বাটলারের অধীনে অনুশীলনে মেয়েরা
বাংলাদেশ নারী ফুটবলে একের পর এক সাফল্য এনে দেয়া ব্রিটিশ কোচ পিটার বাটলার এবার দৃষ্টি দিয়েছেন অনূর্ধ্ব-১৭ দলের দিকে। জাতীয় নারী দল এবং অনূর্ধ্ব-২০ দলকে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে তুলেছেন তিনি। এবার আগামী মাসে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বেও দলকে পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছেন বাটলার।
যুক্তরাজ্যে একমাসের ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন বাটলার। গত রোববার থেকেই মাঠে নেমে গেছেন তিনি। যদিও প্রশিক্ষণ সুবিধা ও মাঠের মান নিয়ে সন্তুষ্ট নন, তার মতে ‘বাফুফের মানদ- আমার মানদ- থেকে অনেক ভিন্ন।’
আগে পরিকল্পনা ছিল সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর হাতে সাফ অনূর্ধ্ব-১৭ অভিযানের দায়িত্ব তুলে দেয়ার। কিন্তু সেই টুর্নামেন্টে দল দ্বিতীয় হয়ে শেষ করায় হতাশা ছিল স্পষ্ট। এবার বাটলার নিজেই ঘনিষ্ঠভাবে অনূর্ধ্ব-১৭ দলকে পর্যবেক্ষণ করছেন। তার ভাষায়, ‘ওদের মধ্যে অনেক প্রতিভা আছে, সাফে খারাপ করলেও সম্ভাবনা দারুণ।’
সাফে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও শেষ ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ভুটানের সঙ্গে ড্র করে আসলেই সুযোগ নষ্ট হয়। তবু সৌরভী আকন্দ প্রীতি, আলপি আক্তার, মামনি চাকমা ও পূর্ণিমা মারমার মতো তরুণীরা নজর কেড়েছেন সবার। বাটলারের বিশ্বাস, সঠিক পরিকল্পনা আর যত্ন পেলে এদের ভবিষ্যৎ উজ্জ্বল।
বর্তমানে তিনি একসঙ্গে তিনটি গ্রুপের দায়িত্ব সামলাচ্ছেন। অনূর্ধ্ব-২০ ও সিনিয়র মিলে ৩১ জন খেলোয়াড়কে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, একই সঙ্গে অনূর্ধ্ব-১৭ দলের ২৭ জন খেলোয়াড়কেও নজরে রাখছেন। আগামী অক্টোবরের ২৫ ও ২৮ তারিখে থাইল্যান্ডে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল, এছাড়া নভেম্বরে দেশে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও আছে। সামনে ব্যস্ত সূচি থাকলেও অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নেয়ার স্বপ্ন ছাড়ছেন না বাটলার। কারণ আগামী ১৩-১৭ অক্টোবর জর্ডানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব। গ্রুপ ‘এইচ’ এ বাংলাদেশের প্রতিপক্ষ চীনা তাইপেই ও স্বাগতিক জর্ডান। কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই উঠবে আগামী বছরের মূল পর্বে, যা বসবে চীনে।
বাটলার বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নিতে চাই, তবে থাইল্যান্ডের ম্যাচগুলোর ওপর নির্ভর করছে বিষয়টা। সম্ভব হলে আমি যাব। চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছি, সিদ্ধান্ত তার।’
বাটলারের অধীনে অনুশীলনে মেয়েরা
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ নারী ফুটবলে একের পর এক সাফল্য এনে দেয়া ব্রিটিশ কোচ পিটার বাটলার এবার দৃষ্টি দিয়েছেন অনূর্ধ্ব-১৭ দলের দিকে। জাতীয় নারী দল এবং অনূর্ধ্ব-২০ দলকে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে তুলেছেন তিনি। এবার আগামী মাসে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বেও দলকে পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছেন বাটলার।
যুক্তরাজ্যে একমাসের ছুটি কাটিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন বাটলার। গত রোববার থেকেই মাঠে নেমে গেছেন তিনি। যদিও প্রশিক্ষণ সুবিধা ও মাঠের মান নিয়ে সন্তুষ্ট নন, তার মতে ‘বাফুফের মানদ- আমার মানদ- থেকে অনেক ভিন্ন।’
আগে পরিকল্পনা ছিল সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর হাতে সাফ অনূর্ধ্ব-১৭ অভিযানের দায়িত্ব তুলে দেয়ার। কিন্তু সেই টুর্নামেন্টে দল দ্বিতীয় হয়ে শেষ করায় হতাশা ছিল স্পষ্ট। এবার বাটলার নিজেই ঘনিষ্ঠভাবে অনূর্ধ্ব-১৭ দলকে পর্যবেক্ষণ করছেন। তার ভাষায়, ‘ওদের মধ্যে অনেক প্রতিভা আছে, সাফে খারাপ করলেও সম্ভাবনা দারুণ।’
সাফে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও শেষ ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ভুটানের সঙ্গে ড্র করে আসলেই সুযোগ নষ্ট হয়। তবু সৌরভী আকন্দ প্রীতি, আলপি আক্তার, মামনি চাকমা ও পূর্ণিমা মারমার মতো তরুণীরা নজর কেড়েছেন সবার। বাটলারের বিশ্বাস, সঠিক পরিকল্পনা আর যত্ন পেলে এদের ভবিষ্যৎ উজ্জ্বল।
বর্তমানে তিনি একসঙ্গে তিনটি গ্রুপের দায়িত্ব সামলাচ্ছেন। অনূর্ধ্ব-২০ ও সিনিয়র মিলে ৩১ জন খেলোয়াড়কে নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, একই সঙ্গে অনূর্ধ্ব-১৭ দলের ২৭ জন খেলোয়াড়কেও নজরে রাখছেন। আগামী অক্টোবরের ২৫ ও ২৮ তারিখে থাইল্যান্ডে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল, এছাড়া নভেম্বরে দেশে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনাও আছে। সামনে ব্যস্ত সূচি থাকলেও অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নেয়ার স্বপ্ন ছাড়ছেন না বাটলার। কারণ আগামী ১৩-১৭ অক্টোবর জর্ডানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব। গ্রুপ ‘এইচ’ এ বাংলাদেশের প্রতিপক্ষ চীনা তাইপেই ও স্বাগতিক জর্ডান। কেবল গ্রুপ চ্যাম্পিয়নরাই উঠবে আগামী বছরের মূল পর্বে, যা বসবে চীনে।
বাটলার বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নিতে চাই, তবে থাইল্যান্ডের ম্যাচগুলোর ওপর নির্ভর করছে বিষয়টা। সম্ভব হলে আমি যাব। চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছি, সিদ্ধান্ত তার।’