অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার
গত বছর দলে ফেরার পর দুইবার সেঞ্চুরির খুব কাছে গিয়েও থমকে গেছেন শারমিন আক্তার। পঞ্চাশ পেরিয়েছেন আরও তিনবার। কিন্তু শতরান অধরাই ছিল তার। সেই অপ্রাপ্তি তিনি ঘুচিয়ে দিতে চান সবচেয়ে বড় মঞ্চেই।
সেঞ্চুরিতে বিশ্বকাপ রাঙাতে চান বাংলাদেশের এই সময়ের সেরা ব্যাটার।
দেড় বছর পর দলে ফেরার ম্যাচে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ বলে ৯৬ করে আউট হয়ে যান শারমিন। গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে একপর্যায়ে মনে হচ্ছিল, তিন অঙ্ক ছুঁয়েই ফেলবেন। তিনি ৮০ রান পেরিয়ে যাওয়ার পরও ছয় ওভার বাকি ছিল। তবে পরের সময়টায় ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ফেলেন অধিনায়ক নিগার সুলতানা। শারমিন অপরাজিত রয়ে যায় ৯৪ রানে।
এই আক্ষেপটুকু বাদ দিলে গত ১০ মাসে অসাধারণ সময় কাটছে তার ব্যাট হাতে। দলে ফেরার পর তিনি ফিরেছেন যেন অন্য এক শারমিন হয়ে। আগের চেয়ে তিনি অনেক গোছানো, আগ্রাসী ও কার্যকর। টেম্পারমেন্ট ও শটের রেঞ্জ বেড়েছে চোখে পড়ার মতো। পারফরমেন্সই সেটির প্রমাণ।
ফেরার পর ১১ ওয়ানডে খেলে ফিফটি করেছেন ৫টি। ফিফটির কাছে গিয়ে ফিরেছেন দুই ম্যাচে। আরও তিন ম্যাচে থেমেছেন ২০ পেরিয়ে। দু’অঙ্কের নিচে আউট হননি একবারও।
আগের ৩৪ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ছিল স্রেফ ১৬.৫২, স্ট্রাইক রেট ছিল ৪৬.৭১। ফেরার পর এই ১১ ম্যাচে তার গড় ৫৬.৬০, স্ট্রাইক রেট ৭৪.৩১। এই সময়ে তার টি-টোয়েন্টি ব্যাটিংয়েও দেখা গেছে উন্নতির ছাপ।
মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে বর্তমানে কলম্বোতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আসর শুরু হয়েছে মঙ্গলবার,(৩০ সেপ্টেম্বর ২০২৫) ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে।
অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তার
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
গত বছর দলে ফেরার পর দুইবার সেঞ্চুরির খুব কাছে গিয়েও থমকে গেছেন শারমিন আক্তার। পঞ্চাশ পেরিয়েছেন আরও তিনবার। কিন্তু শতরান অধরাই ছিল তার। সেই অপ্রাপ্তি তিনি ঘুচিয়ে দিতে চান সবচেয়ে বড় মঞ্চেই।
সেঞ্চুরিতে বিশ্বকাপ রাঙাতে চান বাংলাদেশের এই সময়ের সেরা ব্যাটার।
দেড় বছর পর দলে ফেরার ম্যাচে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ বলে ৯৬ করে আউট হয়ে যান শারমিন। গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে একপর্যায়ে মনে হচ্ছিল, তিন অঙ্ক ছুঁয়েই ফেলবেন। তিনি ৮০ রান পেরিয়ে যাওয়ার পরও ছয় ওভার বাকি ছিল। তবে পরের সময়টায় ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ফেলেন অধিনায়ক নিগার সুলতানা। শারমিন অপরাজিত রয়ে যায় ৯৪ রানে।
এই আক্ষেপটুকু বাদ দিলে গত ১০ মাসে অসাধারণ সময় কাটছে তার ব্যাট হাতে। দলে ফেরার পর তিনি ফিরেছেন যেন অন্য এক শারমিন হয়ে। আগের চেয়ে তিনি অনেক গোছানো, আগ্রাসী ও কার্যকর। টেম্পারমেন্ট ও শটের রেঞ্জ বেড়েছে চোখে পড়ার মতো। পারফরমেন্সই সেটির প্রমাণ।
ফেরার পর ১১ ওয়ানডে খেলে ফিফটি করেছেন ৫টি। ফিফটির কাছে গিয়ে ফিরেছেন দুই ম্যাচে। আরও তিন ম্যাচে থেমেছেন ২০ পেরিয়ে। দু’অঙ্কের নিচে আউট হননি একবারও।
আগের ৩৪ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ছিল স্রেফ ১৬.৫২, স্ট্রাইক রেট ছিল ৪৬.৭১। ফেরার পর এই ১১ ম্যাচে তার গড় ৫৬.৬০, স্ট্রাইক রেট ৭৪.৩১। এই সময়ে তার টি-টোয়েন্টি ব্যাটিংয়েও দেখা গেছে উন্নতির ছাপ।
মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে বর্তমানে কলম্বোতে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আসর শুরু হয়েছে মঙ্গলবার,(৩০ সেপ্টেম্বর ২০২৫) ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে।