আবারও ভারতের দাপটের সামনে অসহায় পাকিস্তান। গতকাল রোববার দুবাইয়ে এশিয়া কাপ সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ উইকেটে হেরেছে দলটি। এমন পরাজয়ের পর হতাশা চেপে রাখতে পারলেন না কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
পোস্ট-ম্যাচ শোতে খোলাখুলিই বলেন আকরাম, ‘আমি মনের কথা বলব, পাকিস্তানকে দেখা কঠিন হয়ে যাচ্ছে। হার-জিতটা খেলার অংশ, কিন্তু গত চার-পাঁচ বছর ধরে ভারত সব দিকেই আমাদের ছাপিয়ে যাচ্ছে। এক-দু’বার হয়তো জিতেছি, কিন্তু ভারতের গভীরতা, প্রতিভা, সবকিছুই অসাধারণ। ১০ ওভারে ৯১ রান করার পরও যদি ২০০-তে পৌঁছানো না যায়, তাহলে বলার কিছু নেই।’
প্রথম ১০ ওভারে সাহিবজাদা ফারহান ও ফখর জামান যোগ করেন ৯১ রান। ফখর আউট হন বিতর্কিত থার্ড-আম্পায়ার কলে, আর ফারহান তুলে নেন অর্ধশতক। কিন্তু এরপর থেকে ছন্দ হারিয়ে পাকিস্তান থেমে যায় ১৭১ রানে।
১৯তম ওভারে মোহাম্মদ নওয়াজের অলস ভঙ্গিতে রান আউট হয়ে যাওয়া দেখে ধারাভাষ্যে আকরাম নিজেও হয়ে যান ‘অবাক ও নির্বাক।’
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা (৭৪) ও শুবমান গিল ঝড় তুললেন শুরুতেই। মাত্র ৫৯ বলে জুটল ১০৫ রান। পরের দিকে কয়েকটি উইকেট পড়লেও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এটি ছিল আট দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিতীয় জয়। নিয়মিত ব্যর্থতায় দুই দলের ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠছে, এই নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন আকরাম, ‘ভারতকে থামাতে না পারলে আমাদের আর এগোনো সম্ভব নয়।’
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
আবারও ভারতের দাপটের সামনে অসহায় পাকিস্তান। গতকাল রোববার দুবাইয়ে এশিয়া কাপ সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৬ উইকেটে হেরেছে দলটি। এমন পরাজয়ের পর হতাশা চেপে রাখতে পারলেন না কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
পোস্ট-ম্যাচ শোতে খোলাখুলিই বলেন আকরাম, ‘আমি মনের কথা বলব, পাকিস্তানকে দেখা কঠিন হয়ে যাচ্ছে। হার-জিতটা খেলার অংশ, কিন্তু গত চার-পাঁচ বছর ধরে ভারত সব দিকেই আমাদের ছাপিয়ে যাচ্ছে। এক-দু’বার হয়তো জিতেছি, কিন্তু ভারতের গভীরতা, প্রতিভা, সবকিছুই অসাধারণ। ১০ ওভারে ৯১ রান করার পরও যদি ২০০-তে পৌঁছানো না যায়, তাহলে বলার কিছু নেই।’
প্রথম ১০ ওভারে সাহিবজাদা ফারহান ও ফখর জামান যোগ করেন ৯১ রান। ফখর আউট হন বিতর্কিত থার্ড-আম্পায়ার কলে, আর ফারহান তুলে নেন অর্ধশতক। কিন্তু এরপর থেকে ছন্দ হারিয়ে পাকিস্তান থেমে যায় ১৭১ রানে।
১৯তম ওভারে মোহাম্মদ নওয়াজের অলস ভঙ্গিতে রান আউট হয়ে যাওয়া দেখে ধারাভাষ্যে আকরাম নিজেও হয়ে যান ‘অবাক ও নির্বাক।’
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা (৭৪) ও শুবমান গিল ঝড় তুললেন শুরুতেই। মাত্র ৫৯ বলে জুটল ১০৫ রান। পরের দিকে কয়েকটি উইকেট পড়লেও সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এটি ছিল আট দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিতীয় জয়। নিয়মিত ব্যর্থতায় দুই দলের ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠছে, এই নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন আকরাম, ‘ভারতকে থামাতে না পারলে আমাদের আর এগোনো সম্ভব নয়।’