শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দুই অধিনায়ক
এশিয়া কাপ ক্রিকেটের ‘বি’ গ্রুপের বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। এ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলঙ্কার সঙ্গে রানরেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। আবুধাবিতে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে অনেক বড় ম্যাচ। মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে। শ্রীলঙ্কার ম্যাচটি আমাদের সবার জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলবো। সব সময় যেমন জয়ের জন্য মাঠে নামি, কালও একই লক্ষ্য নিয়ে খেলতে নামবো।’
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে- সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলঙ্কা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের অন্য দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে।
‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে কাল শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।
সমীকরণ বলছে- আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেও, লঙ্কানদের সঙ্গে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।
আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে পয়েন্ট সমান ৪ করে হলেও রানরেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রানরেট ২.১৫০, শ্রীলঙ্কার ১.৫৪৬ ও বাংলাদেশের ০.২৭০।
আফগানিস্তানের জয়ে রানরেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলঙ্কাকে।
এছাড়াও শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লঙ্কানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৮ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এরমধ্যে লঙ্কানরা ৫ বার ও আফগানরা ৩ বার জয় পেয়েছে।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দুই অধিনায়ক
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপ ক্রিকেটের ‘বি’ গ্রুপের বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। এ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলঙ্কার সঙ্গে রানরেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। আবুধাবিতে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে অনেক বড় ম্যাচ। মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে করা ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে। শ্রীলঙ্কার ম্যাচটি আমাদের সবার জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলবো। সব সময় যেমন জয়ের জন্য মাঠে নামি, কালও একই লক্ষ্য নিয়ে খেলতে নামবো।’
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে- সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলঙ্কা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের অন্য দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে।
‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে কাল শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।
সমীকরণ বলছে- আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেও, লঙ্কানদের সঙ্গে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।
আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে পয়েন্ট সমান ৪ করে হলেও রানরেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রানরেট ২.১৫০, শ্রীলঙ্কার ১.৫৪৬ ও বাংলাদেশের ০.২৭০।
আফগানিস্তানের জয়ে রানরেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলঙ্কাকে।
এছাড়াও শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লঙ্কানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ৮ বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এরমধ্যে লঙ্কানরা ৫ বার ও আফগানরা ৩ বার জয় পেয়েছে।