এশিয়ান কাপ বাছাই ফুটবল
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ম্যাচ ঢাকায় হবে আগামী ৯ অক্টোবর। সেই ম্যাচের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করতে যাচ্ছে বাফুফে। এবার কুইকেট নামের প্রতিষ্ঠান টিকেট বিক্রির দায়িত্ব পেয়েছে।
বুধবার,(২৪ সেপ্টেম্বর ২০২৫) বাফুফে ভবনে সভা শেষে চেয়ারম্যান গোলাম গাউসকে পাশে রেখে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এরমধ্যে সর্বনিম্ন দর ও মানের বিবেচনায় কুইকেটকে টিকেটিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তারা এক সঙ্গে এক লাখ লগইন লোড নিতে পারবে। টিকেটিং কার্যক্রমে কোনো বিঘ্নিত হলে তারা বাফুফেকে জরিমানা হিসেবে ১০ লাখ টাকা প্রদান করবে। এমন শর্তেই তারা কাজ করতে রাজি হয়েছে। বাফুফে ফেইসবুক পেইজে নির্ধারিত সময়ের আগেই টিকেট সংগ্রহের নির্দেশনা থাকবে।’
আগের মতো এই ম্যাচেও একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকেট সংগ্রহ করতে পারবে। গ্যালারি টিকেটের মূল্য আগের মতোই ৪০০ টাকা রয়েছে।
এশিয়ান কাপ বাছাই ফুটবল
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-হংকং ম্যাচ ঢাকায় হবে আগামী ৯ অক্টোবর। সেই ম্যাচের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে টিকেট বিক্রি শুরু করতে যাচ্ছে বাফুফে। এবার কুইকেট নামের প্রতিষ্ঠান টিকেট বিক্রির দায়িত্ব পেয়েছে।
বুধবার,(২৪ সেপ্টেম্বর ২০২৫) বাফুফে ভবনে সভা শেষে চেয়ারম্যান গোলাম গাউসকে পাশে রেখে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল। এরমধ্যে সর্বনিম্ন দর ও মানের বিবেচনায় কুইকেটকে টিকেটিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তারা এক সঙ্গে এক লাখ লগইন লোড নিতে পারবে। টিকেটিং কার্যক্রমে কোনো বিঘ্নিত হলে তারা বাফুফেকে জরিমানা হিসেবে ১০ লাখ টাকা প্রদান করবে। এমন শর্তেই তারা কাজ করতে রাজি হয়েছে। বাফুফে ফেইসবুক পেইজে নির্ধারিত সময়ের আগেই টিকেট সংগ্রহের নির্দেশনা থাকবে।’
আগের মতো এই ম্যাচেও একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকেট সংগ্রহ করতে পারবে। গ্যালারি টিকেটের মূল্য আগের মতোই ৪০০ টাকা রয়েছে।