সাংবাদিকদের মুখোমুখি নাসুম
এশিয়া কাপে বাংলাদেশের এখন যা সমীকরণ তাতে নিজেদের হাতে কিছু নেই। সুপার ফোরে যেতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে। আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক আপাতত সব ছেড়ে দিতে চান নিয়তির হাতে।
গতকাল মঙ্গলবার রাতে টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে আছে বাংলাদেশ।
দলকে জেতাতে একাদশে ফেরা নাসুম ১১ রানে ২ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। বুধবার,(১৭ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ দল আবুধাবির পার্ক রোটানা হোটেল থেকে দুপুরে রওনা হয় দুবাইর উদ্দেশে। সেখানে গিয়ে আপাতত কোনো কাজ নেই, কেবল অপেক্ষা আজ পর্যন্ত।
দুবাই যাওয়ার আগে ব্যস্ততার ফাঁকে টিম হোটেলের বাইরে আসেন নাসুম। নিরাপত্তাজনিত কড়াকড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কড়া রোদের মধ্যে বাইরে আসতে হয় তাকে।
নিজেদের টিকে থাকার সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে নাসুমের আশ্রয় নিয়তিতে। শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে উঠবে বাংলাদেশ।
আফগানিস্তান জিতলে হিসাবে আসবে নেট রানরেট। সেখানে সমীকরণ মিলতে হলে শ্রীলঙ্কার হারতে হবে বড় ব্যবধানে।
এই ম্যাচ নিয়ে আপাতত কোনো চিন্তা করতে চান না নাসুম, ‘যে ভালো খেলবে ওই জিতবে। এসব নিয়ে চিন্তা করছি না। যেটা কপালে আছে ওটাই হবে।’
সমীকরণ মাথায় নিয়ে অন্য কোনো দলকেই সমর্থন করতে চান না নাসুম, ‘বললাম যারা ভালো খেলবে ওরাই জিতবে। নির্দিষ্টভাবে কাউকে সমর্থন করা বা কারও জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে। কাজেই আমরা এটা নিয়ে এত ভাবছি না। যা হবার তাই হবে।’
সাংবাদিকদের মুখোমুখি নাসুম
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে বাংলাদেশের এখন যা সমীকরণ তাতে নিজেদের হাতে কিছু নেই। সুপার ফোরে যেতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে। আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক আপাতত সব ছেড়ে দিতে চান নিয়তির হাতে।
গতকাল মঙ্গলবার রাতে টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে আছে বাংলাদেশ।
দলকে জেতাতে একাদশে ফেরা নাসুম ১১ রানে ২ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। বুধবার,(১৭ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ দল আবুধাবির পার্ক রোটানা হোটেল থেকে দুপুরে রওনা হয় দুবাইর উদ্দেশে। সেখানে গিয়ে আপাতত কোনো কাজ নেই, কেবল অপেক্ষা আজ পর্যন্ত।
দুবাই যাওয়ার আগে ব্যস্ততার ফাঁকে টিম হোটেলের বাইরে আসেন নাসুম। নিরাপত্তাজনিত কড়াকড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে কড়া রোদের মধ্যে বাইরে আসতে হয় তাকে।
নিজেদের টিকে থাকার সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে নাসুমের আশ্রয় নিয়তিতে। শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে উঠবে বাংলাদেশ।
আফগানিস্তান জিতলে হিসাবে আসবে নেট রানরেট। সেখানে সমীকরণ মিলতে হলে শ্রীলঙ্কার হারতে হবে বড় ব্যবধানে।
এই ম্যাচ নিয়ে আপাতত কোনো চিন্তা করতে চান না নাসুম, ‘যে ভালো খেলবে ওই জিতবে। এসব নিয়ে চিন্তা করছি না। যেটা কপালে আছে ওটাই হবে।’
সমীকরণ মাথায় নিয়ে অন্য কোনো দলকেই সমর্থন করতে চান না নাসুম, ‘বললাম যারা ভালো খেলবে ওরাই জিতবে। নির্দিষ্টভাবে কাউকে সমর্থন করা বা কারও জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেইটা লেখা আছে কপালে ওইটাই হবে। কাজেই আমরা এটা নিয়ে এত ভাবছি না। যা হবার তাই হবে।’