সংবাদ সম্মেলনে বসুন্ধরা অধিনায়ক তপু ও মোহামেডানের কোচ আলফাজ
গত বছরের মতো এবারও এক ম্যাচের বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ফুটবল দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হতে যাচ্ছে। আগামীকাল ট্রফির জন্য লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কিংস ও প্রিমিয়ার লীগ সেরা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই দলই ট্রফির জন্য মরিয়া। আগামীকাল দুপুর আড়াইটায় কুমিল্লার শহিদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাইপ্রোফাইল ম্যাচটি।
বুধবার,(১৭ সেপ্টেম্বর ২০২৫) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিংসের অধিনায়ক তপু বর্মণ শিরোপা ধরে রাখার দিকে দৃষ্টি দিয়ে বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার সবচেয়ে বড় কথা দলে কোনো চোট নেই। সবাই ভালো আছে। কোচ আমাদের যে নির্দেশনা দিয়েছে, আমরা সে অনুযায়ী কাজ করছি। উনি বেশ ভালো কোচ।’ ম্যাচ কঠিন হবে তা মানছেন অভিজ্ঞ ডিফেন্ডার, ‘কঠিন ম্যাচ হবে। একটাই ফাইনাল, জিততেই হবে। আমরা সেই মানসিকতা নিয়ে খেলতে নামব।’ কিংসের নতুন কোচ আর্জেন্টিনার মারিও গোমেজ। তার প্রশংসা করে তপু বললেন, ‘কোচের মানসিকতা অনেক ভালো। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ভবিষ্যতে এই সম্পর্ক আরও ভালো হবে। তার ফুটবল দর্শন অন্যরকম, সেটা আগামীকাল আপনারা দেখতে পারবেন। তার অধীনে এটি আমাদের প্রথম অফিসিয়াল ম্যাচ। আমরা চেষ্টা করবো, তাকে জয় উপহার দিতে।’ মারিও গোমেজও আশাবাদী, ‘প্রস্তুতি ভালো। কোনো সমস্যা নাই, কেননা আমাদের ছেলেরা জাতীয় দলে খেলার মধ্যে ছিল। গত রোববার থেকে আমরা সবাইকে নিয়ে অনুশীলন করেছি। আগামীকালের ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত।’
মোহামেডান কোচ আলফাজ আহমেদ ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না। তার কথা, ‘যেহেতু চ্যাম্পিয়নশিপের লড়াই, তবে আমি টিমটা পেয়েছি অল্প কিছুদিন। তারপরও আত্মবিশ্বাস আছে যে, ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলবো।’ তিনি যোগ করেন, ‘কিংসকে সম্মান দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো দল। গত পাঁচ-ছয় মৌসুম তারা সবসময় আমাদের চেয়ে ভালো দল গড়েছে। বাংলাদেশে তারা উঁচুমানের কোচ আনে। এই কোচও ভালো, হাই-প্রোফাইলের।’ মাঠের অভাব নিয়ে আগের মতো বললেন, ‘এটা মোহামেডানের একটা ঐতিহ্য, বলার অপেক্ষা রাখে না। আমরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। এর বাইরে কোনো সমাধান নেই।’ নতুন অধিনায়ক মেহেদী হাসান আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, ‘আমাদের এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার আমরা কিংসের কাছে হেরেছি। এবার আমরা চাই শিরোপা জিততে। অতিরিক্ত চাপ থাকবেই। আমি অধিনায়ক হলেও সবাইকে বলেছি শুধু আমি ক্যাপ্টেন নই, সবাই ক্যাপ্টেন। সবাই যদি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো।’
সংবাদ সম্মেলনে বসুন্ধরা অধিনায়ক তপু ও মোহামেডানের কোচ আলফাজ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
গত বছরের মতো এবারও এক ম্যাচের বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ ফুটবল দিয়ে ঘরোয়া মৌসুম শুরু হতে যাচ্ছে। আগামীকাল ট্রফির জন্য লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কিংস ও প্রিমিয়ার লীগ সেরা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই দলই ট্রফির জন্য মরিয়া। আগামীকাল দুপুর আড়াইটায় কুমিল্লার শহিদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাইপ্রোফাইল ম্যাচটি।
বুধবার,(১৭ সেপ্টেম্বর ২০২৫) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিংসের অধিনায়ক তপু বর্মণ শিরোপা ধরে রাখার দিকে দৃষ্টি দিয়ে বলেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার সবচেয়ে বড় কথা দলে কোনো চোট নেই। সবাই ভালো আছে। কোচ আমাদের যে নির্দেশনা দিয়েছে, আমরা সে অনুযায়ী কাজ করছি। উনি বেশ ভালো কোচ।’ ম্যাচ কঠিন হবে তা মানছেন অভিজ্ঞ ডিফেন্ডার, ‘কঠিন ম্যাচ হবে। একটাই ফাইনাল, জিততেই হবে। আমরা সেই মানসিকতা নিয়ে খেলতে নামব।’ কিংসের নতুন কোচ আর্জেন্টিনার মারিও গোমেজ। তার প্রশংসা করে তপু বললেন, ‘কোচের মানসিকতা অনেক ভালো। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ভবিষ্যতে এই সম্পর্ক আরও ভালো হবে। তার ফুটবল দর্শন অন্যরকম, সেটা আগামীকাল আপনারা দেখতে পারবেন। তার অধীনে এটি আমাদের প্রথম অফিসিয়াল ম্যাচ। আমরা চেষ্টা করবো, তাকে জয় উপহার দিতে।’ মারিও গোমেজও আশাবাদী, ‘প্রস্তুতি ভালো। কোনো সমস্যা নাই, কেননা আমাদের ছেলেরা জাতীয় দলে খেলার মধ্যে ছিল। গত রোববার থেকে আমরা সবাইকে নিয়ে অনুশীলন করেছি। আগামীকালের ম্যাচ নিয়ে আমরা প্রস্তুত।’
মোহামেডান কোচ আলফাজ আহমেদ ট্রফি ছাড়া অন্য কিছু ভাবছেন না। তার কথা, ‘যেহেতু চ্যাম্পিয়নশিপের লড়াই, তবে আমি টিমটা পেয়েছি অল্প কিছুদিন। তারপরও আত্মবিশ্বাস আছে যে, ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলবো।’ তিনি যোগ করেন, ‘কিংসকে সম্মান দিতে হবে, তারা আমাদের চেয়ে ভালো দল। গত পাঁচ-ছয় মৌসুম তারা সবসময় আমাদের চেয়ে ভালো দল গড়েছে। বাংলাদেশে তারা উঁচুমানের কোচ আনে। এই কোচও ভালো, হাই-প্রোফাইলের।’ মাঠের অভাব নিয়ে আগের মতো বললেন, ‘এটা মোহামেডানের একটা ঐতিহ্য, বলার অপেক্ষা রাখে না। আমরা এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। এর বাইরে কোনো সমাধান নেই।’ নতুন অধিনায়ক মেহেদী হাসান আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, ‘আমাদের এই ম্যাচের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার আমরা কিংসের কাছে হেরেছি। এবার আমরা চাই শিরোপা জিততে। অতিরিক্ত চাপ থাকবেই। আমি অধিনায়ক হলেও সবাইকে বলেছি শুধু আমি ক্যাপ্টেন নই, সবাই ক্যাপ্টেন। সবাই যদি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো।’