ম্যাচসেরা পুরস্কার হাতে আইচ মোল্লা
জাতীয় টি-টোয়েন্টি লীগ ম্যাচে স্বাগতিক সিলেট বিভাগকে ২৩ রানে হারায় ঢাকা মেট্রো।
টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রো পাওয়ার প্লেতে রান ৩৭। পরে রবিন আউট হন ১৮ রানে। অধিনায়ক নাঈম শেখ দশম ওভারে ফেরেন ৩২ বলে ৩৬ রান করে।
ইনিংসের গতি বদলে দেন সাদমান ও আইচ মোল্লা। দারুণ ব্যাটিংয়ে ১০ ওভারে ৯৬ রানের জুটি গড়েন দু’জন। টেস্ট দলের ওপেনার সাদমান তিনে নেমে ৩২ বলে ৪৯ রান করে শেষ ওভারে আউট হন সীমানায়। ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন আইচ।
প্রথম ১০ ওভারে ৬০ রান তোলা ঢাকা মেট্রো পরের ১০ ওভারে তোলে ১০১।
১৬২ রান তাড়ায় সিলেটের শুরুটাও খুব গতিময় হয়নি। প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই ১৫ পেরিয়ে গেলেও কেউ ২৫ ছুঁতে পারেননি।
একটু আগ্রাসী হয়ে উঠছিলেন যে দুজন, সেই অমিত হাসান ও গালিবও টিকতে পারেননি বেশিক্ষণ। দুই ছক্কায় ১৬ বলে ২৪ করেন অমিত, ১৪ বলে ২৩ গালিব।
পরে রাজা দুই ছক্কায় ১৩ বলে ১৭ রান করলেও সিলেট সেভাবে সম্ভাবনা জাগাতে পারেনি।
৫৩ রানের পর একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা আইচ। চার ম্যাচে ঢাকা মেট্রোর জয়-পরাজয় দুটি করে, সিলেট হারলো তিনটিতেই।
সংক্ষিপ্ত স্কোর: ঢাকা মেট্রো ১৬১/৩ (নাঈম শেখ ৩৬, সাদমান ৪৯, আইচ ৫৩*; গালিব ১/২৪, ইবাদত ১/২৩, নাবিল ১/২৪)। সিলেট বিভাগ ১৩৮/৯ (খালিদ ২৪, অমিত ২৪, গালিব ২৩; আবু হায়দার ২/২৫, রকিবুল ১/২৯, মারুফ ২/২৯, শহিদুল ৩/২৪, আইচ ১/৩০)। ম্যাচসেরা: আইচ মোল্লা।
ম্যাচসেরা পুরস্কার হাতে আইচ মোল্লা
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় টি-টোয়েন্টি লীগ ম্যাচে স্বাগতিক সিলেট বিভাগকে ২৩ রানে হারায় ঢাকা মেট্রো।
টস জিতে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রো পাওয়ার প্লেতে রান ৩৭। পরে রবিন আউট হন ১৮ রানে। অধিনায়ক নাঈম শেখ দশম ওভারে ফেরেন ৩২ বলে ৩৬ রান করে।
ইনিংসের গতি বদলে দেন সাদমান ও আইচ মোল্লা। দারুণ ব্যাটিংয়ে ১০ ওভারে ৯৬ রানের জুটি গড়েন দু’জন। টেস্ট দলের ওপেনার সাদমান তিনে নেমে ৩২ বলে ৪৯ রান করে শেষ ওভারে আউট হন সীমানায়। ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন আইচ।
প্রথম ১০ ওভারে ৬০ রান তোলা ঢাকা মেট্রো পরের ১০ ওভারে তোলে ১০১।
১৬২ রান তাড়ায় সিলেটের শুরুটাও খুব গতিময় হয়নি। প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই ১৫ পেরিয়ে গেলেও কেউ ২৫ ছুঁতে পারেননি।
একটু আগ্রাসী হয়ে উঠছিলেন যে দুজন, সেই অমিত হাসান ও গালিবও টিকতে পারেননি বেশিক্ষণ। দুই ছক্কায় ১৬ বলে ২৪ করেন অমিত, ১৪ বলে ২৩ গালিব।
পরে রাজা দুই ছক্কায় ১৩ বলে ১৭ রান করলেও সিলেট সেভাবে সম্ভাবনা জাগাতে পারেনি।
৫৩ রানের পর একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা আইচ। চার ম্যাচে ঢাকা মেট্রোর জয়-পরাজয় দুটি করে, সিলেট হারলো তিনটিতেই।
সংক্ষিপ্ত স্কোর: ঢাকা মেট্রো ১৬১/৩ (নাঈম শেখ ৩৬, সাদমান ৪৯, আইচ ৫৩*; গালিব ১/২৪, ইবাদত ১/২৩, নাবিল ১/২৪)। সিলেট বিভাগ ১৩৮/৯ (খালিদ ২৪, অমিত ২৪, গালিব ২৩; আবু হায়দার ২/২৫, রকিবুল ১/২৯, মারুফ ২/২৯, শহিদুল ৩/২৪, আইচ ১/৩০)। ম্যাচসেরা: আইচ মোল্লা।