বাংলাদেশ ফুটবল লীগ
মোহামেডান-ফর্টিজ ম্যাচের একটি মুহূত
ফুটবল লীগের (বিএফএল) বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিংয়ের এবার যাত্রা শুভ হলো হার দিয়ে। প্রথম ম্যাচেই ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছে। অন্য ম্যাচে বসুন্ধরা কিংসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নবাগত পিডাব্লিউডি।
কিংস অ্যারেনায় প্রথমার্ধে মোহামেডানকে গোল দিতে পারেনি ফর্টিস। গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর ৬১ ও ৭৯ জোড়া গোল করে সাদা-কালোদের ম্যাচ থেকে ছিটকে দিয়ে নিজ দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন।
গাজীপুর স্টেডিয়ামে আক্রমণাত্মক শুরু করা কিংস এগিয়ে যায় ১৩ মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের পাস ধরে দোরিয়েলতন গোমেজ দারুণ লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের একক প্রচেষ্টার গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় কিংস। সতীর্থের থ্রু পাস মাঝমাঠের একটু ওপর থেকে ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছুটতে থাকেন ফাহিম। তাকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার অনিক আহমেদ। তাকে কাটিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ফাহিম।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে দৃশ্যপট বদলে যায় আচমকাই। ৬৮ মিনিটে আকোবির তুরায়েভের স্পট কিক থেকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় পিডাব্লিউডি। সোহেল রানা বক্সে সোহানুর রহমানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চার মিনিট পরই ম্যাচে সমতা ফেরান ফয়সাল আহমেদ আকাশ। প্রতি আক্রমণে ওঠা মিনহাজুল আবেদীন স্বাধীনের ক্রস থেকে বল পেয়ে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এসি।
বাংলাদেশ ফুটবল লীগ
মোহামেডান-ফর্টিজ ম্যাচের একটি মুহূত
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
ফুটবল লীগের (বিএফএল) বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিংয়ের এবার যাত্রা শুভ হলো হার দিয়ে। প্রথম ম্যাচেই ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হেরেছে। অন্য ম্যাচে বসুন্ধরা কিংসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নবাগত পিডাব্লিউডি।
কিংস অ্যারেনায় প্রথমার্ধে মোহামেডানকে গোল দিতে পারেনি ফর্টিস। গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর ৬১ ও ৭৯ জোড়া গোল করে সাদা-কালোদের ম্যাচ থেকে ছিটকে দিয়ে নিজ দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন।
গাজীপুর স্টেডিয়ামে আক্রমণাত্মক শুরু করা কিংস এগিয়ে যায় ১৩ মিনিটে। ফয়সাল আহমেদ ফাহিমের পাস ধরে দোরিয়েলতন গোমেজ দারুণ লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ফাহিমের একক প্রচেষ্টার গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় কিংস। সতীর্থের থ্রু পাস মাঝমাঠের একটু ওপর থেকে ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ছুটতে থাকেন ফাহিম। তাকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলকিপার অনিক আহমেদ। তাকে কাটিয়ে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ফাহিম।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে দৃশ্যপট বদলে যায় আচমকাই। ৬৮ মিনিটে আকোবির তুরায়েভের স্পট কিক থেকে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় পিডাব্লিউডি। সোহেল রানা বক্সে সোহানুর রহমানকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চার মিনিট পরই ম্যাচে সমতা ফেরান ফয়সাল আহমেদ আকাশ। প্রতি আক্রমণে ওঠা মিনহাজুল আবেদীন স্বাধীনের ক্রস থেকে বল পেয়ে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড।
দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এসি।