মানিকগঞ্জে ম্যাচের আগে মাঠে নামছেন আরামবাগ ও ফকিরেরপুল দল
বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) উদ্বোধনী দিনে ধাক্কা খেয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ১০ জনের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারাতে পারেনি মারুফুল হকের দল। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে।
মুন্সিগঞ্জ স্টেডিয়ামের সুলেমান দিয়াবাতে, শেখ মোরসালিন ও আল আমিনদের নিয়ে গড়া আবাহনী চেষ্টা করেও গোলই পায়নি। ম্যাচের ৩৯ মিনিটে রহমতগঞ্জের মিডফিল্ডার আরাফাত হোসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের বিপক্ষে আবাহনী বাকি সময় আক্রমণ করেও কাক্সিক্ষত গোলের দেখা মেলেনি।
রহমতগঞ্জের গোলকিপার মামুন আলিফ ও নেপাল জাতীয় দলের ডিফেন্ডার অভিষেক লিম্বুসহ অন্যরা দারুণ দৃঢ়তা দেখিয়েছেন।
আরামবাগ-ফকিরেরপুল ১-১
মানিকগঞ্জ স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ এ।
৫৯ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড ইয়াইয়া জনের গোলে এগিয়ে যায় আরামবাগ। যোগ করা সময়ে গোল শোধ করে ইয়ংমেনসকে এক পয়েন্ট এনে দেন মিশরের মিডফিল্ডার মোস্তফা কাহরাবা।
মানিকগঞ্জে ম্যাচের আগে মাঠে নামছেন আরামবাগ ও ফকিরেরপুল দল
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) উদ্বোধনী দিনে ধাক্কা খেয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ১০ জনের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারাতে পারেনি মারুফুল হকের দল। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে।
মুন্সিগঞ্জ স্টেডিয়ামের সুলেমান দিয়াবাতে, শেখ মোরসালিন ও আল আমিনদের নিয়ে গড়া আবাহনী চেষ্টা করেও গোলই পায়নি। ম্যাচের ৩৯ মিনিটে রহমতগঞ্জের মিডফিল্ডার আরাফাত হোসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের বিপক্ষে আবাহনী বাকি সময় আক্রমণ করেও কাক্সিক্ষত গোলের দেখা মেলেনি।
রহমতগঞ্জের গোলকিপার মামুন আলিফ ও নেপাল জাতীয় দলের ডিফেন্ডার অভিষেক লিম্বুসহ অন্যরা দারুণ দৃঢ়তা দেখিয়েছেন।
আরামবাগ-ফকিরেরপুল ১-১
মানিকগঞ্জ স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ এ।
৫৯ মিনিটে নাইজেরিয়ার ফরোয়ার্ড ইয়াইয়া জনের গোলে এগিয়ে যায় আরামবাগ। যোগ করা সময়ে গোল শোধ করে ইয়ংমেনসকে এক পয়েন্ট এনে দেন মিশরের মিডফিল্ডার মোস্তফা কাহরাবা।