বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন বোলাররা। সফল বোলার মারুফাকে নিয়ে সতীর্থদের উল্লাস
নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মারুফা, নাহিদা ও সোমার দুরন্ত বোলিংয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নারী দল ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুঁড়িয়ে গেলে ১৮.৫ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় নিগার সুলতানার দল (১৩১/৩)। শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থাকেন ওপেনার রাবেয়া হায়দার। তার ৭৭ বলের ইনিংসে ৮টি চারের মার রয়েছে। ইনিংসের চতুর্থ ওভারে ফারজানা (২রান) ও দ্বাদশ ওভারে শারমিন আক্তার (১০রান) এলবিডব্লউ আউট হয়ে ফিরলে রাবেয়া ও অধিনায়ক নিগার তৃতীয় জুটিতে ৮ ওভারে ৬২ রান তুলে দলের জয়ের পথ সহজ করেন। নিগার কট আউট হন ৫ চারে ৪৪ বলে ২৩ রান করে। রাবেয়ার সঙ্গে শেষ পর্যন্ত নট আউট ছিলেন শোবহানা মোস্তারি। তিনি ২৪ করেন ৬ চারে ১৯ বলে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দারুণ-বোলিং ফিল্ডিংয়ে পাকিস্তান অলআউট হয়ে যায় ৩৯তম ওভারে ১২৯ রানে। প্রথম ওভারেই দারুণ দুই সুইংঙ্গারে পাকিস্তানের দুই টপ অর্ডার ব্যাটারের স্টাম্প উপড়ে ফেললেন মারুফা আক্তার। এরপর মাঝের ওভারে পাকিস্তানের ইনিংসে বারবার আঘাত হানেন নাহিদা আক্তার, রাবেয়া খানরা। দারুণ বোলিং-ফিল্ডিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রাখলো বাংলাদেশ।
লেগ স্পিনার স্বর্ণা আক্তার ৫ রানে ৩ উইকেট নিয়ে পরিসংখ্যানে দলের সফলতম বোলার। তবে শেষ দিকে তার উইকেট পাওয়ার আগেই পাকিস্তানের ইনিংসের ভিত ভেঙে দেন বাকিরা। পেসার মারুফা ৩১ রানে পান ২ উইকেট। ফিল্ডিংয়েও তিনি ছিলেন চোখ ধাঁধানো। বাঁহাতি স্পিনার নাহিদা ১৯ রানে নেন ২ উইকেট। নিশিতা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান প্রত্যেকে পেয়েছেন ১ উইকেট করে।
গত কয়েকবছর ধরেই দলের সেরা পেসার মারুফা, বেশিরভাগ ম্যাচে পেস আক্রমণে একা ভার বহন করেন তিনি। দুই দিকে স্যুইং করানোর সামর্থ্য মারুফাকে করে আলাদা। এদিন শুরু থেকেই ভেতরে ঢোকানো বলে ব্যাটারদেও ভোগান্তির কারণ হন তিনি। ওমানিয়া সোহাইল ও সিদ্র্র্রা আমিনকে মোহনীয় দুই ডেলিভারিতে বোল্ড করে করেন শুরু।
এরপর রামেন শামীমকে নিয়ে ৪২ রানের জুটিতে প্রতিরোধ করেছিলেন মুনিবা আলি। নাহিদা এসে মুনিবা ও রামেনের কাটা সরান পর পর। রাবেয়া খান মাঝের ওভারে রান আটকে চাপে ফেলে ফেরান সিদ্রা নাওয়াজকে। রান খরায় ভোগা হতাশ হয়ে নিশিতার বলে ক্যাচ দেন আলিয়া রিয়াজ। অধিনায়ক ফাতিমা সানাকে ফিরিয়ে ফাহিমা রাখেন অবদান। শেষ দিকে দিয়ানা বেগ কিছু রান বাড়ালেও লক্ষ্যটা বেশ নাগালেই পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন বোলাররা। সফল বোলার মারুফাকে নিয়ে সতীর্থদের উল্লাস
