অ-১৭ সাফ ফুটবল
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
অনূর্ধ-১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত হয়। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।
গতকাল শনিবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে সমান তালে লড়াই করেছে বাংলাদেশের যুবারা। দুর্দান্ত লড়াই করে ইনজুরি টাইমে ম্যাচের একেবারে শেষ মিনিটে ইহসান হাবিব রিদুয়ানের গোলে ২-২ গোলে সমতা ফেরায় লাল-সবুজের প্রতিনিধিরা। ফলাফল নির্ধারণে টাইব্রেকারে ভারতের কাছে পেরে ওঠেনি বাংলাদেশ। ভারত চারটি শটই জালে জড়ালেও বাংলাদেশের পক্ষে তিনটি শটের মধ্যে শুধুমাত্র অপু রহমান গোলের দেখা পেয়েছে। বাকি দুই শটে আজম খান ও ইকরামুল ইসলাম সফল হতে পারেননি।
এর আগে ম্যাচের শুরুতে ৩ মিনিটে এগিয়ে যায় ভারত। দারুণ এক প্লেসিং শটে বাংলাদেশের গোলরক্ষক আলিফকে পরাস্ত করে গাংতে। ২৫ মিনিটে কর্নার থেকে মো. মানিক হেডের সাহায্যে বাংলাদেশকে সমতায় ফেরান। ৩৮ মিনিটে ডিফেন্ডারদের ভুলে আবারো গোল হজম করে বাংলাদেশ। ভারতের আক্রমন প্রথমে আলিফ রক্ষা করলেও ফিরতি বলে আজলানের শট লাইনের ওপর থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হন ইকরামুল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসতে সমান তালে লড়াই চালিয়েছে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ থেকে অবশ্য তারা গোলের দেখা পায়নি। শেষভাগে বাংলাদেশ একটি পেনাল্টি জোড়ালো আবেদন করেও সফল হতে পারেনি। ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে ডানদিক থেকে সাব্বির ইসলামের লম্বা থ্রো থেকে রিদুয়ানের দারুণ গোলে বাংলাদেশ শিবির উল্লাসে ফেটে পড়ে।
নাটকীয় ম্যাচটিতে অবশ্য শেষ পর্যন্ত আর সফল হতে পারেনি গোলম রব্বানী ছোটনের দল। রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। ফাইনালে ম্যাচসেরা হন বাংলাদেশের রিদুয়ান।
দেশে ফিরেছে অ-১৭ দল
দেশে ফিরেছে সাফ অনূর্ধ-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ দল। রোববার, (২৮ সেপ্টেম্বর ২০২৫) কলম্বো থেকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। আগের দিন রাতে কলম্বোর রেসকোর্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
অ-১৭ সাফ ফুটবল
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
অনূর্ধ-১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের শিরোপা স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত হয়। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।
গতকাল শনিবার কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে সমান তালে লড়াই করেছে বাংলাদেশের যুবারা। দুর্দান্ত লড়াই করে ইনজুরি টাইমে ম্যাচের একেবারে শেষ মিনিটে ইহসান হাবিব রিদুয়ানের গোলে ২-২ গোলে সমতা ফেরায় লাল-সবুজের প্রতিনিধিরা। ফলাফল নির্ধারণে টাইব্রেকারে ভারতের কাছে পেরে ওঠেনি বাংলাদেশ। ভারত চারটি শটই জালে জড়ালেও বাংলাদেশের পক্ষে তিনটি শটের মধ্যে শুধুমাত্র অপু রহমান গোলের দেখা পেয়েছে। বাকি দুই শটে আজম খান ও ইকরামুল ইসলাম সফল হতে পারেননি।
এর আগে ম্যাচের শুরুতে ৩ মিনিটে এগিয়ে যায় ভারত। দারুণ এক প্লেসিং শটে বাংলাদেশের গোলরক্ষক আলিফকে পরাস্ত করে গাংতে। ২৫ মিনিটে কর্নার থেকে মো. মানিক হেডের সাহায্যে বাংলাদেশকে সমতায় ফেরান। ৩৮ মিনিটে ডিফেন্ডারদের ভুলে আবারো গোল হজম করে বাংলাদেশ। ভারতের আক্রমন প্রথমে আলিফ রক্ষা করলেও ফিরতি বলে আজলানের শট লাইনের ওপর থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হন ইকরামুল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসতে সমান তালে লড়াই চালিয়েছে বাংলাদেশ। বেশ কিছু আক্রমণ থেকে অবশ্য তারা গোলের দেখা পায়নি। শেষভাগে বাংলাদেশ একটি পেনাল্টি জোড়ালো আবেদন করেও সফল হতে পারেনি। ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে ডানদিক থেকে সাব্বির ইসলামের লম্বা থ্রো থেকে রিদুয়ানের দারুণ গোলে বাংলাদেশ শিবির উল্লাসে ফেটে পড়ে।
নাটকীয় ম্যাচটিতে অবশ্য শেষ পর্যন্ত আর সফল হতে পারেনি গোলম রব্বানী ছোটনের দল। রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। ফাইনালে ম্যাচসেরা হন বাংলাদেশের রিদুয়ান।
দেশে ফিরেছে অ-১৭ দল
দেশে ফিরেছে সাফ অনূর্ধ-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ বাংলাদেশ দল। রোববার, (২৮ সেপ্টেম্বর ২০২৫) কলম্বো থেকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। আগের দিন রাতে কলম্বোর রেসকোর্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।