এশিয়া কাপের চলমান আসরে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া ভারত। গ্রুপ পর্বে ভারতের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। রোববার দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে রাত সাড়ে আটটায়।
এবারের আসরে গত সপ্তাহে গ্রুপ পর্বে একই মাঠে মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচ জয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এই নিয়ে ক্রিকেট অঙ্গনে বির্তক তুঙ্গে। সেই ম্যাচ থেকে এই সংকট শুরু।
হাত না মেলানোর বির্তকের মাঝেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের। ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় তারা।
১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
স্বাগতিক আরব আমিরাতের পর পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের পথ পরিষ্কার করে ভারত। তবে ভারতের কাছে হেরে যাওয়ায় সুপার ফোর নিয়ে চিন্তায় পড়ে ওমানকে হারিয়ে এশিয়া কাপ শুরু করা পাকিস্তান। শেষ পর্যন্ত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে নাম লেখায় পাকিস্তান।
গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি সুপার ফোরের শুরুটা ভালোভাবে করতে চায় পাকিস্তান। ব্যাটার ফখর জামান বলেছেন, ‘গ্রুপ পর্বে আমরা ভারতের কাছে হেরেছি। এবার আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। সুপার ফোরের শুরুটা ভালোভাবে করতে চাই আমরা। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ।’
গ্রুপ পর্বে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ফখর জামান। ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৯০ রান করেছেন তিনি। এরপর আছেন মোহাম্মদ হারিস। ১টি অর্ধশতকে ৩ ইনিংসে ৮৭ রান করেন এই ডানহাতি ব্যাটার।
বোলারদের মধ্যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ওপেনার ও স্পিনার সাইম আইয়ুব। ৩ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে ভারতের বিপক্ষেই ৩ উইকেট শিকার করেছিলেন সাইম। কিন্তু তিন ম্যাচের সবগুলোতেই শূন্য হাতে সাজঘরে ফিরে অনাকাক্সিক্ষত রেকর্ডের মালিক হয়েছেন সাইম।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার ফোরে ওঠে ভারত। গতরাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে তারা। গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার ফোরে অব্যাহত রাখার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটার সঞ্জু স্যামসন। ওমানের বিপক্ষে ম্যাচ সেরা হওয়া স্যামসন বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই পারফরমেন্স অব্যাহত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পাকিস্তান ভালো ও শক্তিশালী দল। তাই আমাদের সর্তক থাকতে হবে এবং মাঠের ক্রিকেটে ফোকাস করতে হবে।’
গ্রুপ পর্বে রান বিবেচনায় ভারতের সেরা ব্যাটার অভিষেক শর্মা। ৩ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান তিলক ভার্মার। তার ব্যাট থেকে এসেছে ৬০ রান।
বোলিংয়ে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। ৩ ইনিংসে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে শীর্ষে আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকি।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ২০ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ভারতের জয় ১১ বার ও পাকিস্তানের ৬ বার। ৩ ম্যাচ পরিত্যক্ত হয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে সব মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারত ১০ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত।
আবার সংবাদ সম্মেলন
বাতিল পাকিস্তানের:
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করেছে সালমান আলীর দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তান দলের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফের সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। একই সময়ে আইসিসি অ্যাকাডেমিতে তিন ঘণ্টার অনুশীলনও নির্ধারিত ছিল। অনুশীলন হলেও সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
এ নিয়ে পরপর দুই ম্যাচে সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। আগের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে নামার আগেও সংবাদ সম্মেলনে আসেনি তারা। তখনই চলছিল রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্ক।
এদিকে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন সেই পাইক্রফটই। আগের বিতর্কের সূত্রপাত হয়েছিল টসের পর সালমান আলী আগাকে করমর্দন করতে ‘না’ করাকে কেন্দ্র করে। পাইক্রফট পাকিস্তান অধিনায়ককে জানিয়েছিলেন, ভারতের অধিনায়ক সুরিয়া কুমার যাদবের সঙ্গে করমর্দন হবে না। পাকিস্তান বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হিসেবে ধরে নিয়ে তার ‘অবিলম্বে অপসারণ’ দাবি করেছিল।
পরে অবশ্য আইসিসির মধ্যস্থতায় পাকিস্তানের কোচ, অধিনায়ক, টিম ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারের সঙ্গে বৈঠকে দুঃখ প্রকাশ করেন পাইক্রফট। সেই বৈঠকের পর ঘটনাটি অনেকটাই শান্ত হয়ে আসে।
শনিবার সংবাদ সম্মেলন করেনি ভারতও। তবে এশিয়া কাপে একদিন বিরতির পর মাঠে নামা দলগুলোর জন্য যেমনটা নিয়ম হয়ে গেছে, তেমনই তারা আগেভাগেই এই আনুষ্ঠানিকতা সেরেছে।
গত শুক্রবার ওমানের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তান লড়াই ঘিরে মিডিয়ার সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেন ভারতের অধিনায়ক সুরিয়া কুমার যাদব।
খেলা শেষে সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকর প্রশ্নের জবাবে সুরিয়া কুমার বলেন, ‘সুপার ফোরের জন্য তৈরি।’ আলাদা করে পাকিস্তান ম্যাচের কথা বলে স্পষ্ট করে দেন যে, পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন তারা।
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপের চলমান আসরে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া ভারত। গ্রুপ পর্বে ভারতের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। রোববার দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই শুরু হবে রাত সাড়ে আটটায়।
এবারের আসরে গত সপ্তাহে গ্রুপ পর্বে একই মাঠে মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচ জয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এই নিয়ে ক্রিকেট অঙ্গনে বির্তক তুঙ্গে। সেই ম্যাচ থেকে এই সংকট শুরু।
হাত না মেলানোর বির্তকের মাঝেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে পাকিস্তানের ব্যাটারদের। ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় তারা।
১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
স্বাগতিক আরব আমিরাতের পর পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের পথ পরিষ্কার করে ভারত। তবে ভারতের কাছে হেরে যাওয়ায় সুপার ফোর নিয়ে চিন্তায় পড়ে ওমানকে হারিয়ে এশিয়া কাপ শুরু করা পাকিস্তান। শেষ পর্যন্ত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে নাম লেখায় পাকিস্তান।
গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি সুপার ফোরের শুরুটা ভালোভাবে করতে চায় পাকিস্তান। ব্যাটার ফখর জামান বলেছেন, ‘গ্রুপ পর্বে আমরা ভারতের কাছে হেরেছি। এবার আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। সুপার ফোরের শুরুটা ভালোভাবে করতে চাই আমরা। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ।’
গ্রুপ পর্বে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ফখর জামান। ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৯০ রান করেছেন তিনি। এরপর আছেন মোহাম্মদ হারিস। ১টি অর্ধশতকে ৩ ইনিংসে ৮৭ রান করেন এই ডানহাতি ব্যাটার।
বোলারদের মধ্যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ওপেনার ও স্পিনার সাইম আইয়ুব। ৩ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে ভারতের বিপক্ষেই ৩ উইকেট শিকার করেছিলেন সাইম। কিন্তু তিন ম্যাচের সবগুলোতেই শূন্য হাতে সাজঘরে ফিরে অনাকাক্সিক্ষত রেকর্ডের মালিক হয়েছেন সাইম।
গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার ফোরে ওঠে ভারত। গতরাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে তারা। গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার ফোরে অব্যাহত রাখার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটার সঞ্জু স্যামসন। ওমানের বিপক্ষে ম্যাচ সেরা হওয়া স্যামসন বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই পারফরমেন্স অব্যাহত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পাকিস্তান ভালো ও শক্তিশালী দল। তাই আমাদের সর্তক থাকতে হবে এবং মাঠের ক্রিকেটে ফোকাস করতে হবে।’
গ্রুপ পর্বে রান বিবেচনায় ভারতের সেরা ব্যাটার অভিষেক শর্মা। ৩ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান তিলক ভার্মার। তার ব্যাট থেকে এসেছে ৬০ রান।
বোলিংয়ে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। ৩ ইনিংসে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে শীর্ষে আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকি।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ২০ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ভারতের জয় ১১ বার ও পাকিস্তানের ৬ বার। ৩ ম্যাচ পরিত্যক্ত হয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে সব মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারত ১০ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত।
আবার সংবাদ সম্মেলন
বাতিল পাকিস্তানের:
ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করেছে সালমান আলীর দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি অনুযায়ী শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তান দলের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফের সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। একই সময়ে আইসিসি অ্যাকাডেমিতে তিন ঘণ্টার অনুশীলনও নির্ধারিত ছিল। অনুশীলন হলেও সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
এ নিয়ে পরপর দুই ম্যাচে সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান। আগের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে নামার আগেও সংবাদ সম্মেলনে আসেনি তারা। তখনই চলছিল রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে বিতর্ক।
এদিকে ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন সেই পাইক্রফটই। আগের বিতর্কের সূত্রপাত হয়েছিল টসের পর সালমান আলী আগাকে করমর্দন করতে ‘না’ করাকে কেন্দ্র করে। পাইক্রফট পাকিস্তান অধিনায়ককে জানিয়েছিলেন, ভারতের অধিনায়ক সুরিয়া কুমার যাদবের সঙ্গে করমর্দন হবে না। পাকিস্তান বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হিসেবে ধরে নিয়ে তার ‘অবিলম্বে অপসারণ’ দাবি করেছিল।
পরে অবশ্য আইসিসির মধ্যস্থতায় পাকিস্তানের কোচ, অধিনায়ক, টিম ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারের সঙ্গে বৈঠকে দুঃখ প্রকাশ করেন পাইক্রফট। সেই বৈঠকের পর ঘটনাটি অনেকটাই শান্ত হয়ে আসে।
শনিবার সংবাদ সম্মেলন করেনি ভারতও। তবে এশিয়া কাপে একদিন বিরতির পর মাঠে নামা দলগুলোর জন্য যেমনটা নিয়ম হয়ে গেছে, তেমনই তারা আগেভাগেই এই আনুষ্ঠানিকতা সেরেছে।
গত শুক্রবার ওমানের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তান লড়াই ঘিরে মিডিয়ার সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেন ভারতের অধিনায়ক সুরিয়া কুমার যাদব।
খেলা শেষে সঞ্চালক সঞ্জয় মাঞ্জরেকর প্রশ্নের জবাবে সুরিয়া কুমার বলেন, ‘সুপার ফোরের জন্য তৈরি।’ আলাদা করে পাকিস্তান ম্যাচের কথা বলে স্পষ্ট করে দেন যে, পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন তারা।