ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাংলাদেশ স্কোয়াড গড়া ও জাতীয় টি-টোয়েন্টি লীগ খেলা দেখা নিয়ে ব্যস্ত সময় কাটছিল আব্দুর রাজ্জাকের। তবে নির্বাচকের সেই ব্যস্ততা ছেড়ে দেশের ক্রিকেটে নতুন ভূমিকায় আবির্ভাবের ছবি মেলে ধরলেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ার জন্য শনিবার,(২৭ সেপ্টেম্বর ২০২৫) মনোনয়নপত্র কিনেন সাবেক এই স্পিনার।
মনোনয়নপত্র নেয়ার আগে নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে চিঠি দেন তিনি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তার দায়িত্ব ছেড়ে দেয়া নিশ্চিত করে বিসিবি।
দল বাছাইয়ের কাজ থেকে ক্রিকেট প্রশাসনে আসতে চাওয়ার বিষয়ে ৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার জানান, ‘ খুব বেশি কিছু বলার সময়ও হয়নি এখন। তবে ক্রিকেটের সঙ্গেই ছিলাম, থাকবো। আগেও ক্রিকেটের উন্নতিতে কাজ করার চেষ্টা করেছি, নতুনভাবে সুযোগ পেলে সেটিই করার চেষ্টা করবো।’
‘ভাবনাটা অনেক আগেই ছিল। তবে তখন সংশয় ছিল যে কতটুকু কী করতে পারবো। এখন মনে হচ্ছে, কিছু করতে পারবো। দেখা যাক।’
নির্বাচক কমিটিতে যোগ দেন তিনি ২০২১ সালের জানুয়ারিতে। তখন প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদীন, আরেক নির্বাচক হাবিবুল বাশার। গত বছর প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন, রয়ে যান রাজ্জাক। তার সঙ্গী হন হান্নান সরকার।
তবে গত ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিং পেশায় ফিরে যান হান্নান। এরপর এতগুলো মাস দুই নির্বাচকই কাজ চালিয়েছেন।
সম্প্রতি নতুন নির্বাচক হিসেবে নিয়োগ পান সাবেক পেসার হাসিবুল হোসেন। রাজ্জাকের বিদায়ে এখন আবার দুই সদস্যের হয়ে গেল নির্বাচক কমিটি।
আগামী ৬ অক্টোবর হবে বিসিবির নির্বাচন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাংলাদেশ স্কোয়াড গড়া ও জাতীয় টি-টোয়েন্টি লীগ খেলা দেখা নিয়ে ব্যস্ত সময় কাটছিল আব্দুর রাজ্জাকের। তবে নির্বাচকের সেই ব্যস্ততা ছেড়ে দেশের ক্রিকেটে নতুন ভূমিকায় আবির্ভাবের ছবি মেলে ধরলেন আব্দুর রাজ্জাক। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ার জন্য শনিবার,(২৭ সেপ্টেম্বর ২০২৫) মনোনয়নপত্র কিনেন সাবেক এই স্পিনার।
মনোনয়নপত্র নেয়ার আগে নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে চিঠি দেন তিনি। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তার দায়িত্ব ছেড়ে দেয়া নিশ্চিত করে বিসিবি।
দল বাছাইয়ের কাজ থেকে ক্রিকেট প্রশাসনে আসতে চাওয়ার বিষয়ে ৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার জানান, ‘ খুব বেশি কিছু বলার সময়ও হয়নি এখন। তবে ক্রিকেটের সঙ্গেই ছিলাম, থাকবো। আগেও ক্রিকেটের উন্নতিতে কাজ করার চেষ্টা করেছি, নতুনভাবে সুযোগ পেলে সেটিই করার চেষ্টা করবো।’
‘ভাবনাটা অনেক আগেই ছিল। তবে তখন সংশয় ছিল যে কতটুকু কী করতে পারবো। এখন মনে হচ্ছে, কিছু করতে পারবো। দেখা যাক।’
নির্বাচক কমিটিতে যোগ দেন তিনি ২০২১ সালের জানুয়ারিতে। তখন প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদীন, আরেক নির্বাচক হাবিবুল বাশার। গত বছর প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন, রয়ে যান রাজ্জাক। তার সঙ্গী হন হান্নান সরকার।
তবে গত ফেব্রুয়ারিতে নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিং পেশায় ফিরে যান হান্নান। এরপর এতগুলো মাস দুই নির্বাচকই কাজ চালিয়েছেন।
সম্প্রতি নতুন নির্বাচক হিসেবে নিয়োগ পান সাবেক পেসার হাসিবুল হোসেন। রাজ্জাকের বিদায়ে এখন আবার দুই সদস্যের হয়ে গেল নির্বাচক কমিটি।
আগামী ৬ অক্টোবর হবে বিসিবির নির্বাচন।