রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২০ রানে ৩ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে ২ বল বাকি থাকতে লক্ষ্য পূরণ করে ভারত।
পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরি করেন। কিন্তু কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে শেষ ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে ধসে পড়ে পাকিস্তান। কুলদীপ নেন ৪ উইকেট।
ভারতের রান তাড়ায় শুরুর ধাক্কা সামলে দাঁড়িয়ে যান তিলক বর্মা। ৫৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শেষ শটটি খেলেন রিংকু সিং, যিনি পুরো টুর্নামেন্টে ম্যাচ খেলার অপেক্ষায় ছিলেন।
ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে এটি ভারতের নবম এশিয়া কাপ শিরোপা। টি–টোয়েন্টি সংস্করণে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, ভারুন ৪-০-৩০-২, আকসার ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলাক ১-০-৯-০)
ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (অভিশেক ৫, গিল ১২, সুরিয়াকুমার ১, তিলাক ৬৯*, স্যামসন ২৪, দুবে ৩৩, রিঙ্কু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২০ রানে ৩ উইকেট হারালেও শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে ২ বল বাকি থাকতে লক্ষ্য পূরণ করে ভারত।
পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরি করেন। কিন্তু কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে শেষ ৩৩ রানে ৯ উইকেট হারিয়ে ধসে পড়ে পাকিস্তান। কুলদীপ নেন ৪ উইকেট।
ভারতের রান তাড়ায় শুরুর ধাক্কা সামলে দাঁড়িয়ে যান তিলক বর্মা। ৫৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শেষ শটটি খেলেন রিংকু সিং, যিনি পুরো টুর্নামেন্টে ম্যাচ খেলার অপেক্ষায় ছিলেন।
ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে এটি ভারতের নবম এশিয়া কাপ শিরোপা। টি–টোয়েন্টি সংস্করণে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতল তারা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, ভারুন ৪-০-৩০-২, আকসার ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলাক ১-০-৯-০)
ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (অভিশেক ৫, গিল ১২, সুরিয়াকুমার ১, তিলাক ৬৯*, স্যামসন ২৪, দুবে ৩৩, রিঙ্কু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী