যাওয়া প্রয়াত বিলি লিডেল করেছিলেন ৩৪টি গোল।
ম্যাচের পর সালাহ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে বলেন, ‘খেলাটা কঠিন ছিল, কিন্তু আমরা তা সামলে নিতে পেরেছি। এটাই আনন্দের ব্যাপার। আমাদের শুরুর একাদশে কয়েকজন নতুন খেলোয়াড় আছে। আমাদের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে তাদের কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি, যেন তারা আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারে।’
৪ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।
হালান্ডের গোল উদযাপন
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগে ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গতকাল রোববার রাতে চতুর্থ রাউন্ডের ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যানসিটি ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৮ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফ্রি কিক থেকে জেরেমি ডকুর যোগান থেকে হেডে গোল করেন ফিল ফোডেন। ইংলিশ লীগে ম্যানইউর বিপক্ষে এটা তার সপ্তম গোল । ম্যানচেস্টার ডার্বিতে ম্যানসিটির হয়ে সবচেয়ে বেশি ৮ গোলের রেকর্ড আছে সার্জিও আগুয়েরোর।
ফোডেনের গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে ম্যানইউর জালে আরও দু’বার বল পাঠিয়ে সহজ জয় নিশ্চিত করে তারা।
৫৩ মিনিটে ফোডেনের পাস থেকে কোনাকুনি শটে গোল করে ম্যানসিটিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন হালান্ড।
ম্যাচের ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন তিনি। চলতি লীগে এ নিয়ে চার ম্যাচে পাঁচ গোল করেছেন হালান্ড।
শেষ পর্যন্ত হালান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ম্যানসিটি। এই জয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠেছে তারা। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে ৬ পয়েন্ট আছে ম্যানসিটির। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে আছে ম্যানইউ।
প্রিমিয়ার লীগে সালাহর
১৮৮তম গোল
দিনের অন্য ম্যাচে লিভারপুল ১-০ গোলে হারিয়েছে বার্নলিকে। দ্বিতীয়ার্ধের যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে লিভারপুলকে গোল এনে দেন মোহাম্মদ সালাহ।
প্রিমিয়ার লীগে ১৮৮তম গোলের স্বাদ পেয়েছেন সালাহ। প্রতিযোগিতাটির ইতিহাসে তিনি এখন এককভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। পেছনে পড়ে গেছেন ১৮৭ গোল করা অ্যান্ড্রু কোল। সালাহর সামনে আছেন কেবল তিনজন- ওয়েইন রুনি (২০৮ গোল), হ্যারি কেইন (২১৩ গোল) ও অ্যালান শিয়েরার (২৬০ গোল)। বার্নলির বিপক্ষে সফল পেনাল্টিতে একটি রেকর্ডের মালিকও হয়েছেন ছন্দে থাকা সালাহ। ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লীগে লিভারপুলের জার্সিতে স্পট-কিক থেকে সর্বোচ্চ সংখ্যক গোল এখন তার (৩৫টি)। দুইয়ে নেমে যাওয়া প্রয়াত বিলি লিডেল করেছিলেন ৩৪টি গোল।
ম্যাচের পর সালাহ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে বলেন, ‘খেলাটা কঠিন ছিল, কিন্তু আমরা তা সামলে নিতে পেরেছি। এটাই আনন্দের ব্যাপার। আমাদের শুরুর একাদশে কয়েকজন নতুন খেলোয়াড় আছে। আমাদের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে তাদের কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি, যেন তারা আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারে।’
৪ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল।