চলতি এশিয়া কাপে পাঁচ ম্যাচ মিলিয়ে পাওয়ার প্লে-তে ১২ ছক্কা মেরেছেন ভারতের অভিষেক শর্মা। সব মিলিয়ে ১৭ ছক্কা মেরেছেন তিনি। পাশাপাশি ২৩ চারও মেরেছেন এই বাঁহাতি ওপেনার। অভিষেকের পর দ্বিতীয় সর্বাধিক ছক্কা বাংলাদেশের ওপেনার সাইফ হাসানের। ১০ ছক্কা মেরেছেন তিনি। ৮ ছক্কা মেরে তিন নম্বরে পাকিস্তানের সাহিবজাদা ফারহান।
এশিয়া কাপে পাওয়ার প্লে-তে কোনো ক্রিকেটার তো ছাড়, কোনো দলও অভিষেকের থেকে বেশি ছক্কা মারতে পারেনি। অভিষেকের সমান ছক্কা পাওয়ার প্লে-তে মেরেছে শ্রীলঙ্কা। অর্থাৎ, শ্রীলঙ্কার সবাই মিলিয়ে পাওয়ার প্লে-তে ১২ ছক্কা মেরেছেন। পাকিস্তান ও বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছেন অভিষেক। দুই দলই পাওয়ার প্লে-তে ৭ করে ছক্কা মেরেছে। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান পাওয়ার প্লে-তে মেরেছে ২টি করে ছক্কা। হংকং মেরেছে ১ ছক্কা। অর্থাৎ আফগানিস্তান, আমিরাত, ওমান ও হংকং পাওয়ার প্লে-তে মোট ৭ ছক্কা মেরেছে। চার দলের মিলিত ছক্কার থেকে বেশি মেরেছেন অভিষেক।
এশিয়া কাপে এখনও পর্যন্ত সর্বাধিক রান অভিষেকের। পাঁচ ম্যাচে ২৪৮ রান করেছেন তিনি। ৪৯.৬০ গড় ও ২০৬.৬৬ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। পাঁচ ম্যাচে দু’টি অর্ধশতরান করেছেন। রানের নিরিখেও দ্বিতীয় স্থানে বাংলাদেশের সাইফ হাসান। এই টাইগার ব্যাটার করেছেন ১৬০ রান। ১৫৬ রান করে তিন নম্বরে পাকিস্তানের ফারহান।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
চলতি এশিয়া কাপে পাঁচ ম্যাচ মিলিয়ে পাওয়ার প্লে-তে ১২ ছক্কা মেরেছেন ভারতের অভিষেক শর্মা। সব মিলিয়ে ১৭ ছক্কা মেরেছেন তিনি। পাশাপাশি ২৩ চারও মেরেছেন এই বাঁহাতি ওপেনার। অভিষেকের পর দ্বিতীয় সর্বাধিক ছক্কা বাংলাদেশের ওপেনার সাইফ হাসানের। ১০ ছক্কা মেরেছেন তিনি। ৮ ছক্কা মেরে তিন নম্বরে পাকিস্তানের সাহিবজাদা ফারহান।
এশিয়া কাপে পাওয়ার প্লে-তে কোনো ক্রিকেটার তো ছাড়, কোনো দলও অভিষেকের থেকে বেশি ছক্কা মারতে পারেনি। অভিষেকের সমান ছক্কা পাওয়ার প্লে-তে মেরেছে শ্রীলঙ্কা। অর্থাৎ, শ্রীলঙ্কার সবাই মিলিয়ে পাওয়ার প্লে-তে ১২ ছক্কা মেরেছেন। পাকিস্তান ও বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছেন অভিষেক। দুই দলই পাওয়ার প্লে-তে ৭ করে ছক্কা মেরেছে। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান পাওয়ার প্লে-তে মেরেছে ২টি করে ছক্কা। হংকং মেরেছে ১ ছক্কা। অর্থাৎ আফগানিস্তান, আমিরাত, ওমান ও হংকং পাওয়ার প্লে-তে মোট ৭ ছক্কা মেরেছে। চার দলের মিলিত ছক্কার থেকে বেশি মেরেছেন অভিষেক।
এশিয়া কাপে এখনও পর্যন্ত সর্বাধিক রান অভিষেকের। পাঁচ ম্যাচে ২৪৮ রান করেছেন তিনি। ৪৯.৬০ গড় ও ২০৬.৬৬ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। পাঁচ ম্যাচে দু’টি অর্ধশতরান করেছেন। রানের নিরিখেও দ্বিতীয় স্থানে বাংলাদেশের সাইফ হাসান। এই টাইগার ব্যাটার করেছেন ১৬০ রান। ১৫৬ রান করে তিন নম্বরে পাকিস্তানের ফারহান।