বসুন্ধরা কিংস ৪ মোহামেডান ১
চ্যালেঞ্জ কাপ জয়ের পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের উল্লাস
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঘটনাবহুল এক ম্যাচ জিতে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দ্বিতীয় আসরের শিরোপাও নিজেদের করে নিলো ১০ জনের দলে পরিণত হওয়া কিংস। শুক্রবার,(১৯ সেপ্টেম্বর ২০২৫) জেলা শহরে অনুষ্ঠিত এক ম্যাচের টুর্নামেন্টে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে বুসন্ধরা কিংস। গত বছর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রথম আসরেও তারা শিরোপা জিতেছিল সাদাকালোদের ৩-১ গোলে হারিয়ে। ব্রাজিলিয়ান ডরিয়েলট গোমেজ দুটি ও আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টো একটি এবং নাইজেরিয়ান এমানুয়েল সানডেও একটি গোল করেন। মোহামেডানের হয়ে এক গোল শোধ দেন উজবেকিস্তানের মোজাফফরভ।
এক ম্যাচে কত কিছুই না ঘটল। মাঠ প্রস্তুত না থাকায় ১১ মিনিট দেরিতে খেলা শুরু হয়। ম্যাচে দুটি পেনাল্টি পায় দুই দল। কিংসের সোহেল রানা লালকার্ড দেখেন। মাঠে দর্শকদের সেই স্মোক ফ্লোয়ার ছোঁড়ায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। শেষ ১৮ মিনিটে কিংসের তিন গোল। কুমিল্লার দর্শকরা এমন ঘটনাবহুল এক ম্যাচই দেখলেন।
প্রতিশোধের আগুন জ্বেলেছিলেন মোহামেডানের খেলোয়াড়রা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের গত আসরে দর্শক উচ্ছৃঙ্খলায় দলটি হেরেছিল কিংসের কাছে। এবার মোহামেডানের লক্ষ্য ছিল, সেই হারের প্রতিশোধ নিয়ে নিজেদের ঘরের শোকেজে এই ট্রফিটি যোগ করার। কিন্তু তারা পারলেন না। এ ম্যাচ দিয়ে কিংসের ডাগআউটে অভিষেক হয় আর্জেন্টাইন কোচ মারিও কার্লোস গোমেজের। প্রথম ম্যাচেই প্রথম ট্রফি জেতার সুবাদে দারুণ অভিষেকই হলো এই আর্জেন্টাইন কোচের।
ম্যাচের মাত্র সাত মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ডরিয়েলটনের গোলে এগিয়ে যায় কিংস। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান উজবেকিস্তানের মুজাফফরভ। প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেন কিংসের সোহেল রানা। ৬৩ মিনিটে মাঝমাঠে মিনহাজুল রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন তিনি। এতে ১০ জনের দলে পরিণত হয় কিংস।
মোহামেডান এরপর আর কোনো আক্রমণই করতে পারেনি কিংসের রক্ষণে। উল্টো একজন কম খেলোয়াড় নিয়ে মোহামেডানের ওপর চড়াও হতে থাকে চ্যাম্পিয়নরা। ৬৬ মিনিটে ডরিয়েলটনের হেড গোলকিপার সুজন হোসেন রুখে দিলেও ফিরতি আক্রমণে ঠিকই ব্যবধান বাড়িয়ে নেন কিংসের আরেক ব্রাজিলিয়ান রাফায়েল।
৭৪ মিনিটে আবার গোল কিংসের। ডরিয়েলটনের বাড়ানো বলে গোল করেন গত মৌসুমে মোহামেডানের জার্সিতে দুর্দান্ত খেলা এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে ডরিয়েলটন নিজেদের দ্বিতীয় গোল করলে কিংস এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।
৮০ মিনিটে মোহামেডান সমর্থকরা মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে কিছু সময় খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত গোল আর বাড়েনি। ১০ জনের দল নিয়ে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে নেয় কিংস।
ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টো।
