দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে থামিয়ে ব্যাট হাতে রুবাইয়া হায়দার ঝিলিকের অভিষেক ফিফটিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৩০ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে নিগার সুলতানারা।
প্রথম ওভারে মারুফা আক্তারের পরপর দুই উইকেটে ভড়কে যায় পাকিস্তান। পরে নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৮.৩ ওভারে ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে ছয়জন বোলারই উইকেট শিকার করেন। ৩.৩ ওভারে মাত্র ৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন স্বর্ণা, আর ম্যাচসেরা হন মারুফা আক্তার।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো না হলেও রুবাইয়া ঝিলিকের অপরাজিত ৫৪ রানের ইনিংস ও নিগারের ২৩ রানে বাংলাদেশ সহজ জয় পায়। ২০২২ সালের মতো আবারও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল লাল-সবুজের মেয়েরা।
আগামী মঙ্গলবার গুয়াহাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, ওমাইমা ০, সিদরা আমিন ০, রামিন ২৩, রিয়াজ ১৩, সিদরা নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*, নাশরা ১, সাদিয়া ৪; মারুফা ৭-০-৩১-২, নিশিতা ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)
বাংলাদেশ: ৩১.১ ওভারে ১৩১/৩ (ফারজানা ২, রুবাইয়া ৫৪*, শারমিন ১০, নিগার ২৩, সোবহানা ২৪*; ফাতিমা ৮-১-৩০-১, ডায়ানা ৮-৩-১৪-১, সাদিয়া ৬-০-২১-০, রামিন ৫-০-২৫-১, নাশরা ৩.১-১-২৭-০, ওমাইমা ১-০-৯-০)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: মারুফা আক্তার
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে থামিয়ে ব্যাট হাতে রুবাইয়া হায়দার ঝিলিকের অভিষেক ফিফটিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৩০ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে নিগার সুলতানারা।
প্রথম ওভারে মারুফা আক্তারের পরপর দুই উইকেটে ভড়কে যায় পাকিস্তান। পরে নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৮.৩ ওভারে ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের হয়ে ছয়জন বোলারই উইকেট শিকার করেন। ৩.৩ ওভারে মাত্র ৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন স্বর্ণা, আর ম্যাচসেরা হন মারুফা আক্তার।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো না হলেও রুবাইয়া ঝিলিকের অপরাজিত ৫৪ রানের ইনিংস ও নিগারের ২৩ রানে বাংলাদেশ সহজ জয় পায়। ২০২২ সালের মতো আবারও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল লাল-সবুজের মেয়েরা।
আগামী মঙ্গলবার গুয়াহাটিতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩৮.৩ ওভারে ১২৯ (মুনিবা ১৭, ওমাইমা ০, সিদরা আমিন ০, রামিন ২৩, রিয়াজ ১৩, সিদরা নাওয়াজ ১৫, ফাতিমা ২২, নাতালিয়া ৯, ডায়ানা ১৬*, নাশরা ১, সাদিয়া ৪; মারুফা ৭-০-৩১-২, নিশিতা ৬-০-২৮-১, নাহিদা ৮-১-১৯-২, ফাহিমা ৭-১-৩২-১, রাবেয়া ৭-২-১৩-১, স্বর্ণা ৩.৩-৩-৫-৩)
বাংলাদেশ: ৩১.১ ওভারে ১৩১/৩ (ফারজানা ২, রুবাইয়া ৫৪*, শারমিন ১০, নিগার ২৩, সোবহানা ২৪*; ফাতিমা ৮-১-৩০-১, ডায়ানা ৮-৩-১৪-১, সাদিয়া ৬-০-২১-০, রামিন ৫-০-২৫-১, নাশরা ৩.১-১-২৭-০, ওমাইমা ১-০-৯-০)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অব দা ম্যাচ: মারুফা আক্তার