ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অবিস্মরণীয় সিরিজ জয় করেছে আইসিসির সহযোগী দেশ নেপাল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সোমবার দ্বিতীয় ম্যাচে নেপালের জয় ৯০ রানে। ১৭৩ রানের পুঁজি গড়ে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা।
তিন ম্যাচের সিরিজ নেপাল জিতে নিলো এক ম্যাচ হাতে রেখেই। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের পথ ধরে এবার প্রথম সিরিজ জয়ের স্বাদও পেল এশিয়ার দেশটি। আর এসব কিছুই এলো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজে।
টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়লো নেপাল। ২০১৬ সালে শারজাহতেই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৮১ রানের জয় ছিল আগের রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হলো বিব্রতকর এক রেকর্ড। তাদের ৮৩ রান কোনো সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের সর্বনিম্ন। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের ৮৮ রান ছিল আগের সর্বনিম্ন।
ভারতে টেস্ট সিরিজের কারণে ক্যারিবিয়ানদের নিয়মিত অধিনায়ক শেই হোপসহ তারকা ক্রিকেটারদের কয়েকজন খেলছেন না এই সিরিজে। তারপরও নেপালের কৃতিত্ব কমছে না একটুও।
দুই ম্যাচেই তারা জিতলো পরিষ্কার ব্যবধানে। প্রথম ম্যাচে ১৪৮ রানের পুঁজি নিয়ে ১৯ রানে জিতেছিল তারা।
পাঁচ নম্বরে নেমে ৫ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জরা।
সংক্ষিপ্ত স্কোর: নেপাল ১৭৩/৬ (আসিফ ৬৮, জরা ৬৩; আকিল ২/২১, মেয়ার্স ২/২৬)।
ওয়েস্ট ইন্ডিজ ১৭.১ ওভারে ৮৩/১০ (ওগিস ১৭, জাঙ্গু ১৬, হোল্ডার ২১; আদিল ৪/২৪, ভুর্তেল ৩/১৬)।
ম্যাচসেরা: আসিফ শেখ।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অবিস্মরণীয় সিরিজ জয় করেছে আইসিসির সহযোগী দেশ নেপাল।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সোমবার দ্বিতীয় ম্যাচে নেপালের জয় ৯০ রানে। ১৭৩ রানের পুঁজি গড়ে ক্যারিবিয়ানদের স্রেফ ৮৩ রানে গুটিয়ে দেয় তারা।
তিন ম্যাচের সিরিজ নেপাল জিতে নিলো এক ম্যাচ হাতে রেখেই। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের পথ ধরে এবার প্রথম সিরিজ জয়ের স্বাদও পেল এশিয়ার দেশটি। আর এসব কিছুই এলো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজে।
টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডও গড়লো নেপাল। ২০১৬ সালে শারজাহতেই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৮১ রানের জয় ছিল আগের রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হলো বিব্রতকর এক রেকর্ড। তাদের ৮৩ রান কোনো সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের সর্বনিম্ন। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের ৮৮ রান ছিল আগের সর্বনিম্ন।
ভারতে টেস্ট সিরিজের কারণে ক্যারিবিয়ানদের নিয়মিত অধিনায়ক শেই হোপসহ তারকা ক্রিকেটারদের কয়েকজন খেলছেন না এই সিরিজে। তারপরও নেপালের কৃতিত্ব কমছে না একটুও।
দুই ম্যাচেই তারা জিতলো পরিষ্কার ব্যবধানে। প্রথম ম্যাচে ১৪৮ রানের পুঁজি নিয়ে ১৯ রানে জিতেছিল তারা।
পাঁচ নম্বরে নেমে ৫ ছক্কা ও ৩ চারে ৩৯ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জরা।
সংক্ষিপ্ত স্কোর: নেপাল ১৭৩/৬ (আসিফ ৬৮, জরা ৬৩; আকিল ২/২১, মেয়ার্স ২/২৬)।
ওয়েস্ট ইন্ডিজ ১৭.১ ওভারে ৮৩/১০ (ওগিস ১৭, জাঙ্গু ১৬, হোল্ডার ২১; আদিল ৪/২৪, ভুর্তেল ৩/১৬)।
ম্যাচসেরা: আসিফ শেখ।