আবু ধাবিতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা। ১৭০ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই টপকে যায় চারিথ আসালাঙ্কার দল।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ২০ ওভারে ১৬৯ রান। শেষ ওভারে দুনিথ ওয়েলালাগেকে টানা পাঁচ ছক্কা মেরে দলকে ভরসা জোগান মোহাম্মদ নাবি। ২২ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
জবাবে শুরুতেই দুই উইকেট হারালেও দলকে জয়ের পথে রাখেন কুসাল মেন্ডিস। ৫২ বলে অপরাজিত ৭৪ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ শেষ করে আসেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস, ১৩ বলে অপরাজিত ২৬ রান করেন তিনি।
তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ। আফগানিস্তান ২ পয়েন্টে বাদ পড়ল গ্রুপ পর্ব থেকেই। ম্যাচসেরার পুরস্কার জেতেন শ্রীলঙ্কার কুসাল মেন্ডিস।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৬৯/৮ (গুরবাজ ১৪, সেদিকউল্লাহ ১৮, জানাত ১, ইব্রাহিম ২৪, রাসুলি ৯, ওমারজাই ৬, নাবি ৬০, রাশিদ ২৪, নুর ৬*; থুসারা ৪-০-১৮-৪, চামিরা ৪-০-৫০-১, ওয়েলালাগে ৪-০-৪৯-১, শানাকা ৪-০-২৯-১, হাসারাঙ্গা ৪-০-১৮-০)
শ্রীলঙ্কা: ১৮.৪ ওভারে ১৭১/৪ (নিসাঙ্কা ৬, কুসাল মেন্ডিস ৭৪*, মিশারা ৪, পেরেরা ২৮, আসালাঙ্কা ১৭, কামিন্দু মেন্ডিস ২৬*; ফারুকি ৩-০-৩৮-০, মুজিব ৩.৪-০-৪২-১, ওমারজাই ২-০-১০-১, নাবি ৩-০-২৩-০, রাশিদ ৪-০-২৩-০, নুর ৩-০-৩৭-১)
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
আবু ধাবিতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে উঠল শ্রীলঙ্কা। ১৭০ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখেই টপকে যায় চারিথ আসালাঙ্কার দল।
প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ২০ ওভারে ১৬৯ রান। শেষ ওভারে দুনিথ ওয়েলালাগেকে টানা পাঁচ ছক্কা মেরে দলকে ভরসা জোগান মোহাম্মদ নাবি। ২২ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
জবাবে শুরুতেই দুই উইকেট হারালেও দলকে জয়ের পথে রাখেন কুসাল মেন্ডিস। ৫২ বলে অপরাজিত ৭৪ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ শেষ করে আসেন তিনি। তাকে দারুণ সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস, ১৩ বলে অপরাজিত ২৬ রান করেন তিনি।
তিন ম্যাচে তিন জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ। আফগানিস্তান ২ পয়েন্টে বাদ পড়ল গ্রুপ পর্ব থেকেই। ম্যাচসেরার পুরস্কার জেতেন শ্রীলঙ্কার কুসাল মেন্ডিস।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৬৯/৮ (গুরবাজ ১৪, সেদিকউল্লাহ ১৮, জানাত ১, ইব্রাহিম ২৪, রাসুলি ৯, ওমারজাই ৬, নাবি ৬০, রাশিদ ২৪, নুর ৬*; থুসারা ৪-০-১৮-৪, চামিরা ৪-০-৫০-১, ওয়েলালাগে ৪-০-৪৯-১, শানাকা ৪-০-২৯-১, হাসারাঙ্গা ৪-০-১৮-০)
শ্রীলঙ্কা: ১৮.৪ ওভারে ১৭১/৪ (নিসাঙ্কা ৬, কুসাল মেন্ডিস ৭৪*, মিশারা ৪, পেরেরা ২৮, আসালাঙ্কা ১৭, কামিন্দু মেন্ডিস ২৬*; ফারুকি ৩-০-৩৮-০, মুজিব ৩.৪-০-৪২-১, ওমারজাই ২-০-১০-১, নাবি ৩-০-২৩-০, রাশিদ ৪-০-২৩-০, নুর ৩-০-৩৭-১)
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস