মেজর লিগ সকারে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। নিজে করলেন দুটি গোল, বানালেন আরও একটি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ডি.সি. ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে প্লেঅফের আরও কাছে পৌঁছে গেল ইন্টার মায়ামি।
ম্যাচের ৩৫তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করেন তাদেও আইয়েন্দে। বিরতির পর ৬৬তম মিনিটে জর্দি আলবার পাস থেকে মেসির প্রথম গোল। একটু পরই পেনাল্টি পেলেও নিজে না নিয়ে তরুণ মাতেও সিলভেতিকে সুযোগ দেন তিনি। তবে শট ফেরত আসে ক্রসবারে লেগে।
৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে একটি গোল শোধ করে ইউনাইটেড। তবে জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
এই ম্যাচে ২২ ম্যাচে ২২ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। পেছনে ফেলেছেন ন্যাশভিলের স্যাম সারিজকে, যার গোল ২১টি।
অধিনায়কের জোড়া গোল ও দুর্দান্ত পারফরম্যান্সে লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
মেজর লিগ সকারে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। নিজে করলেন দুটি গোল, বানালেন আরও একটি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ডি.সি. ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে প্লেঅফের আরও কাছে পৌঁছে গেল ইন্টার মায়ামি।
ম্যাচের ৩৫তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে গোল করেন তাদেও আইয়েন্দে। বিরতির পর ৬৬তম মিনিটে জর্দি আলবার পাস থেকে মেসির প্রথম গোল। একটু পরই পেনাল্টি পেলেও নিজে না নিয়ে তরুণ মাতেও সিলভেতিকে সুযোগ দেন তিনি। তবে শট ফেরত আসে ক্রসবারে লেগে।
৮৫তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে একটি গোল শোধ করে ইউনাইটেড। তবে জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
এই ম্যাচে ২২ ম্যাচে ২২ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। পেছনে ফেলেছেন ন্যাশভিলের স্যাম সারিজকে, যার গোল ২১টি।
অধিনায়কের জোড়া গোল ও দুর্দান্ত পারফরম্যান্সে লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।