বসুন্ধরা কিংস ৪ মোহামেডান ১
চ্যালেঞ্জ কাপ জয়ের পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের উল্লাস
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঘটনাবহুল এক ম্যাচ জিতে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ দ্বিতীয় আসরের শিরোপাও নিজেদের করে নিলো ১০ জনের দলে পরিণত হওয়া কিংস। শুক্রবার,(১৯ সেপ্টেম্বর ২০২৫) জেলা শহরে অনুষ্ঠিত এক ম্যাচের টুর্নামেন্টে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে বুসন্ধরা কিংস। গত বছর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত প্রথম আসরেও তারা শিরোপা জিতেছিল সাদাকালোদের ৩-১ গোলে হারিয়ে। ব্রাজিলিয়ান ডরিয়েলট গোমেজ দুটি ও আরেক ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টো একটি এবং নাইজেরিয়ান এমানুয়েল সানডেও একটি গোল করেন। মোহামেডানের হয়ে এক গোল শোধ দেন উজবেকিস্তানের মোজাফফরভ।
এক ম্যাচে কত কিছুই না ঘটল। মাঠ প্রস্তুত না থাকায় ১১ মিনিট দেরিতে খেলা শুরু হয়। ম্যাচে দুটি পেনাল্টি পায় দুই দল। কিংসের সোহেল রানা লালকার্ড দেখেন। মাঠে দর্শকদের সেই স্মোক ফ্লোয়ার ছোঁড়ায় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। শেষ ১৮ মিনিটে কিংসের তিন গোল। কুমিল্লার দর্শকরা এমন ঘটনাবহুল এক ম্যাচই দেখলেন।
প্রতিশোধের আগুন জ্বেলেছিলেন মোহামেডানের খেলোয়াড়রা। মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের গত আসরে দর্শক উচ্ছৃঙ্খলায় দলটি হেরেছিল কিংসের কাছে। এবার মোহামেডানের লক্ষ্য ছিল, সেই হারের প্রতিশোধ নিয়ে নিজেদের ঘরের শোকেজে এই ট্রফিটি যোগ করার। কিন্তু তারা পারলেন না। এ ম্যাচ দিয়ে কিংসের ডাগআউটে অভিষেক হয় আর্জেন্টাইন কোচ মারিও কার্লোস গোমেজের। প্রথম ম্যাচেই প্রথম ট্রফি জেতার সুবাদে দারুণ অভিষেকই হলো এই আর্জেন্টাইন কোচের।
ম্যাচের মাত্র সাত মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান ডরিয়েলটনের গোলে এগিয়ে যায় কিংস। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মোহামেডানকে সমতায় ফেরান উজবেকিস্তানের মুজাফফরভ। প্রথমার্ধেই হলুদ কার্ড দেখেন কিংসের সোহেল রানা। ৬৩ মিনিটে মাঝমাঠে মিনহাজুল রাকিবকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন তিনি। এতে ১০ জনের দলে পরিণত হয় কিংস।
মোহামেডান এরপর আর কোনো আক্রমণই করতে পারেনি কিংসের রক্ষণে। উল্টো একজন কম খেলোয়াড় নিয়ে মোহামেডানের ওপর চড়াও হতে থাকে চ্যাম্পিয়নরা। ৬৬ মিনিটে ডরিয়েলটনের হেড গোলকিপার সুজন হোসেন রুখে দিলেও ফিরতি আক্রমণে ঠিকই ব্যবধান বাড়িয়ে নেন কিংসের আরেক ব্রাজিলিয়ান রাফায়েল।
৭৪ মিনিটে আবার গোল কিংসের। ডরিয়েলটনের বাড়ানো বলে গোল করেন গত মৌসুমে মোহামেডানের জার্সিতে দুর্দান্ত খেলা এমানুয়েল সানডে। ৮৬ মিনিটে ডরিয়েলটন নিজেদের দ্বিতীয় গোল করলে কিংস এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।
৮০ মিনিটে মোহামেডান সমর্থকরা মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করলে কিছু সময় খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত গোল আর বাড়েনি। ১০ জনের দল নিয়ে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে নেয় কিংস।
ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্টো।