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫
নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার, (০২ অক্টোবর ২০২৫) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মারুফা, নাহিদা ও সোমার দুরন্ত বোলিংয়ে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান নারী দল ৩৮.৩ ওভারে ১২৯ রানে গুঁড়িয়ে গেলে ১৮.৫ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় নিগার সুলতানার দল (১৩১/৩)। শেষ পর্যন্ত ৫৫ রানে অপরাজিত থাকেন ওপেনার রাবেয়া হায়দার। তার ৭৭ বলের ইনিংসে ৮টি চারের মার রয়েছে। ইনিংসের চতুর্থ ওভারে ফারজানা (২রান) ও দ্বাদশ ওভারে শারমিন আক্তার (১০রান) এলবিডব্লউ আউট হয়ে ফিরলে রাবেয়া ও অধিনায়ক নিগার তৃতীয় জুটিতে ৮ ওভারে ৬২ রান তুলে দলের জয়ের পথ সহজ করেন। নিগার কট আউট হন ৫ চারে ৪৪ বলে ২৩ রান করে। রাবেয়ার সঙ্গে শেষ পর্যন্ত নট আউট ছিলেন শোবহানা মোস্তারি। তিনি ২৪ করেন ৬ চারে ১৯ বলে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দারুণ-বোলিং ফিল্ডিংয়ে পাকিস্তান অলআউট হয়ে যায় ৩৯তম ওভারে ১২৯ রানে। প্রথম ওভারেই দারুণ দুই সুইংঙ্গারে পাকিস্তানের দুই টপ অর্ডার ব্যাটারের স্টাম্প উপড়ে ফেললেন মারুফা আক্তার। এরপর মাঝের ওভারে পাকিস্তানের ইনিংসে বারবার আঘাত হানেন নাহিদা আক্তার, রাবেয়া খানরা। দারুণ বোলিং-ফিল্ডিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রাখলো বাংলাদেশ।
লেগ স্পিনার স্বর্ণা আক্তার ৫ রানে ৩ উইকেট নিয়ে পরিসংখ্যানে দলের সফলতম বোলার। তবে শেষ দিকে তার উইকেট পাওয়ার আগেই পাকিস্তানের ইনিংসের ভিত ভেঙে দেন বাকিরা। পেসার মারুফা ৩১ রানে পান ২ উইকেট। ফিল্ডিংয়েও তিনি ছিলেন চোখ ধাঁধানো। বাঁহাতি স্পিনার নাহিদা ১৯ রানে নেন ২ উইকেট। নিশিতা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান প্রত্যেকে পেয়েছেন ১ উইকেট করে।
গত কয়েকবছর ধরেই দলের সেরা পেসার মারুফা, বেশিরভাগ ম্যাচে পেস আক্রমণে একা ভার বহন করেন তিনি। দুই দিকে স্যুইং করানোর সামর্থ্য মারুফাকে করে আলাদা। এদিন শুরু থেকেই ভেতরে ঢোকানো বলে ব্যাটারদেও ভোগান্তির কারণ হন তিনি। ওমানিয়া সোহাইল ও সিদ্র্র্রা আমিনকে মোহনীয় দুই ডেলিভারিতে বোল্ড করে করেন শুরু।
এরপর রামেন শামীমকে নিয়ে ৪২ রানের জুটিতে প্রতিরোধ করেছিলেন মুনিবা আলি। নাহিদা এসে মুনিবা ও রামেনের কাটা সরান পর পর। রাবেয়া খান মাঝের ওভারে রান আটকে চাপে ফেলে ফেরান সিদ্রা নাওয়াজকে। রান খরায় ভোগা হতাশ হয়ে নিশিতার বলে ক্যাচ দেন আলিয়া রিয়াজ। অধিনায়ক ফাতিমা সানাকে ফিরিয়ে ফাহিমা রাখেন অবদান। শেষ দিকে দিয়ানা বেগ কিছু রান বাড়ালেও লক্ষ্যটা বেশ নাগালেই পেয়েছে বাংলাদেশ।