এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচে দেখা গেল রোমাঞ্চকর লড়াই। দুইশ রানের বেশি তাড়া করে দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না পাথুম নিসাঙ্কা। ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ব্যাট হাতে ভরাডুবি শ্রীলঙ্কার। ভারতের জয় নিশ্চিত হয় মাত্র ১ বলেই।
ভারতের ২০২ রানের জবাবে শ্রীলঙ্কাও করে সমান রান। শেষ ওভারে তিন রান নিতে গিয়ে ম্যাচ টাই করেন দাসুন শানাকা। তবে সুপার ওভারে আর্শদিপ সিংয়ের বোলিংয়ে ২ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবে অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের প্রথম বলেই তিন রান তুলে নেয় ভারত, নিশ্চিত হয় তাদের জয়।
দলকে জেতাতে না পারলেও নিসাঙ্কা খেলেছেন বিধ্বংসী এক ইনিংস। ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ১০৭ রান। তিনি পান ম্যাচসেরার স্বীকৃতি।
এই ম্যাচে বিশ্রামে ছিলেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবে। আভিশেক শার্মা (৩১ বলে ৬১), তিলাক ভার্মা (৪৯*) ও সাঞ্জু স্যামসন (৩৯) এর ঝড়ো ব্যাটিংয়ে দুইশ পেরোয় ভারত। শ্রীলঙ্কার হয়ে নিসাঙ্কা-পেরেরার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১২৭ রান, যা এশিয়া কাপে নতুন রেকর্ড।
সুপার ফোরে তিন ম্যাচ হেরে বিদায় নিল শ্রীলঙ্কা। অপরদিকে একমাত্র অপরাজিত দল ভারত আগামী রোববার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২০২/৫ (আভিশেক ৬১, গিল ৪, সুরিয়াকুমার ১২, তিলাক ৪৯*, স্যামসন ৩৯, পান্ডিয়া ২, আকসার ২১*; থুসারা ৪-০-৪৩-০, থিকশানা ৪-০-৩৬-১, চামিরা ৪-০-৪০-১, হাসারাঙ্গা ৪-০-৩৭-১, শানাকা ২-০-২৩-১, আসালাঙ্কা ২-০-১৮-১)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০২/৫ (নিসাঙ্কা ১০৭, কুসাল মেন্ডিস ০, পেরেরা ৫৮, আসালাঙ্কা ৫, কামিন্দু মেন্ডিস ৩, শানাকা ২২*, লিয়ানাগে ২*; পান্ডিয়া ১-০-৭-১, আর্শদিপ ৪-০-৪৬-১, হার্শিত ৪-০-৫৪-১, আকসার ৩-০-৩২-০, কুলদিপ ৪-০-৩১-১, ভারুন ৪-০-৩১-১)
ফল: ম্যাচ টাই ও সুপার ওভারে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: পাথুম নিসাঙ্কা
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচে দেখা গেল রোমাঞ্চকর লড়াই। দুইশ রানের বেশি তাড়া করে দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না পাথুম নিসাঙ্কা। ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ব্যাট হাতে ভরাডুবি শ্রীলঙ্কার। ভারতের জয় নিশ্চিত হয় মাত্র ১ বলেই।
ভারতের ২০২ রানের জবাবে শ্রীলঙ্কাও করে সমান রান। শেষ ওভারে তিন রান নিতে গিয়ে ম্যাচ টাই করেন দাসুন শানাকা। তবে সুপার ওভারে আর্শদিপ সিংয়ের বোলিংয়ে ২ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। জবাবে অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের প্রথম বলেই তিন রান তুলে নেয় ভারত, নিশ্চিত হয় তাদের জয়।
দলকে জেতাতে না পারলেও নিসাঙ্কা খেলেছেন বিধ্বংসী এক ইনিংস। ৫৮ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ১০৭ রান। তিনি পান ম্যাচসেরার স্বীকৃতি।
এই ম্যাচে বিশ্রামে ছিলেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবে। আভিশেক শার্মা (৩১ বলে ৬১), তিলাক ভার্মা (৪৯*) ও সাঞ্জু স্যামসন (৩৯) এর ঝড়ো ব্যাটিংয়ে দুইশ পেরোয় ভারত। শ্রীলঙ্কার হয়ে নিসাঙ্কা-পেরেরার দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১২৭ রান, যা এশিয়া কাপে নতুন রেকর্ড।
সুপার ফোরে তিন ম্যাচ হেরে বিদায় নিল শ্রীলঙ্কা। অপরদিকে একমাত্র অপরাজিত দল ভারত আগামী রোববার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২০২/৫ (আভিশেক ৬১, গিল ৪, সুরিয়াকুমার ১২, তিলাক ৪৯*, স্যামসন ৩৯, পান্ডিয়া ২, আকসার ২১*; থুসারা ৪-০-৪৩-০, থিকশানা ৪-০-৩৬-১, চামিরা ৪-০-৪০-১, হাসারাঙ্গা ৪-০-৩৭-১, শানাকা ২-০-২৩-১, আসালাঙ্কা ২-০-১৮-১)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০২/৫ (নিসাঙ্কা ১০৭, কুসাল মেন্ডিস ০, পেরেরা ৫৮, আসালাঙ্কা ৫, কামিন্দু মেন্ডিস ৩, শানাকা ২২*, লিয়ানাগে ২*; পান্ডিয়া ১-০-৭-১, আর্শদিপ ৪-০-৪৬-১, হার্শিত ৪-০-৫৪-১, আকসার ৩-০-৩২-০, কুলদিপ ৪-০-৩১-১, ভারুন ৪-০-৩১-১)
ফল: ম্যাচ টাই ও সুপার ওভারে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: পাথুম নিসাঙ্কা