সাথিরা জাকির জেসি
নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পুরো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন শুধু নারীরা। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের সাথিরা জাকির জেসিকে। সবমিলিয়ে বিশ্বকাপের নয়টি ম্যাচের আম্পায়ার্স প্যানেলে তাকে রাখা হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জেসি অবশ্য মাঠে থাকবেন না। তিনি দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। মাঠের আম্পায়ার হিসেবে তাকে কাজ করতে দেখা যাবে পাঁচটি ম্যাচে, গুয়াহাটিতেই ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৬ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১৫ অক্টোবর কলম্বোতে ইংল্যান্ড-পাকিস্তান ও ২৬ অক্টোবর বিশাখাপত্তনমে ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াইয়ে।
উদ্বোধনী ম্যাচের পর চতুর্থ আম্পায়ার হিসেবে জেসি দায়িত্ব পালন করবেন ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে। আর টিভি আম্পায়ারের ভূমিকায় তাকে দেখা যাবে ১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড ও ২৩ অক্টোবর মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ড লড়াইয়ে।
জেসি হতে যাচ্ছেন নতুন একটি অর্জনের অধিকারী। যে কোনো সংস্করণের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার তিনি। গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন। এরপর নারী এশিয়া কাপ, অনূর্ধ-১৯ নারী এশিয়া কাপ ও অনূর্ধ-১৯ নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি। কিছুদিন আগে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটেও ম্যাচ পরিচালনা করেছেন।
আগামী সেপ্টেম্বর-নভেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টে ৩৩ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশসহ মোট আটটি দল বিশ্বসেরার মুকুট জয়ের লড়াইয়ে নামবে।
সাথিরা জাকির জেসি
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম পুরো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন শুধু নারীরা। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের সাথিরা জাকির জেসিকে। সবমিলিয়ে বিশ্বকাপের নয়টি ম্যাচের আম্পায়ার্স প্যানেলে তাকে রাখা হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জেসি অবশ্য মাঠে থাকবেন না। তিনি দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। মাঠের আম্পায়ার হিসেবে তাকে কাজ করতে দেখা যাবে পাঁচটি ম্যাচে, গুয়াহাটিতেই ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৬ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১৫ অক্টোবর কলম্বোতে ইংল্যান্ড-পাকিস্তান ও ২৬ অক্টোবর বিশাখাপত্তনমে ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াইয়ে।
উদ্বোধনী ম্যাচের পর চতুর্থ আম্পায়ার হিসেবে জেসি দায়িত্ব পালন করবেন ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে। আর টিভি আম্পায়ারের ভূমিকায় তাকে দেখা যাবে ১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড ও ২৩ অক্টোবর মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ড লড়াইয়ে।
জেসি হতে যাচ্ছেন নতুন একটি অর্জনের অধিকারী। যে কোনো সংস্করণের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার তিনি। গত বছর আইসিসি ডেভেলপমেন্ট প্যানেলে আম্পায়ার হিসেবে তালিকাভুক্ত হন। এরপর নারী এশিয়া কাপ, অনূর্ধ-১৯ নারী এশিয়া কাপ ও অনূর্ধ-১৯ নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি। কিছুদিন আগে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটেও ম্যাচ পরিচালনা করেছেন।
আগামী সেপ্টেম্বর-নভেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টে ৩৩ দিনে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশসহ মোট আটটি দল বিশ্বসেরার মুকুট জয়ের লড়াইয়ে নামবে।